Advertisement
১৬ এপ্রিল ২০২৪

উড়ান পিছল কেন? মহিলার তীব্র ক্ষোভ, মন্ত্রীর সঙ্গে তুমুল বাদানুবাদ

ওই দিন দুপুরে পটনার বাড়িতে যাওয়ার জন্য ইম্ফল বিমানবন্দরে এসেছিলেন এক মহিলা। নিজেকে তিনি চিকিৎসক হিসাবে দাবি করেন। জানা গিয়েছে, ওই মহিলা পটনায় একটি অত্যেষ্টিতে যোগ দিতে যাচ্ছিলেন।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৭ ২১:১০
Share: Save:

মন্ত্রীর উড়ানের জন্য পিছিয়ে দেওয়া হয়েছিল বেশ কয়েকটি বিমানের ওড়ার সময়। তার জেরে যাত্রী ক্ষোভের মুখোমুখি হতে হল ওই মন্ত্রীকে। এমনিতেই দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ কিছু বিতর্কে জড়িয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অ্যালফোন্স কান্নানথানম। কিন্তু, এ ভাবে প্রকাশ্যে ক্ষোভের মুখে কখনও পড়েননি তিনি। ইম্ফল বিমানবন্দরে মঙ্গলবার বিকেলের ওই ঘটনা সোশ্যাল দুনিয়ায় ইতিমধ্যেই ভাইরাল।

ঘটনাটা ঠিক কী হয়েছে?

ওই দিন দুপুরে পটনার বাড়িতে যাওয়ার জন্য ইম্ফল বিমানবন্দরে এসেছিলেন এক মহিলা। নিজেকে তিনি চিকিৎসক হিসাবে দাবি করেন। জানা গিয়েছে, ওই মহিলা পটনায় একটি অত্যেষ্টিতে যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময় বিমানবন্দরে এসে উপস্থিত হন কেন্দ্রীয় মন্ত্রী অ্যালফোন্স কান্নানথানম। মোদী সরকারের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি, সংস্কৃতি এবং পর্যটন দফতরের প্রতিমন্ত্রী অ্যালফোন্স কান্নানথানমকে স্বাগত জানাতে বিমানবন্দরে তখন সাজ সাজ রব। ফুলের তোড়া দিয়ে মন্ত্রীকে স্বাগত জানানো ছাড়াও বিধিনিষেধ আরোপ করা হয় অন্য উড়ানেও। মন্ত্রীর উড়ানের জন্য পিছিয়ে যায় ওই মহিলার বিমানও। পারিষদদের নিয়ে মন্ত্রীকে এগিয়ে আসতে দেখেই রাগে ফেটে পড়েন ওই মহিলা। মোবাইল ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, মন্ত্রীকে চিৎকার করে তিনি বলছেন, “আমি চিকিৎসক, রাজনীতিক নই। আমার সময়ের গুরুত্ব রয়েছে... আমাকে ২টো ৪৫ মিনিটে পটনায় যেতেই হত। সেই সময়টাই নির্ধারিত ছিল... বাড়ির লোকজনকেও সে কথা বলেছিলাম।”

আরও পড়ুন

যে ভাবেই হোক, সমর্থন কংগ্রেসের দিকেই: ঘোষণা করেই দিলেন হার্দিক

যাওয়ার কথা ছিল মহারাষ্ট্র, ট্রেন চলে গেল মধ্যপ্রদেশে!

মোদীকে নিয়ে কুরুচিকর টুইট মুছে দিল কংগ্রেস

ঠিক কার অন্ত্যেষ্টিতে ওই মহিলা যোগ দিতে যাচ্ছিলেন তা জানা যায়নি। মন্ত্রী তাঁকে শান্ত করার চেষ্টা করলেও ওই মহিলা চিৎকার করতেই থাকেন— “মৃতদেহে পচন ধরে যাবে। আমি জানি... আমি এক জন চিকিৎসক... মৃতদেহে পচন ধরলে তা থেকে দুর্গন্ধ ছড়াবে... ওটা এখনও বাড়িতেই রয়েছে।” এ কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন তিনি। দৃশ্যতই হতচকিত অ্যালফোন্স ওই মহিলাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। তাতেও শান্ত করা যায়নি তাঁকে।

উড়ান পিছিয়ে দেওয়া বা বাতিল করার বিষয়টি অস্বীকার করেছেন ইম্ফল বিমানবন্দর কর্তৃপক্ষ। তাঁদের দাবি, গত কয়েক দিন ধরেই স্থানীয় উৎসব, সম্মেলন-সহ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সফরের জন্য বিমানবন্দরে ‘ভিভিআই মুভমেন্ট’ চলছে। একটি লিখিত বিবৃতিতে বিমানবন্দরের ডিরেক্টর বলেছেন, “রাষ্ট্রপতির উড়ানের জন্য তিনটি নির্ধারিত উড়ান দু’ঘণ্টার জ্ন্য দেরিতে উড়েছিল। আমরা শুনেছি, এক যাত্রী কেন্দ্রীয় মন্ত্রী অ্যালফোন্সের সঙ্গে কথা কাটাকাটি করেছেন।”

দেখুন ভিডিও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE