Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Molestation

ফের রাজধানীতে শ্লীলতাহানি, অভিযোগ নিতেই চাইল না পুলিশ!

যদিও শেষ পর্যন্ত শ্লীলতাহানির অভিযোগ নেওয়া হয়। এসিপি মণীশ সিংহল জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের আড়াল করার চেষ্টা যে সব পুলিশ করেছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৭ ১৪:২১
Share: Save:

ফের শ্লীলতাহানির ঘটনা রাজধানীতে। এ বার ঘটনাটি ঘটল দিল্লি-গুরুগ্রাম জাতীয় সড়কে। যে ঘটনায় কাঠগ়ড়ায় পুলিশও। নিগৃহীতা মহিলার দাবি, প্রথমে শ্লীলতাহানির অভিযোগও নিতে চায়নি পুলিশ।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ। ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী তখন অফিস থেকে বাড়ি ফিরছিলেন বছর তিরিশের ওই মহিলা। তিনি জানান, বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর শঙ্কর চক এলাকা থেকে একটি ক্যাবে ওঠেন তিনি। ওই ক্যাবে আগেই তিন জন যুবক ছিলেন।

মহিলার অভিযোগ, কিছু ক্ষণ পর দিল্লি-গুরুগ্রাম জাতীয় সড়কের ধারে গাড়ির মধ্যেই শ্লীলতাহানির চেষ্টা করে ওই তিন যুবক। তাতে যোগ দেয় ক্যাব চালকও। মহিলার দাবি, তিনি চিৎকার করায় অভিযুক্তরা তাঁর হাত-পা চেপে ধরে রাখে। এমনকী, তাঁকে শ্বাসরোধ করে খুন করার চেষ্টাও করে।

মহিলার অভিযোগ, তখন রাস্তা দিয়ে অনেক গাড়ি যাচ্ছিল। কিন্তু, কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। শেষ পর্যন্ত ক্যাব থেকে পালাতে সক্ষম হন তিনি। পথ চলতি এক জনের মোবাইল থেকে তাঁর স্বামীকে ফোন করে বিষয়টি জানান। পরে রাজীব চক এলাকা থেকে স্বামী তাঁকে উদ্ধার করে। হামলাকারীরা ওই মহিলার মোবাইল এবং টাকার ব্যাগ হাতিয়ে নেয় বলে অভিযোগ।

আরও পড়ুন: দিল্লিতে দিনেদুপুরে কলেজের ছাদে শিক্ষিকার শ্লীলতাহানি

আরও পড়ুন: শ্লীলতাহানিতে অভিযুক্ত অধিকর্তা

পরে স্থানীয় রাজীব চক থানায় অভিযোগ করা হয়। মহিলা ও তাঁর স্বামীর দাবি, চুরি এবং ছিনতাইয়ের অভিযোগ নেওয়া হলেও শ্লীলতাহানির অভিযোগ নিতে চায়নি পুলিশ। মহিলার দাবি, পুলিশ শুধুমাত্র মোবাইল এবং টাকা চুরির অভিযোগ দায়ের করার জন্য চাপ দেয় তাঁদের। যদিও শেষ পর্যন্ত শ্লীলতাহানির অভিযোগ নেওয়া হয়। এসিপি মণীশ সিংহল জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের আড়াল করার চেষ্টা যে সব পুলিশ করেছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Molestation শ্লীলতাহানি Delhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE