Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Fake University

কলকাতার ২, দেশজুড়ে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ করল ইউজিসি

দেশজুড়ে ২৪টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন (ইউজিসি)। জানেন কি, এই ২৪টি ভুয়ো শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৮টি রয়েছে খোদ রাজধানীতে?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৮ ১০:১১
Share: Save:
০১ ১০
দেশজুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে নানা কারিগরি ও ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। ইন্টারনেট ঘাঁটলেই পাওয়া যাবে এমন অনেক বিশ্ববিদ্যালয়ের নাম যেখানে মোটা টাকার মিনিময়ে সহজেই ডিগ্রি পাওয়া যায়। জানেন কী, এদের মধ্যে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ই ভুয়ো? আপনি যেখানে অ্যাডমিশন নেবেন ভাবছেন সেটা আসল তো? বুঝবেন কী ভাবে?

দেশজুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে নানা কারিগরি ও ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। ইন্টারনেট ঘাঁটলেই পাওয়া যাবে এমন অনেক বিশ্ববিদ্যালয়ের নাম যেখানে মোটা টাকার মিনিময়ে সহজেই ডিগ্রি পাওয়া যায়। জানেন কী, এদের মধ্যে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ই ভুয়ো? আপনি যেখানে অ্যাডমিশন নেবেন ভাবছেন সেটা আসল তো? বুঝবেন কী ভাবে?

০২ ১০
গোটা দেশে রমরম করে চলছে নানা ভুয়ো বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার এমনই তথ্য দিয়েছে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন (ইউজিসি)। যাদের মধ্যে ২৪টিকে ইতিমধ্যেই চিহ্নিত করে ফেলেছে ইউজিসি। জানেন কি, এই ২৪টি ভুয়ো শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৮টি রয়েছে খোদ রাজধানীতে?

গোটা দেশে রমরম করে চলছে নানা ভুয়ো বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার এমনই তথ্য দিয়েছে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন (ইউজিসি)। যাদের মধ্যে ২৪টিকে ইতিমধ্যেই চিহ্নিত করে ফেলেছে ইউজিসি। জানেন কি, এই ২৪টি ভুয়ো শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৮টি রয়েছে খোদ রাজধানীতে?

০৩ ১০
ইউজিসি জানিয়েছে, এই বিশ্ববিদ্যালয়গুলি সবই ‘স্বঘোষিত’। অর্থাৎ ইউজিসি-র কোনও অনুমোদনই নেই। অথচ, কোনও খোঁজখবর না নিয়েই প্রতি বছরই মোটা টাকার বিনিময়ে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। সম্পূর্ণ বেআইনি ভাবে ছাত্রছাত্রীদের ডিগ্রি দেওয়া হচ্ছে যার আদতে কোন মূল্যই নেই।

ইউজিসি জানিয়েছে, এই বিশ্ববিদ্যালয়গুলি সবই ‘স্বঘোষিত’। অর্থাৎ ইউজিসি-র কোনও অনুমোদনই নেই। অথচ, কোনও খোঁজখবর না নিয়েই প্রতি বছরই মোটা টাকার বিনিময়ে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। সম্পূর্ণ বেআইনি ভাবে ছাত্রছাত্রীদের ডিগ্রি দেওয়া হচ্ছে যার আদতে কোন মূল্যই নেই।

০৪ ১০
দিল্লি, কেরল, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা, মহারাষ্ট্র, কর্নাটকের নানা জায়গায় রমরম করে চলছে এই ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলি। এর মধ্যে কলকাতাতেই রয়েছে দুটো।

দিল্লি, কেরল, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা, মহারাষ্ট্র, কর্নাটকের নানা জায়গায় রমরম করে চলছে এই ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলি। এর মধ্যে কলকাতাতেই রয়েছে দুটো।

০৫ ১০
কলকাতাতে এমন দুটো বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে চিহ্নিত করেছে ইউজিসি। যাদের মধ্যে রয়েছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অলটারনেটিভ মেডিসিন (চৌরঙ্গী রোড) ও ইনস্টিটিউট অব অলটারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ (ডায়মন্ড হারবার রোড, ঠাকুরপুকর)।

কলকাতাতে এমন দুটো বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে চিহ্নিত করেছে ইউজিসি। যাদের মধ্যে রয়েছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অলটারনেটিভ মেডিসিন (চৌরঙ্গী রোড) ও ইনস্টিটিউট অব অলটারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ (ডায়মন্ড হারবার রোড, ঠাকুরপুকর)।

০৬ ১০
দিল্লিতে রয়েছে আটটি। কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, ভোকেশনাল ইউনিভার্সিটি, এডিআর-সেন্ট্রিক জুরিডিশিয়াল ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি, আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয় এবং বারাণসেয়া সংস্কৃত বিশ্ববিদ্যালয় (বারাণসী, দিল্লি)।

দিল্লিতে রয়েছে আটটি। কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, ভোকেশনাল ইউনিভার্সিটি, এডিআর-সেন্ট্রিক জুরিডিশিয়াল ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি, আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয় এবং বারাণসেয়া সংস্কৃত বিশ্ববিদ্যালয় (বারাণসী, দিল্লি)।

০৭ ১০
ইউজিসি-র তালিকায় রয়েছে, মৈথিলী বিশ্ববিদ্যালয় (দ্বারভাঙ্গা, বিহার), বদাগানভি সরকার ওয়ার্ল্ড ওপেন ইউনিভার্সিটি এডুকেশন সোসাইটি (কর্নাটক), সেন্ট জনস ইউনিভার্সিটি (কেরল), রাজা অ্যারাবিক ইউনিভার্সিটি (নাগপুর)।

ইউজিসি-র তালিকায় রয়েছে, মৈথিলী বিশ্ববিদ্যালয় (দ্বারভাঙ্গা, বিহার), বদাগানভি সরকার ওয়ার্ল্ড ওপেন ইউনিভার্সিটি এডুকেশন সোসাইটি (কর্নাটক), সেন্ট জনস ইউনিভার্সিটি (কেরল), রাজা অ্যারাবিক ইউনিভার্সিটি (নাগপুর)।

০৮ ১০
মহিলা গ্রাম বিদ্যাপীঠ/বিশ্ববিদ্যালয় (প্রয়াগ, উত্তরপ্রদেশ), গাঁধী হিন্দি বিদ্যাপীঠ (প্রায়গ, উত্তরপ্রদেশ), ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইলেকট্রো কমপ্লেক্স হোমিওপ্যাথি (কানপুর), নেতাজী সুভাষ চন্দ্র বোস ইউনিভার্সিটি (ওপেন ইউনিভার্সিটি আলিগড়, উত্তরপ্রদেশ), উত্তরপ্রদেশ বিশ্ববিদ্যালয় (মথুরা), মহারাণা প্রতাপ শিক্ষা নিকেতন বিশ্ববিদ্যালয় (প্রতাপগড়, উত্তরপ্রদেশ)।

মহিলা গ্রাম বিদ্যাপীঠ/বিশ্ববিদ্যালয় (প্রয়াগ, উত্তরপ্রদেশ), গাঁধী হিন্দি বিদ্যাপীঠ (প্রায়গ, উত্তরপ্রদেশ), ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইলেকট্রো কমপ্লেক্স হোমিওপ্যাথি (কানপুর), নেতাজী সুভাষ চন্দ্র বোস ইউনিভার্সিটি (ওপেন ইউনিভার্সিটি আলিগড়, উত্তরপ্রদেশ), উত্তরপ্রদেশ বিশ্ববিদ্যালয় (মথুরা), মহারাণা প্রতাপ শিক্ষা নিকেতন বিশ্ববিদ্যালয় (প্রতাপগড়, উত্তরপ্রদেশ)।

০৯ ১০
রয়েছে এমন আরও বিশ্ববিদ্যালয় যেমন, ইন্দ্রপ্রস্থ শিক্ষা পরিষদ, (মকানপুর, উত্তরপ্রদেশ), গুরুকুল বিশ্ববিদ্যালয় (বৃন্দাবন, উত্তরপ্রদেশ), নবভারত শিক্ষা পরিষদ, অনুপূর্ণা ভবন (ওডিশা), নর্থ ওডিশা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনো‌লজি (ওডিশা), শ্রী বোধি অ্যাকাডেমি অব হায়ার এডুকেশন (পুদুচেরী)।

রয়েছে এমন আরও বিশ্ববিদ্যালয় যেমন, ইন্দ্রপ্রস্থ শিক্ষা পরিষদ, (মকানপুর, উত্তরপ্রদেশ), গুরুকুল বিশ্ববিদ্যালয় (বৃন্দাবন, উত্তরপ্রদেশ), নবভারত শিক্ষা পরিষদ, অনুপূর্ণা ভবন (ওডিশা), নর্থ ওডিশা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনো‌লজি (ওডিশা), শ্রী বোধি অ্যাকাডেমি অব হায়ার এডুকেশন (পুদুচেরী)।

১০ ১০
ইউজিসি কর্তৃপক্ষ জানিয়েছে, ওই সব রাজ্যকে ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলির বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলা হয়েছে। পাশাপাশি, পড়ুয়াদেরও সতর্ক করার কথা হলা হয়েছে সরকারকে। ইউজিসির ওয়েবসাইটে (www.ugc.ac.in) গেলেও পাওয়া যাবে এই সব ভুয়ো বিশ্ববিদ্যাগুলির নাম।

ইউজিসি কর্তৃপক্ষ জানিয়েছে, ওই সব রাজ্যকে ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলির বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলা হয়েছে। পাশাপাশি, পড়ুয়াদেরও সতর্ক করার কথা হলা হয়েছে সরকারকে। ইউজিসির ওয়েবসাইটে (www.ugc.ac.in) গেলেও পাওয়া যাবে এই সব ভুয়ো বিশ্ববিদ্যাগুলির নাম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE