Advertisement
২৫ এপ্রিল ২০২৪

অযোধ্যা যাচ্ছেন আদিত্যনাথ

আগামী সোমবার অযোধ্যা যাবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভোটের প্রচারে বারবার রামমন্দির তৈরির কথা বলেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পরই এটাই হবে তাঁর প্রথম অযোধ্যা সফর।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৭ ০৩:২৬
Share: Save:

আগামী সোমবার অযোধ্যা যাবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভোটের প্রচারে বারবার রামমন্দির তৈরির কথা বলেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পরই এটাই হবে তাঁর প্রথম অযোধ্যা সফর। চলতি সপ্তাহেই সুপ্রিম কোর্ট পরামর্শ দিয়েছে, আদালতের বাইরে দু’পক্ষ আলোচনা করে রাম জন্মভূমি-বাবরি মসজিদ বিতর্ক মিটিয়ে ফেলুক। আদিত্যনাথ নিজেও সুপ্রিম কোর্টের ওই পরামর্শকে স্বাগত জানিয়েছেন। তাঁর নিজেরও মতে, দুই বিবদমান শিবিরের আলোচনায় বসে মতভেদ মিটিয়ে ফেলা উচিত। সেখানে রাজ্য সরকার প্রয়োজনে সাহায্য করবে।

সূত্রের খবর, অযোধ্যা গিয়ে রাম জন্মভূমি ন্যাসের নিত্যগোপাল দাস ও সুরেশ দাস, প্রাক্তন বিজেপি সাংসদ রামবিলাস বেদান্তির সঙ্গে বৈঠক করবেন। এই রাম জন্মভূমি ন্যাসই রামমন্দির ঘিরে প্রচার ও তার নির্মাণের প্রস্তুতির দায়িত্বে রয়েছে। এ ছাড়াও হরিধাম পীঠের জগৎগুরু রামদীনেশাচার্যর মতো সাধুসন্তদের সঙ্গে বৈঠক করবেন তিনি। রাম জন্মভূমিতে গিয়ে রামলালা দর্শন ছাড়াও হনুমানগড়ি, কনক ভবনেও পুজো দেবেন তিনি। বিজেপি নেতারা মনে করছেন, অযোধ্যার ওই সব বৈঠকেই রামমন্দির তৈরির সমাধানসূত্র বের হতে পারে। ফৈজাবাদ জেলা প্রশাসন ও পুরসভা যোগীর সফরের প্রস্তুতি শুরু করে দিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Yogi Adityanath Ayodhya
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE