Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National News

বিহার দাঙ্গা: বিজেপিকে কড়া বার্তা দিল নীতীশের দল

কংগ্রেস বলেছে, ‘‘একেবারেই অসহায় হয়ে পড়েছেন নীতীশ।’’

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।- ফাইল চিত্র।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।- ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
পটনা শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৮ ১৫:৫০
Share: Save:

কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল কেউই যখন ছেড়ে কথা বলছেন না বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে, তখন জোটসঙ্গী বিজেপিকে কড়া বার্তা দিল নীতীশের সংযুক্ত জনতা দল (জেডি(ইউ)। দলের সাধারণ সম্পাদক শ্যাম রজক বললেন, ‘‘আইনশৃঙ্খলার প্রশ্নে নীতীশজী কোনও আপস করবেন না। তার জন্য আমরা যে কোনও মূল্য দিতে রাজি আছি।’’

রাজ্যজুড়ে সাম্প্রদায়িক হিংসায় বেহাল আইনশৃঙ্খলার জেরে কংগ্রেস, আরজেডি- দু’দিক থেকেই কড়া সমালোচনার তিরের মুখে নীতীশ কুমার।

কংগ্রেস বলেছে, ‘‘একেবারেই অসহায় হয়ে পড়েছেন নীতীশ।’’

কেন ‘অসহায়’ নীতীশ, তার ব্যাখ্যা বেরিয়ে এসেছে নীতীশের এক সময়ের ‘বন্ধু’ দল আরজেডি নেতা, অধুনা বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজেশ্বর যাদবের মুখ থেকে। তেজেশ্বরের কথায়, ‘‘বিজেপি-র হাতে ক্রীড়নক হয়ে গিয়েছেন নীতীশ। বিজেপি আসলে যা করতে চায়, নীতীশ তাদের সেটাই করতে দিচ্ছেন।’’

আরও পড়ুন- বেসুরো নীতীশ, শরিক দল সরব উত্তরপ্রদেশেও, আরও অস্বস্তিতে বিজেপি​

আরও পড়ুন- স্পেশ্যাল স্টেটাস: চন্দ্রবাবুর পর মোদীর উদ্বেগ বাড়াল নীতীশের দল​

গত এক সপ্তাহ ধরে সাম্প্রদায়িক সন্ত্রাসের জেরে বিহারে আইনশৃঙ্খলা পরিস্থিতি রীতিমতো বেলাগাম হয়ে পড়েছে। সাম্প্রদায়িক হিংসা ভাগলপুর থেকে ছড়িয়ে পড়েছে সমস্তিপুরে। তা ছড়িয়ে পড়েছে নীতীশের নিজের জেলা নালন্দাতেও। আর ওই সব ঘটনায় বিজেপি কর্মী, সমর্থকদের জড়িত থাকার বিষয়টিও গোপন থাকেনি।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ২০১৯ সালের সাধারণ নির্বাচনের কথা মাথায় রেখেই নীতীশ কুমারের পায়ের তলা থেকে একটু একটু করে মাটি সরিয়ে নিতেই বিজেপি পরিকল্পিত ভাবেই এই সন্ত্রাসের আবহ তৈরি করেছে বিহারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE