Advertisement
১৬ এপ্রিল ২০২৪

এই বাজেটে খুশি হল না মজদুর সঙ্ঘ

আরএসএসের শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘ (বিএমএস) ঘোষণা করেছে, এই বাজেট শ্রমিক বিরোধী। শ্রমিকদের উদ্বেগ মেটানোর দাওয়াই নেই।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৫৫
Share: Save:

স্বদেশি পথে হেঁটেও সঙ্ঘকে খুশি করতে পারল না মোদীর বাজেট। আগামিকাল এই নিয়ে পথে নামছে সঙ্ঘেরই সংগঠন।

আরএসএসের শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘ (বিএমএস) ঘোষণা করেছে, এই বাজেট শ্রমিক বিরোধী। শ্রমিকদের উদ্বেগ মেটানোর দাওয়াই নেই। কাল বিক্ষোভে নামবেন বলেও ঘোষণা সংগঠনের সাধারণ সম্পাদক ব্রিজেশ উপাধ্যায়ের।

গ্রাম-গরিব, ‘নমোকেয়ার’, আমদানি শুল্ক চাপিয়ে জেটলিরা ভেবেছিলেন স্বদেশি জাগরণ মঞ্চ খুশি হবে। কিন্তু বাজেটে যে স্বাস্থ্য প্রকল্প ঘোষণা করা হয়েছে, তাতে বিদেশি বিমা সংস্থারা যাতে নাক গলাতে না পারে, তা নিয়ে জাগরণ মঞ্চের অশ্বিনী মহাজনরা সতর্ক করেছেন সরকারকে। বাজেটের আগে সঙ্ঘ বারবার বলেছে, গ্রাম-গরিব-কৃষকে নজর দিতে। আজ যেটুকু ঘোষণা বাজেটে করা হয়েছে, তার পিছনেও সঙ্ঘের চাপ, মনে করছেন আরএসএস নেতারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Budget Union Budget, Budget 2018
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE