Advertisement
২৫ এপ্রিল ২০২৪

পাকিস্তান-ফেরত দুই জঙ্গি গ্রেফতার

আব্দুল মজিদ এবং মহম্মদ আশরফ মির নামে ওই দুই যুবককে গ্রেফতারের পরে বারামুলার এসএসপি ইমতিয়াজ হুসেন বলেছেন, ‘‘দু’জন স্বীকার করেছে, ইসলামাবাদের বর্মা টাউনের কাছে একটি জঙ্গি শিবিরে তারা প্রশিক্ষণ নিয়েছিল।

নিজস্ব সংবাদদাতা
শ্রীনগর শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৩১
Share: Save:

লস্কর-ই-তইবার শিবিরে জঙ্গি প্রশিক্ষণ নিতে রীতিমতো ভিসা নিয়ে পাকিস্তানে গিয়েছিল তারা। কিন্তু ওয়াগা-আটারি সীমান্ত হয়ে দেশে ফেরার পরেই পুলিশ-সেনা-আধাসেনার যৌথ বাহিনীর হাতে ধরা পড়ে গেল কাশ্মীরের বারামুলার দুই যুবক। আব্দুল মজিদ এবং মহম্মদ আশরফ মির নামে ওই দুই যুবককে গ্রেফতারের পরে বারামুলার এসএসপি ইমতিয়াজ হুসেন বলেছেন, ‘‘দু’জন স্বীকার করেছে, ইসলামাবাদের বর্মা টাউনের কাছে একটি জঙ্গি শিবিরে তারা প্রশিক্ষণ নিয়েছিল। সেখানে বালুচিস্তানের বেশ কিছু যুবক ছিল। এদের সকলকেই কাশ্মীরে পাঠানোর ছক ছিল।’’

শনিবার রাতেই পুলওয়ামায় পুলিশ-সিআরপি যৌথ বাহিনীর সঙ্গে গুলি বিনিময় হয় জঙ্গিদের। হতাহত নেই। শনিবার জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বিধানসভায় জানিয়েছেন, পাথর ছোড়ায় অভিযুক্ত ৯৭৩০ জনের উপর থেকে মামলা প্রত্যাহার করে নেবে সরকার। এই মামলাগুলি ২০০৮ থেকে ২০১৭-র। তালিকায় এমন অনেকের নামও রয়েছে, যাঁরা এই প্রথম কোনও অভিযোগে জড়ালেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Arrest Jammu and Kashmir Terrorists Pakistan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE