Advertisement
২৪ এপ্রিল ২০২৪
National News

নমামির হাত ধরে আসছে জল-ট্যাক্সি

শুধুই পর্যটন নয়, নমামি ব্রহ্মপুত্র উৎসবে বাংলাদেশ ও ভুটানের সঙ্গে জলপথ যোগাযোগ বৃদ্ধির উপরে গুরুত্ব দেবে অসম সরকার। চালু হবে বিমানবন্দর পর্যন্ত জল-ট্যাক্সি।

নমামির প্রস্তুতি। —নিজস্ব চিত্র।

নমামির প্রস্তুতি। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৭ ১৮:৩৮
Share: Save:

শুধুই পর্যটন নয়, নমামি ব্রহ্মপুত্র উৎসবে বাংলাদেশ ও ভুটানের সঙ্গে জলপথ যোগাযোগ বৃদ্ধির উপরে গুরুত্ব দেবে অসম সরকার। চালু হবে বিমানবন্দর পর্যন্ত জল-ট্যাক্সি।

৩১ মার্চ পাঁচ দিনের উৎসবের সূচনা করবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। আসবেন দলাই লামাও। ২১টি জেলা জুড়ে উৎসব হবে। পরিবহণমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি বলেন, “কী ভাবে ব্রহ্মপু্ত্র নদী ব্যবহার করে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে সহজে পণ্য পাঠানো যায় তা এই উৎসবে তুলে ধরা হবে। কেন্দ্রের সবুজ সংকেত মিলেছে। ৪ এপ্রিলের পর থেকে ধুবুরি থেকে শদিয়া পর্যন্ত ব্রহ্মপুত্রে ড্রেজিং চলবে। বাংলাদেশের দিকেও ড্রেজিং চলবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের সাহায্যে।

আরও পড়ুন

১ এপ্রিল থেকে বিএস-৩ গাড়ি বিক্রি নিষিদ্ধ, রায় সুপ্রিম কোর্টের

মন্ত্রী জানান, কলকাতা পড়ে থাকা রাজ্যে ১৮টি বার্জও অসমে ফিরিয়ে আনা হচ্ছে। কেন্দ্রের টাকায় সব জেটি আধুনিক করা হবে। ১১টি জলপথ জাতীয় জলপথের মর্যাদা পেয়েছে। বর্তমানে ব্রহ্মপুত্র ব্যবহার করে বছরে ২০ লক্ষ টন পণ্য পরিবহণ হয়।

পাটোয়ারি আরও জানান, এ বছরের মধ্যেই ব্রহ্মপুত্র নদী ব্যবহার করে গুয়াহাটি থেকে বিমানবন্দর পর্যন্ত জল-ট্যাক্সি চালু হবে। ৫০টি ব্যাটারি চালিত জল-ট্যাক্সি বিমানবন্দরের নিটকবর্তী ঘাট থেকে যাত্রী ফেরি করবে। ঘাট পর্যন্ত নিয়ে যাবে এএসটিসি-র বাস। অভ্যন্তরীণ জলপথ পরিবহণের অধিকর্তা ভারতভূষণ দেব চৌধুরী জানান, ফ্যান্সি বাজার ঘাট থেকে জলপথে বিমানবন্দর যেতে মাত্র ১৮ মিনিট লাগে। সেখানে স্থলপথে যেতে লাগে এক ঘণ্টা। বিমান ভাড়ার সঙ্গেই জল-ট্যাক্সির ভাড়া যোগ করার ব্যাপারে বিমান সংস্থাগুলির সঙ্গে আলোচনা চলছে। নমামির হাত ধরেই, ইংরেজ আমলে চালু থাকা গোলাঘাটের ধনসিরি ঘাট থেকে শোণিতপুরের গোমারি ঘাট পর্যন্ত নৌ চলাচল ফের শুরু করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Water Taxi Namami Brahmaputra Festival
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE