Advertisement
২০ এপ্রিল ২০২৪
Price Hike

প্রতিবেশী প্রায় সব দেশের থেকে ভারতে তেলের দাম বেশি

দেখে নেওয়া যাক কিছু দেশের পেট্রল-ডিজেলের লিটার প্রতি দামের তালিকা। সূত্র: গ্লোবাল পেট্রল প্রাইজ.কম।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ মে ২০১৮ ১৫:৩৭
Share: Save:
০১ ০৯
কর্নাটকের ভোটের পর থেকেই তেলের দাম হু হু করে বাড়ছে। ভোটের পর গত ১০ দিনে ৯ বার বেড়েছে পেট্রল-ডিজেলের দাম। বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম বৃদ্ধি ও ডলারে টাকার পতনের জন্য দেশে পেট্রল, ডিজেলের দাম বাড়ছে বলে যুক্তি দিয়েছে তেল সংস্থাগুলি। কিন্তু, পরিসংখ্যান বলছে, বিশ্বের অনেক দেশের পেট্রল-ডিজেলের দাম ভারতের থেকে কম। এ নিয়ে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় রসিকতাও শুরু হয়েছে। কেন্দ্রে মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠতে শুরু করেছে। যেমন, নেপালে লিটার প্রতি ডিজেলের দাম ০.৮৫ ডলার। ভারতে সেখানে সেই দাম ১.০৪ ডলার। দেখে নেওয়া যাক কিছু দেশের পেট্রল-ডিজেলের লিটার প্রতি দামের তালিকা। সূত্র: গ্লোবাল পেট্রল প্রাইজ.কম।

কর্নাটকের ভোটের পর থেকেই তেলের দাম হু হু করে বাড়ছে। ভোটের পর গত ১০ দিনে ৯ বার বেড়েছে পেট্রল-ডিজেলের দাম। বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম বৃদ্ধি ও ডলারে টাকার পতনের জন্য দেশে পেট্রল, ডিজেলের দাম বাড়ছে বলে যুক্তি দিয়েছে তেল সংস্থাগুলি। কিন্তু, পরিসংখ্যান বলছে, বিশ্বের অনেক দেশের পেট্রল-ডিজেলের দাম ভারতের থেকে কম। এ নিয়ে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় রসিকতাও শুরু হয়েছে। কেন্দ্রে মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠতে শুরু করেছে। যেমন, নেপালে লিটার প্রতি ডিজেলের দাম ০.৮৫ ডলার। ভারতে সেখানে সেই দাম ১.০৪ ডলার। দেখে নেওয়া যাক কিছু দেশের পেট্রল-ডিজেলের লিটার প্রতি দামের তালিকা। সূত্র: গ্লোবাল পেট্রল প্রাইজ.কম।

০২ ০৯
ভারত: ডিজেল লিটারে ১.০৪ ডলার। পেট্রল ১.১৮ মার্কিন ডলার।

ভারত: ডিজেল লিটারে ১.০৪ ডলার। পেট্রল ১.১৮ মার্কিন ডলার।

০৩ ০৯
বাংলাদেশ: ডিজেলের দাম ০.৭৭ এবং পেট্রল ১.০৫ মার্কিন ডলার।

বাংলাদেশ: ডিজেলের দাম ০.৭৭ এবং পেট্রল ১.০৫ মার্কিন ডলার।

০৪ ০৯
পাকিস্তান:  ভারতের তুলনায় ডিজেল এবং পেট্রল দু’য়ের দামই কম। ডিজেলের দাম ০.৮৫ ডলার, পেট্রল ০.৭৬ ডলার।

পাকিস্তান: ভারতের তুলনায় ডিজেল এবং পেট্রল দু’য়ের দামই কম। ডিজেলের দাম ০.৮৫ ডলার, পেট্রল ০.৭৬ ডলার।

০৫ ০৯
নেপাল: এখানে ডিজেলের দাম লিটারে ০.৮৬ ডলার। পেট্রল ১.০১ ডলার।

নেপাল: এখানে ডিজেলের দাম লিটারে ০.৮৬ ডলার। পেট্রল ১.০১ ডলার।

০৬ ০৯
শ্রীলঙ্কা: ডিজেল লিটারে ০.৬৯ এবং পেট্রল ০.৯৪ ডলার।

শ্রীলঙ্কা: ডিজেল লিটারে ০.৬৯ এবং পেট্রল ০.৯৪ ডলার।

০৭ ০৯
আফগানিস্তান: ডি়জেল এবং পেট্রল উভয়ের দামই ভারতের থেকে অনেকটাই কম। ডিজেল ০.৫৭ এবং পেট্রল ০.৬৮ ডলার।

আফগানিস্তান: ডি়জেল এবং পেট্রল উভয়ের দামই ভারতের থেকে অনেকটাই কম। ডিজেল ০.৫৭ এবং পেট্রল ০.৬৮ ডলার।

০৮ ০৯
ভুটান: প্রতি লিটার ডিজেলের দাম ডলারে ০.৮০ এবং পেট্রল ০.৮৪।

ভুটান: প্রতি লিটার ডিজেলের দাম ডলারে ০.৮০ এবং পেট্রল ০.৮৪।

০৯ ০৯
চিনি: ভারতের মতো ডিজেল-পেট্রলের দাম বেশি চিনের বাজারে। সেখানে ডিজেল লিটারে ১.০৬ এবং পেট্রল ১.১৯ ডলার।

চিনি: ভারতের মতো ডিজেল-পেট্রলের দাম বেশি চিনের বাজারে। সেখানে ডিজেল লিটারে ১.০৬ এবং পেট্রল ১.১৯ ডলার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE