Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Business News

জিও আসার পর যে যে ভাবে বদলেছে ভারতের টেলি দুনিয়া

এক বছর ‘বয়স’ হল রিলায়্যান্স জিও-র। কিন্তু মাটিতে পা রাখার প্রথম দিন থেকেই সে ছিল স্বাবলম্বী। একের পর এক ধামাকায় সে আমূল বদলে দিয়েছে টেলি দুনিয়াকেই। দেখে নেওয়া যাক, জিও-র জাদুতে গত এক বছরে কী কী বদলালো ভারতের টেলিকম ইন্ডাস্ট্রিতে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৭ ১১:৪৩
Share: Save:
০১ ১০
সস্তা মোবাইল ডেটা:
জিও আসার পর থেকেই লাফিয়ে লাফিয়ে কমেছে মোবাইল ডেটার খরচ। বাজারে পা দিয়েই ডেটাকে সম্পূর্ণ ফ্রি করে দিয়েছিল রিলায়্যান্স জিও। জিও-র সঙ্গে পাল্লা দিয়ে ডেটার খরচের পরিমাণ কমিয়েছে অন্যান্য সংস্থাগুলিও।

সস্তা মোবাইল ডেটা: জিও আসার পর থেকেই লাফিয়ে লাফিয়ে কমেছে মোবাইল ডেটার খরচ। বাজারে পা দিয়েই ডেটাকে সম্পূর্ণ ফ্রি করে দিয়েছিল রিলায়্যান্স জিও। জিও-র সঙ্গে পাল্লা দিয়ে ডেটার খরচের পরিমাণ কমিয়েছে অন্যান্য সংস্থাগুলিও।

০২ ১০
ফ্রি ভয়েস কল:
সমস্ত নেটওয়ার্কের সমস্ত ভয়েস কলকে ফ্রি করে দেওয়ার এই পথ দেখিয়েছে জিও। প্রতিযোগিতায় টিকে থাকতে জিও-র মতো একই পন্থা নিয়েছে দেশের অন্যান্য টেলি কোম্পানিগুলিও।

ফ্রি ভয়েস কল: সমস্ত নেটওয়ার্কের সমস্ত ভয়েস কলকে ফ্রি করে দেওয়ার এই পথ দেখিয়েছে জিও। প্রতিযোগিতায় টিকে থাকতে জিও-র মতো একই পন্থা নিয়েছে দেশের অন্যান্য টেলি কোম্পানিগুলিও।

০৩ ১০
ফোর-জি স্মার্টফোনের চাহিদা:
জিও পরবর্তী মোবাইল দুনিয়ায় সুনামির মতো বৃদ্ধি পেয়েছে ফোর-জি স্মার্ট ফোনের চাহিদা। মোবাইল ডেটা বেশির ভাগ ক্ষেত্রেই পাওয়া যাচ্ছে বিনামূল্যে। না হলেও তার দাম অত্যন্ত কম। ফলে মানুষ চাইছেন নেটের স্পিড বাড়িয়ে সোশ্যাল দুনিয়ায় আরও অ্যাকটিভ থাকতে।

ফোর-জি স্মার্টফোনের চাহিদা: জিও পরবর্তী মোবাইল দুনিয়ায় সুনামির মতো বৃদ্ধি পেয়েছে ফোর-জি স্মার্ট ফোনের চাহিদা। মোবাইল ডেটা বেশির ভাগ ক্ষেত্রেই পাওয়া যাচ্ছে বিনামূল্যে। না হলেও তার দাম অত্যন্ত কম। ফলে মানুষ চাইছেন নেটের স্পিড বাড়িয়ে সোশ্যাল দুনিয়ায় আরও অ্যাকটিভ থাকতে।

০৪ ১০
অনলাইন লেনদেন বৃদ্ধি:
জিও দুনিয়ায় ফ্রি মোবাইল ডেটার যুগে আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে অনলাইন লেনদেন।

অনলাইন লেনদেন বৃদ্ধি: জিও দুনিয়ায় ফ্রি মোবাইল ডেটার যুগে আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে অনলাইন লেনদেন।

০৫ ১০
দ্রুততর মোবাইল ডেটা:
শুধু বিনামূল্যের পরিষেবা দেওয়াই নয়, এখন মোবাইলে নেট ব্যবহার করা যায় অনেক দ্রুততার সঙ্গে।

দ্রুততর মোবাইল ডেটা: শুধু বিনামূল্যের পরিষেবা দেওয়াই নয়, এখন মোবাইলে নেট ব্যবহার করা যায় অনেক দ্রুততার সঙ্গে।

০৬ ১০
৩জি-র মৃত্যু:
জিও-র দৌলতে বিনামূল্যে মোবাইল ডেটা বাজারে আসার পর এখন চাহিদা ৪ জি এবং ৫ জি-র। ২ জি এবং ৩ জি প্রায় বিদায়ের পথে।

৩জি-র মৃত্যু: জিও-র দৌলতে বিনামূল্যে মোবাইল ডেটা বাজারে আসার পর এখন চাহিদা ৪ জি এবং ৫ জি-র। ২ জি এবং ৩ জি প্রায় বিদায়ের পথে।

০৭ ১০
রেকর্ড সৃষ্টি:
ছয় মাসেরও কম সময়ে ১০ কোটি গ্রাহক তৈরি করে রেকর্ড তৈরি করেছিল জিও। জিও-র দাবি, এই মুহূর্তে তাদের গ্রাহক সংখ্যা ১০ কোটি ৩০ লক্ষ।

রেকর্ড সৃষ্টি: ছয় মাসেরও কম সময়ে ১০ কোটি গ্রাহক তৈরি করে রেকর্ড তৈরি করেছিল জিও। জিও-র দাবি, এই মুহূর্তে তাদের গ্রাহক সংখ্যা ১০ কোটি ৩০ লক্ষ।

০৮ ১০
ব্রডব্যান্ড এবং ইন্টারনেটের যোগান বৃদ্ধি:
আগের থেকে ব্রডব্যান্ড এবং ইন্টারনেটের যোগান বৃদ্ধি পেয়েছে অনেকটাই।

ব্রডব্যান্ড এবং ইন্টারনেটের যোগান বৃদ্ধি: আগের থেকে ব্রডব্যান্ড এবং ইন্টারনেটের যোগান বৃদ্ধি পেয়েছে অনেকটাই।

০৯ ১০
ভোডাফোন ও আইডিয়ার সংযুক্তি:
জিও ধাক্কা সামলানোর জন্যই মার্জ করেছিল ভোডাফোন ও আইডিয়া সেলুলার।

ভোডাফোন ও আইডিয়ার সংযুক্তি: জিও ধাক্কা সামলানোর জন্যই মার্জ করেছিল ভোডাফোন ও আইডিয়া সেলুলার।

১০ ১০
জিও এফেক্টের পর অনলাইন স্ট্রিমিংয়ের চাহিদা বেড়েছে বিপুল পরিমাণে।

জিও এফেক্টের পর অনলাইন স্ট্রিমিংয়ের চাহিদা বেড়েছে বিপুল পরিমাণে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE