Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মেরে কেউ মহান হয় না: বেঙ্কাইয়া

বেঙ্কাইয়া বলেন, ‘‘জাতির মূল সুর, সংস্কৃতির বিরুদ্ধে যারা কথা বলে, যারা নিজের মত অন্যের উপরে চাপাতে চায়, তাদের এড়িয়ে চলা উচিত।’’

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৭ ০৩:০৯
Share: Save:

দেশের বিভিন্ন প্রান্তে গণপিটুনির নিন্দা করেও তাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বললেন কেন্দ্রীয় তথ্য-সম্প্রচারমন্ত্রী বেঙ্কাইয়া নায়ডু। আজ প্রসার ভারতীর এক সম্মেলনে তিনি বলেন, ‘‘অন্যকে মেরে কেউ কখনও নিজেকে মহান বলে দাবি করতে পারে না। সরকারেরও এটাই নীতি।’’ এই প্রসঙ্গেই বেঙ্কাইয়ার বক্তব্য, দেশের কোনও কোনও অংশে ‘যে ঘটনাগুলি ঘটছে’, তা তুলে ধরে দেশ ও সমাজের দুর্নাম করা উচিত নয়। সংবাদমাধ্যমের উদ্দেশেও কেন্দ্রীয় মন্ত্রীর উপদেশ, ‘‘খবরের প্রধান বিষয় হওয়া উচিত উন্নয়ন। রাজনীতি নয়।’’

বেঙ্কাইয়া আজ বলেন, ‘‘জাতির মূল সুর, সংস্কৃতির বিরুদ্ধে যারা কথা বলে, যারা নিজের মত অন্যের উপরে চাপাতে চায়, তাদের এড়িয়ে চলা উচিত।’’ সম্প্রতি জিএসটি নিয়ে বিধায়কদের ধস্তাধস্তি হয় জম্মু-কাশ্মীর বিধানসভায়। ন্যাশনাল কনফারেন্স নেতা দেবেন্দ্র রানাকে রাজ্যের মন্ত্রী ইমরান আনসারি বলেন, ‘‘আপনাকে এখানে পিটিয়ে মারতে পারি।’’ তার পরেই এই মন্তব্য তাৎপর্যপূর্ণ। আজ জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন থেকে প্রেরণা খোঁজার কথাও বলেন বেঙ্কাইয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE