Advertisement
১৭ এপ্রিল ২০২৪
National News

ওদের উচিত শিক্ষা দিন, সীমান্তে জওয়ানদের নির্দেশ বিএসএফ প্রধানের

বুধবার পাক সেনাবাহিনীর গুলিতে হত বিএসএফের হেড কনস্টেবল এ সুরেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে শর্মা বলেন, ‘‘সুরেশের এই শহিদ হওয়া কোনও ভাবেই ব্যর্থ হবে না।’’

হেড কনস্টেবল সুরেসের মরদেহে শ্রদ্ধা জানাচ্ছেন বিএসএফের ডিরেক্টর-জেনারেল কে কে শর্মা। জম্মুতে, বৃহস্পতিবার।

হেড কনস্টেবল সুরেসের মরদেহে শ্রদ্ধা জানাচ্ছেন বিএসএফের ডিরেক্টর-জেনারেল কে কে শর্মা। জম্মুতে, বৃহস্পতিবার।

সংবাদ সংস্থা
জম্মু শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৮ ১৯:২৭
Share: Save:

পাকিস্তানের সেনাবাহিনীকে উচিত শিক্ষা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ানদের। আন্তর্জাতিক সীমান্তের ও পার থেকে পাক সেনাবাহিনীর ছোড়া গোলাগুলির পাল্টা জবাব দিতে বলা হয়েছে বিএসএফকে। সর্বর্শক্তি দিয়ে। কালক্ষেপ না করে।

সীমান্তরক্ষী বাহিনীর ডিরেক্টর-জেনারেল কে কে শর্মা বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘‘ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তের পরিস্থিতি যথেষ্টই থমথমে। আগে ওরা (পাক সেনাবাহিনী) নিয়ন্ত্রণ রেখার (এলওসি) ও পার থেকে গোলাগুলি ছুড়ত। এখন কোনও কিছুর তোয়াক্কা না করে আন্তর্জাতিক সীমান্তের ও পার থেকেও যে কোনও সময় হামলা চালাচ্ছে পাক সেনাবাহিনী।’’

পাক রেঞ্জার্সের গুলিতে হত বিএসএফের হেড কনস্টেবল এ সুরেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে শর্মা বলেন, ‘‘সুরেশের এই শহিদ হওয়া কোনও ভাবেই ব্যর্থ হবে না।’’ সুরেশ বুধবার পাক রেঞ্জার্সের গুলিতে প্রাণ হারান।

তবে আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখায় ভারত যে আগ বাড়িয়ে কোনও যুদ্ধ চায় না, শান্তি চায়, সে কথাও মনে করিয়ে দিয়েছেন বিএসএফের ডিরেক্টর-জেনারেল।

আরও পড়ুন- ট্রাম্পের নয়া কীর্তি, এ বার দিলেন ‘ফেক নিউজ অ্যাওয়ার্ড’​

আরও পড়ুন- অগ্নি-৫ ছুড়ল ভারতের স্ট্র্যাটেজিক ফোর্স, অস্বস্তি বাড়ছে চিনের​

শর্মার বক্তব্য, ভারত শান্তিকামী দেশ। সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হোক, এটা মোটেই কাম্য নয়। কিন্তু সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখায় পাক সেনাবাহিনীর ছোড়া গোলাগুলিতে জওয়ান ও সম্পত্তির প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলেই এ বার পাল্টা কড়া ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BSF Pakistan BSF Chief KK Sharma
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE