Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Sushma Swaraj

২৭১ জন ভারতীয়কে দেশে ফেরাতে চায় আমেরিকা, জানালেন সুষমা

বেআইনি ভাবে সে দেশে বসবাসকারী ২৭১ জন ভারতীয়কে ভারতে ফিরিয়ে দেওয়া হবে জানিয়ে দিল আমেরিকা।

সুষমা স্বরাজ।—ফাইল চিত্র।

সুষমা স্বরাজ।—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৭ ১১:২৬
Share: Save:

বেআইনি ভাবে সে দেশে বসবাসকারী ২৭১ জন ভারতীয়কে ভারতে ফিরিয়ে দেওয়া হবে জানিয়ে দিল আমেরিকা। ট্রাম্প প্রশাসনের তরফে দিন কয়েক আগে এমন বার্তাই দেওয়া হয়েছে বলে রাজ্যসভায় জানান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে বসার পর থেকেই ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে চিন্তায় ছিলেন আমেরিকায় বসবাসকারী অন্যান্য দেশের নাগরিকরা। উদ্বিগ্ন ছিলেন প্রবাসী ভারতীয়রাও। আতঙ্ক আরও বাড়তে থাকে প্রবাসী ভারতীয়দের উপর বেশ কয়েকটি হামলার পর। তবে সুষমা জানান, প্রশাসনিক বার্তা এলেও এখনই অভিযুক্ত ভারতীয়দের দেশে ফেরত আনা হচ্ছে না। মার্কিন প্রশাসনের কাছ থেকে তাঁদের নামের তালিকা চেয়ে পাঠানো হয়েছে। তাঁদের পরিচয় এবং নাগরিকত্ব খতিয়ে দেখেই ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: কসাইখানা তুলে লাভ কতটা মুখ্যমন্ত্রী যোগীর?

ট্রাম্পের নয়া অভিবাসন নীতির পর থেকেই মার্কিন মুলুকে বাড়তে থাকে ভারতীয়দের উপর হামলার পরিমাণ। গত মাসে কানসাসে এক ভারতীয়কে গুলি করে হত্যা করা হয়। দিন কয়েক আগে দোকান থেকে ফেরার পথে খুন হন আরও এক প্রবাসী ভারতী। এই সব হামলার পর থেকেই নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা। ওয়াশিংটনের পক্ষ থেকে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, ২০০৯ সালে যেখানে প্রায় দেড় লক্ষ ভারতীয় নিয়মবহির্ভূত ভাবে মার্কিন মুলুকে বসবাস করতেন, সেখানে ২০১৪ সালে সংখ্যাটা পৌঁছয় পাঁচ লক্ষে। এর মধ্যে অনেকেই আছেন যাঁরা ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও ওই দেশে থেকে গিয়েছেন। শুধু ভারতীয়রা নন, অন্য দেশের নাগরিকরাও একই ভাবে আমেরিকায় রয়ে গিয়েছেন বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sushma Swaraj Indian US Deportation Visa
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE