Advertisement
২৪ এপ্রিল ২০২৪

কাশ্মীরে সংঘর্ষে নিহত ২ সেনা, খতম ২ জঙ্গিও

কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রুখল সেনা। জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিহত হন দুই সেনা। খতম হয়েছে দুই জঙ্গিও। সেনা সূত্রে খবর, আজ সকালে কুপওয়ারা জেলার নওগামে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা।

যুদ্ধসাজ। শনিবার নিয়ন্ত্রণরেখার কাছে নওগাম সেক্টরে জঙ্গি মোকাবিলায় সেনা। ছবি: পিটিআই।

যুদ্ধসাজ। শনিবার নিয়ন্ত্রণরেখার কাছে নওগাম সেক্টরে জঙ্গি মোকাবিলায় সেনা। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শ্রীনগর শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৬ ০৩:২৩
Share: Save:

কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রুখল সেনা। জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিহত হন দুই সেনা। খতম হয়েছে দুই জঙ্গিও। সেনা সূত্রে খবর, আজ সকালে কুপওয়ারা জেলার নওগামে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। তখনই সেনার সঙ্গে সংঘর্ষ হয় জঙ্গি নেতা বুরহান ওয়ানির মৃত্যুর পরে টানা অশান্তি চলেছিল ভূস্বর্গে। বৃহস্পতিবার অনন্তনাগ ছাড়া উপত্যকার বাকি অংশ থেকে কার্ফু তুলে নেওয়া হয়েছিল। কিন্তু শুক্রবার তা আবার জারি করা হয় দক্ষিণ কাশ্মীর ও শ্রীনগরের কয়েকটি এলাকায়। এ দিন অবশ্য শ্রীনগরের কিছু অংশ, অনন্তনাগ এবং পামপোর ছাড়া অন্য সব এলাকা থেকেই কার্ফু তুলে নেওয়া হয়। তবে চার কিংবা তার বেশি জনের জমায়েতের উপর এখনও নিষেধাজ্ঞা জারি রয়েছে।

পুলিশ সূত্রে খবর, পোস্টপেড মোবাইল পরিষেবা চালু থাকলেও, প্রিপেডের ক্ষেত্রে শুধু ফোন আসছে। ফোন করার পরিষেবা এখনও চালু হয়নি। বন্ধ মোবাইল ইন্টারনেটও। এ সপ্তাহের গোড়ায় কুপওয়ারায় সেনার হাতে ধরা পড়ে বাহাদুর আলি ওরফে সইফুল্লা নামের এক জঙ্গি। এনআইএ সূত্রের খবর, এই পাক জঙ্গির সঙ্গে লস্কর-ই-তইবার যোগ রয়েছে। আজ তাকে ১১ অগস্ট অবধি এনআইএ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে এক বিশেষ আদালত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kashmir terrorist
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE