বাম দলের ডাকে কৃষকসভার নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তাল হল হাওড়া ও কলকাতা। বৃহস্পতিবার বেলার দিকে বামেদের এই অভিযানকে বানচাল করতে পুলিশ লাঠি চালায়, কাঁদানে গ্যাস ছোড়ে, জলকামানও ব্যবহার করে। কলকাতার রেড রোড, রানি রাসমণি রোড, হাওড়ার ফোরশোর রোড সমেত বিভিন্ন রাস্তায় পুলিশের সঙ্গে অবরোধকারীদের খণ্ডযুদ্ধ বাধে। ইটের ঘায়ে বামফ্রন্ট নেতা বিমান বসুও আহত হন। দু’পক্ষের সংঘর্ষে বেশ কয়েক জন জখম হয়েছেন। আপাতত এলাকায় রণক্ষেত্রের ছবি।— নিজস্ব চিত্র।