Advertisement
২৫ এপ্রিল ২০২৪

শোকস্তব্ধ দেশ

আজ টুইটার জুড়ে শুধুই তিনি। জীবনের ‘অগ্নিপক্ষ’ অন্য উড়ানে গেলেও তাঁর প্রজ্বলিত মননটি এখনও অনুরাগীদের দিশারী। দেশ জুড়ে টুইট-বার্তায় ফুটে উঠেছে সে কথাই। কারও বার্তায় ধরা পড়েছে গভীর শোক। কারও বা স্মৃতিতে উজ্জ্বল ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম।আজ টুইটার জুড়ে শুধুই তিনি। জীবনের ‘অগ্নিপক্ষ’ অন্য উড়ানে গেলেও তাঁর প্রজ্বলিত মননটি এখনও অনুরাগীদের দিশারী। দেশ জুড়ে টুইট-বার্তায় ফুটে উঠেছে সে কথাই। কারও বার্তায় ধরা পড়েছে গভীর শোক। কারও বা স্মৃতিতে উজ্জ্বল ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম।

শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৫ ১২:৪০
Share: Save:

নরেন্দ্র মোদী:

মহান বিজ্ঞানী, অনবদ্য রাষ্ট্রপতি, সর্বোপরি একজন অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্বের মৃত্যুতে ভারত শোকস্তব্ধ। তাঁর আত্মা শান্তি পাক! ডক্টর কালাম... আমার মন জুড়ে এখনও শুধুই তাঁরই কথা... কত স্মৃতি... কত সাক্ষাৎ... যখনই দেখা হয়েছে, তাঁর পাণ্ডিত্যে বিস্মিত হয়েছি... অনেক কিছু শিখেছি ওঁর কাছ থেকে। ডক্টর কালাম সব সময়েই মানুষের সঙ্গে মিশতে ভালবাসতেন... বিশেষ করে তরুণ প্রজন্ম খুবই পছন্দ করে ওঁকে... ছাত্রদের উনি খুবই ভালবাসতেন, আর তাঁদের চারপাশে রেখেই উনি চলে গেলেন!

কিরণ বেদী:

সারা জীবন ধরেই ডক্টর কালাম শুধু শিখেছেন... শেখা তাঁর কখনই থামেনি... শেষ নিঃশ্বাসটাও তিনি সেই শেখার মধ্যেই নিলেন! নিঃসন্দেহে ব্যাপারটা অনুপ্রেরণাদায়ক। এমন ব্যতিক্রমী মানুষ, ব্যতিক্রমী জীবন সচরাচর দেখা যায় না।

রাজনাথ সিংহ:

ডক্টর কালামের মৃত্যু নিঃসন্দেহে ভারতের এক অপূরণীয় ক্ষতি। তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হল, তা কোনও দিনই পূর্ণ হবে না। ডক্টর কালামের জন্য গভীর শোক প্রকাশ করি! তাঁর আত্মা শান্তি পাক!

সচিন তেন্ডুলকর:

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, একজন বিখ্যাত বিজ্ঞানী তো বটেই, তার সঙ্গেই উনি ছিলেন সবার অনুপ্রেরণা। এমন অসাধারণ মানুষ আর হয় না। ডক্টর আব্দুল কালামের আত্মা শান্তি পাক!

অরবিন্দ কেজরীবাল:

ডক্টর এপিজে আব্দুল কালাম আর নেই জেনে থেকে শোকস্তব্ধ হয়ে আছি। ভারত তার রত্নকে হারাল!

অমিত শাহ:

ডক্টর কালাম ছিলেন একজন খাঁটি দেশপ্রেমী। বিজ্ঞান, শিক্ষা আর নৈতিকতার এক বিরল সমন্বয় ছিল তাঁর জীবন।

চেতন ভগত:

আজ আমরা একজন হিরোকে হারালাম! ডক্টর কালাম, আপনার আত্মা শান্তি পাক! চিরদিন আপনি আমার অনুপ্রেরণা হয়ে রইলেন!

বিষাণ বেদী:

সবার অলক্ষে যেমন নীরব জীবন কাটাতেন ডক্টর কালাম, ঠিক সেইরকম নীরবেই তিনি চলেও গেলেন! মানবিকতা আর সারল্যের এমন সমন্বয় আর হয় না!

অজয় মাকেন:

ডক্টর কালাম, আপনার জীবন আর চিন্তা চিরকাল আমাদের অনুপ্রেরণা জোগাবে!

পি চিদাম্বরম:

সাম্প্রতিক ইতিহাসে ডক্টর কালামের মতো মানুষ দুর্লভ, যিনি একই সঙ্গে নবীন এবং বৃদ্ধ, ধনী এবং গরিব, সর্বোপরি যে কোনও বিশ্বাসের মানুষ— সবার কাছেই সমাদৃত ছিলেন।

ওমর আবদুল্লা:

আজ একটা কথা মনে পড়ে যাচ্ছে। ডক্টর কালামকে যখন ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত করা হল, তখন কেন্দ্রীয় সরকারের মনে দুটো চিন্তা বাসা বেঁধেছিল। প্রথমটা হল, উনি বন্ধগলা পরবেন কি পরবেন না! আর দ্বিতীয়টা হল, উনি কি হেয়ার স্টাইলটা পাল্টাবেন? বন্ধগলা পরতে উনি বেশ আনন্দের সঙ্গেই রাজি হয়ে গিয়েছিলেন, তবে হেয়ার স্টাইলটা বদলাননি। জীবনের শেষ দিন পর্যন্ত আত্মস্বতন্ত্র বজায় রেখে বেঁচেছিলেন তিনি! ডক্টর কালাম, কাশ্মীরেও আপনার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। বিশেষ করে এখানকার তরুণ প্রজন্ম আপনাকে খুবই শ্রদ্ধা করে। আপনার আত্মা শান্তি পাক!

রাহুল গাঁধী:

ডক্টর এপিজে আব্দুল কালামের প্রয়াণে গভীর ভাবে শোকাহত। এমন বহুমুখী প্রতিভা আর হয় না। চারিত্রিক উষ্ণতা আর পাণ্ডিত্য দিয়ে তিনি দেশের মন কেড়েছিলেন!

লতা মঙ্গেশকর:

একটু আগেই আমাদের পূর্ব রাষ্ট্রপতি, ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালামের মৃত্যুর দুঃখজনক খবরটা পেলাম। শুনে থেকেই ভীষণ মন খারাপ লাগছে। আমি ওঁকে খুবই কাছ থেকে দেখেছি। মহান বিজ্ঞানী তো ছিলেনই, তার সঙ্গেই একজন খুব বড় মাপের মানুষ ছিলেন তিনি। দক্ষ একজন কবিও ছিলেন ডক্টর কালাম। আমি ওঁকে আমার শ্রদ্ধাঞ্জলি জানাই। ঈশ্বর ওঁর আত্মাকে শান্তি দিন!

অমিতাভ বচ্চন:

ডাকসাইটে মেধা আর শিশুর সারল্য— এই ছিলেন ডক্টর কালাম। এমন কেউই নেই যে ওঁকে ভালবাসতেন না! ওঁর আত্মার শান্তি কামনায় প্রার্থনা করি!

শাহরুখ খান:

গুরুদাসপুরের খবরটা পেয়ে থেকে মন খারাপ হয়ে ছিল! আরও খারাপ হয়ে গেল ডক্টর কালামের প্রয়াণের খবরটা পেয়ে! আল্লাহ সবাইকে শান্তি দিন!

বরুণ ধবন:

আজ প্রজ্ঞার মৃত্যু হল! আব্দুল কালামের মতো এমন অসাধারণ মনন খুব কমই হয়! ওঁর লেখা ‘উইংস অব ফায়ার’ বইটা দেশের তরুণ প্রজন্মের প্রত্যেকের পড়া উচিৎ!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE