Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Business News

জিও ফোনেই এ বার করা যাবে ফেসবুক!

জিও ফোনের সঙ্গে এ বার গাঁটছড়া বাঁধবে ফেসবুক। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরেই শুরু হবে জিও-ফেসবুকের একসঙ্গে পথচলা। কী ভাবে তা জেনে নিন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:১৫
Share: Save:
০১ ০৬
জিও ফোনের সঙ্গে এ বার গাঁটছড়া বাঁধবে ফেসবুক। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরেই শুরু হবে জিও-ফেসবুকের একসঙ্গে পথচলা। কী ভাবে তা জেনে নিন।

জিও ফোনের সঙ্গে এ বার গাঁটছড়া বাঁধবে ফেসবুক। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরেই শুরু হবে জিও-ফেসবুকের একসঙ্গে পথচলা। কী ভাবে তা জেনে নিন।

০২ ০৬
বুধবার থেকেই জিওফোনে মিলবে ফেসবুক করার সুবিধা। এর জন্য জিওফোনের অপারেটিং সিস্টেম ‘জিওকাইওএস’-এ ডাউনলোড করা যাবে নতুন ভার্সনের ফেসবুক অ্যাপ।

বুধবার থেকেই জিওফোনে মিলবে ফেসবুক করার সুবিধা। এর জন্য জিওফোনের অপারেটিং সিস্টেম ‘জিওকাইওএস’-এ ডাউনলোড করা যাবে নতুন ভার্সনের ফেসবুক অ্যাপ।

০৩ ০৬
রিলায়্যান্স কর্তৃপক্ষের দাবি, এর ফলে ফিচারফোন ব্যবহারকারী প্রায় ৫০ কোটি গ্রাহক উপকৃত হবেন।

রিলায়্যান্স কর্তৃপক্ষের দাবি, এর ফলে ফিচারফোন ব্যবহারকারী প্রায় ৫০ কোটি গ্রাহক উপকৃত হবেন।

০৪ ০৬
নতুন ভার্সন হলেও ফেসবুকের প্রায় বেশির ভাগ ফিচারই থাকবে এতে। ফেসবুক অ্যাপে মিলবে পুশ নোটিফিকেশন, ভিডিও, এক্সটার্নাল কন্ট্যাক্ট-এর জন্য লিঙ্কস। ফেসবুকের নিউজ ফিড ছাড়াও এতে থাকছে প্রিয়জনের ফোটো দেখার সুবিধা।

নতুন ভার্সন হলেও ফেসবুকের প্রায় বেশির ভাগ ফিচারই থাকবে এতে। ফেসবুক অ্যাপে মিলবে পুশ নোটিফিকেশন, ভিডিও, এক্সটার্নাল কন্ট্যাক্ট-এর জন্য লিঙ্কস। ফেসবুকের নিউজ ফিড ছাড়াও এতে থাকছে প্রিয়জনের ফোটো দেখার সুবিধা।

০৫ ০৬
মঙ্গলবার ফেসবুকের সঙ্গে জিও-র গাঁটছড়ার কথা জানিয়েছেন সংস্থার ডিরেক্টর আকাশ অম্বানী। তিনি আরও জানিয়েছেন, ফেসবুক দিয়ে শুরুটা হলেও প্রতিশ্রুতি মতোই বিশ্বের প্রথম সারির অ্যাপ্লিকেশনগুলির সঙ্গেও গাঁটছড়া বাঁধবে জিও।

মঙ্গলবার ফেসবুকের সঙ্গে জিও-র গাঁটছড়ার কথা জানিয়েছেন সংস্থার ডিরেক্টর আকাশ অম্বানী। তিনি আরও জানিয়েছেন, ফেসবুক দিয়ে শুরুটা হলেও প্রতিশ্রুতি মতোই বিশ্বের প্রথম সারির অ্যাপ্লিকেশনগুলির সঙ্গেও গাঁটছড়া বাঁধবে জিও।

০৬ ০৬
জিও-র সঙ্গে পার্টনারশিপে খুশি ফেসবুক কর্তৃপক্ষও। সংস্থার মোবাইল পার্টনারশিপের ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিসকো ভারেলা জানিয়েছেন, এ বার থেকে জিওফোনের লক্ষ লক্ষ গ্রাহক ফেসবুকের মাধ্যমে কানেক্টেড থাকবেন।

জিও-র সঙ্গে পার্টনারশিপে খুশি ফেসবুক কর্তৃপক্ষও। সংস্থার মোবাইল পার্টনারশিপের ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিসকো ভারেলা জানিয়েছেন, এ বার থেকে জিওফোনের লক্ষ লক্ষ গ্রাহক ফেসবুকের মাধ্যমে কানেক্টেড থাকবেন।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE