Advertisement
২৫ এপ্রিল ২০২৪
GIO

ফের বুকিং শুরু হচ্ছে জিও ফিচার ফোনের! দেখুন নতুন কী রয়েছে?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৭ ১১:৪১
Share: Save:
০১ ০৮
ফের বুকিং শুরু হচ্ছে জিও ৪জি ফিচার ফোনের। নানা রকম সম্যার কারণে অগস্টের শেষে এই ফোনের বুকিং বন্ধ করে দিয়েছিল রিলায়্যান্স। নতুন ভাবে ফের এক বার বুকিং শুরু কথা ঘোষণা করেছে রিলায়্যান্স। এ বারে নতুন কী রয়েছে? দেখতে চোখ রাখুন গ্যালারির পাতায়।

ফের বুকিং শুরু হচ্ছে জিও ৪জি ফিচার ফোনের। নানা রকম সম্যার কারণে অগস্টের শেষে এই ফোনের বুকিং বন্ধ করে দিয়েছিল রিলায়্যান্স। নতুন ভাবে ফের এক বার বুকিং শুরু কথা ঘোষণা করেছে রিলায়্যান্স। এ বারে নতুন কী রয়েছে? দেখতে চোখ রাখুন গ্যালারির পাতায়।

০২ ০৮
টেকপ্রেমীদের জন্য সুখবর। ফের চালু হচ্ছে রিলায়্যান্স জিও-র বুকিং। এই সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের মধ্যেই বাজারে পাওয়া যাবে রিলায়্যান্স জিও ৪জি ফিচার ফোন।

টেকপ্রেমীদের জন্য সুখবর। ফের চালু হচ্ছে রিলায়্যান্স জিও-র বুকিং। এই সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের মধ্যেই বাজারে পাওয়া যাবে রিলায়্যান্স জিও ৪জি ফিচার ফোন।

০৩ ০৮
ফোনের নির্মাতা জিও-র নিজস্ব এলএফওয়াই ব্র্যান্ড। ২.৪ ডিসপ্লে-র ফোনে থাকছে ২০০০ এমএএইচ ব্যাটারি। থাকছে ভিজিএ ক্যামেরা।

ফোনের নির্মাতা জিও-র নিজস্ব এলএফওয়াই ব্র্যান্ড। ২.৪ ডিসপ্লে-র ফোনে থাকছে ২০০০ এমএএইচ ব্যাটারি। থাকছে ভিজিএ ক্যামেরা।

০৪ ০৮
ফোনের ডিসপ্লেতে থাকছে ৪টি বাটন। মধ্যে ডি-প্যাড বাটন। এই বাটন ‘ভয়েস অ্যাসিট্যান্ট’কে অ্যাক্টিভ করবে। তাছাড়া ৪টে বাটনের বাঁ দিকেরটি ‘মেনু’, ডান দিকেরটি ‘কনট্যাক্ট লিস্ট।’ নীচের দু’টি ‘কল’ এবং ‘কল ডিসকানেক্ট’ করার জন্য।

ফোনের ডিসপ্লেতে থাকছে ৪টি বাটন। মধ্যে ডি-প্যাড বাটন। এই বাটন ‘ভয়েস অ্যাসিট্যান্ট’কে অ্যাক্টিভ করবে। তাছাড়া ৪টে বাটনের বাঁ দিকেরটি ‘মেনু’, ডান দিকেরটি ‘কনট্যাক্ট লিস্ট।’ নীচের দু’টি ‘কল’ এবং ‘কল ডিসকানেক্ট’ করার জন্য।

০৫ ০৮
প্লাস্টিকের তৈরি ফোনটি অনেক হাল্কা। ফোনের বাটন রাবারের তৈরি।

প্লাস্টিকের তৈরি ফোনটি অনেক হাল্কা। ফোনের বাটন রাবারের তৈরি।

০৬ ০৮
ব্যাক এন্ডে ২ এমপি ক্যামেরা এবং ভিজিএ ফ্রন্ট ক্যামেরা রয়েছে এই ফোনে। ভিজিএ ফ্রন্ট ক্যামেরা কোয়ালিটি তেমন ভাল না হলেও ভিডিও কলিং-এ কোনও অসুবিধা হবে না বলেই জানিয়েছেন জিও কর্তৃপক্ষ।

ব্যাক এন্ডে ২ এমপি ক্যামেরা এবং ভিজিএ ফ্রন্ট ক্যামেরা রয়েছে এই ফোনে। ভিজিএ ফ্রন্ট ক্যামেরা কোয়ালিটি তেমন ভাল না হলেও ভিডিও কলিং-এ কোনও অসুবিধা হবে না বলেই জানিয়েছেন জিও কর্তৃপক্ষ।

০৭ ০৮
জিও ৪জি ফিচার ফোনে রয়েছে ডুয়াল কোর প্রসেসর এবং ৫১২ এমবি র‌্যাম। ফোনের ইন্টারনাল স্টোরেজ ৪জিবি, এক্সপেনডেবল স্টোরেজ ১২৮ জিবি। সঙ্গে রয়েছে মাইক্রোএসডি কার্ডের সুবিধা।

জিও ৪জি ফিচার ফোনে রয়েছে ডুয়াল কোর প্রসেসর এবং ৫১২ এমবি র‌্যাম। ফোনের ইন্টারনাল স্টোরেজ ৪জিবি, এক্সপেনডেবল স্টোরেজ ১২৮ জিবি। সঙ্গে রয়েছে মাইক্রোএসডি কার্ডের সুবিধা।

০৮ ০৮
ফোনের নিজস্ব অ্যাপ স্টোর রয়েছে। তবে এই অ্যাপ লিস্টে এখনও ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের সুবিধা মিলবে না বলে জানিয়েছেন জিও কর্তৃপক্ষ। তবে অন্যান্য সুবিধা থাকছে, যেমন—জিও ভিডিও কলিং অ্যাপ, জিও মিউসিক, জিও টিভি, জিও সিনেমা।

ফোনের নিজস্ব অ্যাপ স্টোর রয়েছে। তবে এই অ্যাপ লিস্টে এখনও ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের সুবিধা মিলবে না বলে জানিয়েছেন জিও কর্তৃপক্ষ। তবে অন্যান্য সুবিধা থাকছে, যেমন—জিও ভিডিও কলিং অ্যাপ, জিও মিউসিক, জিও টিভি, জিও সিনেমা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE