Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Khambatki Ghat

মহারাষ্ট্রে ট্রাক দুর্ঘটনায় মৃত ১৭

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর।

এমনই এক বাঁকে ঘটে দুর্ঘটনাটি। প্রতীকী চিত্র।

এমনই এক বাঁকে ঘটে দুর্ঘটনাটি। প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
মহারাষ্ট্র শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৮ ০৯:৪৯
Share: Save:

হিমাচল প্রদেশের পর এ বার মহারাষ্ট্র। পাহাড়ি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা। প্রাণ হারালেন কমপক্ষে ১৭ জন শ্রমিক।

মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের খান্ডালায় পুণে-সাতারা জাতীয় সড়কের উপর। দুর্ঘটনায় গুরুতর আহত আরও ১৫। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, খাম্বাতকি ঘাট পার করার পর একটি বাঁকে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ট্রাক চালক। ট্রাকটিতে ৩০ জনের বেশি জন শ্রমিক ছিলেন। পুলিশ জানিয়েছে, কর্নাটকের বিজাপুর থেকে নির্মাণ সামগ্রী নিয়ে ট্রাকটি পুণে আসছিল।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার পরই উদ্ধার কাজ শুরু হয়।

সোমবারই হিমাচল প্রদেশের কাংড়া জেলার নুরপুরে স্কুলবাস দুর্ঘটনায় মৃত্যু হয় ৩০ জনের। সে ক্ষেত্রেও একটি পাহাড়ি বাঁকের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। মৃতদের মধ্যে ২৭ জনই স্কুলপড়ুয়া।

আরও পড়ুন: হিমাচলের খাদে স্কুলবাস, মৃত ৩০

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Khambatki Ghat Mumbai Accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE