Advertisement
২৫ এপ্রিল ২০২৪
ISRO

ইসরোর প্রথম বেসরকারি উপগ্রহ উৎক্ষেপণ ব্যর্থ

সেই কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ ব্যর্থ হল। ইসরো-এর প্রধান এ এস কিরণ কুমার এই খবর জানিয়েছেন।

আইআরএনএসএস-১এইচ উপগ্রহ। ফাইল চিত্র

আইআরএনএসএস-১এইচ উপগ্রহ। ফাইল চিত্র

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৭ ২৩:৪১
Share: Save:

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এই প্রথম কোনও বেসরকারি সংস্থার হাত ধরে উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা করেছিল। ঠিক ছিল, বৃহস্পতিবার সন্ধে ৬টা ৫৯ মিনিটে শ্রীহরিকোটা থেকে পাঠানো হবে আইআরএনএসএস-১এইচ নামে উপগ্রহটি। কিন্তু, সেই কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ ব্যর্থ হল। ইসরো-এর প্রধান এ এস কিরণ কুমার এই খবর জানিয়েছেন। ইসরো সূত্রে খবর, উৎক্ষেপণ করার চেষ্টা হলেও, তাপ-রোধী বর্ম থেকে বেরোতে পারেনি কৃত্রিম উপগ্রহটি।

আরও পড়ুন: ভুতুড়ে কণার কীর্তি আবিষ্কার, ব্রহ্মাণ্ডের সৃষ্টি রহস্যে নতুন আলো

আরও পড়ুন: রোজ ভোর রাতে তুষার ঝড় হয় মঙ্গলে?

নতুন উপগ্রহটি তৈরির দায়িত্বে ছিল বেঙ্গালুরুর একটি বেসরকারি সংস্থা আলফা ডিজাইন টেকনোলজি। এই সংস্থা সাধারণত প্রতিরক্ষার যন্ত্রাংশ সরবরাহ করে। ইসরোর ৭০ জন বিজ্ঞানী নিয়ে তৈরি একটি দল গত আট বছর ধরে তত্ত্বাবধান করে এসেছে। ২০১৩ জুলাইয়ে প্রথম আইআরএনএসএস-১এ উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছিল। পরে পারমাণবিক ঘড়িতে গোলযোগ দেখা যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ISRO NAVIC Satellite ইসরো
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE