Advertisement
১৮ এপ্রিল ২০২৪

এই ভিডিও নাড়িয়ে দিল বিরাট কোহালিকে

শিশুকে মারধর করার ভিডিওটি শেয়ার করে শিশু নির্যাতন নিয়ে ক্ষোভ উগরে দিলেন বিরাট।

সেই শিশু এবং বিরাট কোহালি। ছবি: সংগৃহীত।

সেই শিশু এবং বিরাট কোহালি। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৭ ১৯:১৩
Share: Save:

আরও এক বার সোশ্যাল মিডিয়ায় সরব বিরাট কোহালি। তবে ব্যক্তিগত জীবন কিংবা ক্রিকেট নয়, শিশু নির্যাতন নিয়ে ক্ষোভ উগরে দিলেন তিনি। পড়ানোর সময় এক শিশুকে মারধর করার ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাই ইনস্টাগ্রামে মুখ খুলেছেন কোহালি।

ইদানীং ওই ভিডিওটি ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ, সর্বত্র ঘুরছে। যেখানে দেখা যাচ্ছে ছোট্ট একটি শিশুকে অঙ্ক শেখাচ্ছেন তাঁর মা। কিন্তু তাঁকে যত্ন নিয়ে পড়ানো দূরঅস্ত্‌, তাঁকে জোর করে পড়ানো হচ্ছে। এমনকী, চলছে মারধও। সেই সময় শিশুটির তার মায়ের কাছে হাতজোড় করে কাকুতি মিনতি করছে। অনুরোধ জানাচ্ছে যাতে একটু ভালবেসে পড়ানো হয়। বার বার বলে চলেছে ‘পেয়ার সে পড়ায়েঙ্গে?’ কিন্তু তার সেই অনুরোধে কর্ণপাত করা তো দূরের বিষয়, বরং ভুল উত্তর দেওয়ায় ছোট্ট গালে সপাটে চড় কষানো হল।

আরও পড়ুন: মুজফফরনগরে লাইনচ্যুত পুরী-হরিদ্বার উৎকল কলিঙ্গ এক্সপ্রেস

এই ভিডিওটি দেখে প্রচণ্ড কষ্ট পেয়েছেন বিরাট। ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্টও করেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। ভিডিও-র নীচে লেখেন, ‘‘শিশুদের ব্যথা এবং রাগকে উপেক্ষা করা হয়। কোনও শিশুকে যদি ভয় দেখানো হয়, তবে তারা কিছুই শিখতে পারে না। এই ধরনের ঘটনা দুঃখজনক। খুব বেদনাদায়ক।’’

বিরাট কোহালির সেই ইনস্টাগ্রাম পোস্ট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE