Advertisement
১৮ এপ্রিল ২০২৪
National news

এভারেস্টের তিন গুণ লম্বা বেলেপাথরের গুহা মেঘালয়ে

বিশ্বের দীর্ঘতম বেলেপাথরের গুহার সন্ধান মিলল মেঘালয়ে। গুহাটির নাম ‘ক্রেম পুরী’। খাসি ভাষায় ‘ক্রেম’ শব্দের অর্থ ‘গুহা’। মেঘালয়ের পূর্ব খাসি জেলার মওসিনরামের লেইতসোহাম গ্রামের কাছে গুহাটির খোঁজ মেলে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৮ ১৬:৫০
Share: Save:
০১ ০৭
বিশ্বের দীর্ঘতম বেলেপাথরের গুহা হিসাবে নাম উঠে এল মেঘালয়ের ‘ক্রেম পুরী’র। খাসি ভাষায় ‘ক্রেম’ শব্দের অর্থ ‘গুহা’। মেঘালয়ের পূর্ব খাসি জেলার মওসিনরামের লেইতসোহাম গ্রামের কাছে গুহাটির খোঁজ মেলে। ছবি সৌজন্য: টুইটার।

বিশ্বের দীর্ঘতম বেলেপাথরের গুহা হিসাবে নাম উঠে এল মেঘালয়ের ‘ক্রেম পুরী’র। খাসি ভাষায় ‘ক্রেম’ শব্দের অর্থ ‘গুহা’। মেঘালয়ের পূর্ব খাসি জেলার মওসিনরামের লেইতসোহাম গ্রামের কাছে গুহাটির খোঁজ মেলে। ছবি সৌজন্য: টুইটার।

০২ ০৭
২০১৬-তে প্রথম গুহাটির খোঁজ পাওয়া গেলেও এর দৈর্ঘ্য নিয়ে একটা ধোঁয়াশা ছিল। ক্রেম পুরী-তে ২৫ দিনের একটি অভিযানে গিয়েছিলেন মেঘালয় অ্যাডভেঞ্চার্স অ্যাসোসিয়েশন (এমএএ)-এর প্রায় ৩০ জন বিশেষজ্ঞ। এ বছরের ৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত অভিযান চালানো হয় গুহাটিতে। ছবি সৌজন্য: ফেসবুক।

২০১৬-তে প্রথম গুহাটির খোঁজ পাওয়া গেলেও এর দৈর্ঘ্য নিয়ে একটা ধোঁয়াশা ছিল। ক্রেম পুরী-তে ২৫ দিনের একটি অভিযানে গিয়েছিলেন মেঘালয় অ্যাডভেঞ্চার্স অ্যাসোসিয়েশন (এমএএ)-এর প্রায় ৩০ জন বিশেষজ্ঞ। এ বছরের ৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত অভিযান চালানো হয় গুহাটিতে। ছবি সৌজন্য: ফেসবুক।

০৩ ০৭
গুহাটির মাপজোক করে দেখা যায়, এর দৈর্ঘ্য ২৪, ৫৩৮ মিটার, যা এভারেস্টের উচ্চতার প্রায় তিন গুণ। ছবি সৌজন্য: ফেসবুক।

গুহাটির মাপজোক করে দেখা যায়, এর দৈর্ঘ্য ২৪, ৫৩৮ মিটার, যা এভারেস্টের উচ্চতার প্রায় তিন গুণ। ছবি সৌজন্য: ফেসবুক।

০৪ ০৭
সবচেয়ে উল্লখযোগ্য যে, এই গুহায় ডাইনোসরের জীবাশ্মও উদ্ধার হয়েছে। জীবাশ্মবিদদের ধারণা, ওই জীবাশ্ম মোসাসরাসের। এরা এক প্রকার জলচর মাংসাশী প্রাণী। এদের অস্তিত্ব ছিল সাড়ে ৬ থেকে ৭ কোটি বছর আগে। ছবি সৌজন্য: টুইটার।

সবচেয়ে উল্লখযোগ্য যে, এই গুহায় ডাইনোসরের জীবাশ্মও উদ্ধার হয়েছে। জীবাশ্মবিদদের ধারণা, ওই জীবাশ্ম মোসাসরাসের। এরা এক প্রকার জলচর মাংসাশী প্রাণী। এদের অস্তিত্ব ছিল সাড়ে ৬ থেকে ৭ কোটি বছর আগে। ছবি সৌজন্য: টুইটার।

০৫ ০৭
মেঘালয় অ্যাডভেঞ্চার্স অ্যাসোসিয়েশন (এমএএ)-এর প্রতিষ্ঠাতা সদস্য ব্রায়ান ড্যালি খারপ্রাণ জানিয়েছেন, ক্রেম পুরী বিশ্বের দীর্ঘতম হলেও, জেনারেল ক্যাটেগরিতে ভারতের দ্বিতীয় বৃহত্তম গুহা। ক্রেম লিয়াত প্রা-র পর। এটি একটি চুনাপাথর নির্মিত গুহা। এটি জয়ন্তিয়া পাহাড়ে রয়েছে। এর দৈর্ঘ্য ৩১ কিলোমিটার। ছবি সৌজন্য: ফেসবুক।

মেঘালয় অ্যাডভেঞ্চার্স অ্যাসোসিয়েশন (এমএএ)-এর প্রতিষ্ঠাতা সদস্য ব্রায়ান ড্যালি খারপ্রাণ জানিয়েছেন, ক্রেম পুরী বিশ্বের দীর্ঘতম হলেও, জেনারেল ক্যাটেগরিতে ভারতের দ্বিতীয় বৃহত্তম গুহা। ক্রেম লিয়াত প্রা-র পর। এটি একটি চুনাপাথর নির্মিত গুহা। এটি জয়ন্তিয়া পাহাড়ে রয়েছে। এর দৈর্ঘ্য ৩১ কিলোমিটার। ছবি সৌজন্য: ফেসবুক।

০৬ ০৭
বৈচিত্রময় গুহার কারণে মেঘালয়ের খ্যাতি আছে। এখানে কয়েক হাজার গুহা রয়েছে, যার মধ্যে মাত্র কয়েকটিতে অভিযান হয়েছে। কিছু গুহাতে আংশিক, আবার কয়েকটিতে একেবারেই অভিযান হয়নি। গুহার সংখ্যা বেশি চেরাপুঞ্জি, শেলা, পিনুরসলা, নোঙ্গজ্রি, মওসিনরাম, ল্যাংরিনে। ছবি সৌজন্য: ফেসবুক।

বৈচিত্রময় গুহার কারণে মেঘালয়ের খ্যাতি আছে। এখানে কয়েক হাজার গুহা রয়েছে, যার মধ্যে মাত্র কয়েকটিতে অভিযান হয়েছে। কিছু গুহাতে আংশিক, আবার কয়েকটিতে একেবারেই অভিযান হয়নি। গুহার সংখ্যা বেশি চেরাপুঞ্জি, শেলা, পিনুরসলা, নোঙ্গজ্রি, মওসিনরাম, ল্যাংরিনে। ছবি সৌজন্য: ফেসবুক।

০৭ ০৭
ক্রেম পুরীর আগে বিশ্বের দীর্ঘতম বেলেপাথরের গুহা হিসাবে রেকর্ড ছিল ভেনেজুয়েলার কিউয়েভা ডেল সামান-এর। এর দৈর্ঘ্য ১৮,২২০ মিটার বা ১৮.২ কিলোমিটার।

ক্রেম পুরীর আগে বিশ্বের দীর্ঘতম বেলেপাথরের গুহা হিসাবে রেকর্ড ছিল ভেনেজুয়েলার কিউয়েভা ডেল সামান-এর। এর দৈর্ঘ্য ১৮,২২০ মিটার বা ১৮.২ কিলোমিটার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE