Advertisement
২০ এপ্রিল ২০২৪
GST

জিএসটি কমল যে সব ক্ষেত্রে

বৃহস্পতিবার দিল্লিতে ২৫তম জিএসটি কাউন্সিলের বৈঠকে ২৯টি পণ্য ও ৫৩টি পরিষেবা করের পুনর্বিন্যাস করা হয়েছে। এর ফলে বেশ কিছু পণ্য ও পরিষেবার দাম কমতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জেনে নেওয়া যাক সেই সংক্রান্ত খুঁটিনাটি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৮ ১৬:১৪
Share: Save:
০১ ০৭
বৃহস্পতিবার দিল্লিতে ২৫তম জিএসটি কাউন্সিলের বৈঠকে ২৯টি পণ্য ও ৫৩টি পরিষেবা করের পুনর্বিন্যাস করা হয়েছে। এর ফলে বেশ কিছু পণ্য ও পরিষেবার দাম কমতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জেনে নেওয়া যাক সেই সংক্রান্ত খুঁটিনাটি।

বৃহস্পতিবার দিল্লিতে ২৫তম জিএসটি কাউন্সিলের বৈঠকে ২৯টি পণ্য ও ৫৩টি পরিষেবা করের পুনর্বিন্যাস করা হয়েছে। এর ফলে বেশ কিছু পণ্য ও পরিষেবার দাম কমতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জেনে নেওয়া যাক সেই সংক্রান্ত খুঁটিনাটি।

০২ ০৭
জিএসটি ২৮ শতাংশ থেকে কমে ১৮ শতাংশ হল যেগুলির: জৈব জ্বালানি চালিত বাস, সমস্ত পুরনো ছোট, মাঝারি, বড় গাড়ি এবং এসইউভি গাড়ি।

জিএসটি ২৮ শতাংশ থেকে কমে ১৮ শতাংশ হল যেগুলির: জৈব জ্বালানি চালিত বাস, সমস্ত পুরনো ছোট, মাঝারি, বড় গাড়ি এবং এসইউভি গাড়ি।

০৩ ০৭
জিএসটি ২৮ শতাংশ থেকে কমে ১২ শতাংশ হল যেগুলির: সমস্ত পুরনো ছোট গাড়ি।

জিএসটি ২৮ শতাংশ থেকে কমে ১২ শতাংশ হল যেগুলির: সমস্ত পুরনো ছোট গাড়ি।

০৪ ০৭
জিএসটি ১৮ শতাংশ থেকে কমে ১২ শতাংশ হল যেগুলির: চিনি দিয়ে তৈরি লজেন্স, ক্যান্ডি, ললিপপ, কৃষিকাজে ব্যবহৃত অ্যাসিড, জৈব-ডিজেল, ১২ ধরনের জৈব কীটনাশক, বাঁশের কাঠামো, সেচের কাজে ব্যবহৃত সামগ্রী, মেকানিক্যাল স্প্রেয়ার।

জিএসটি ১৮ শতাংশ থেকে কমে ১২ শতাংশ হল যেগুলির: চিনি দিয়ে তৈরি লজেন্স, ক্যান্ডি, ললিপপ, কৃষিকাজে ব্যবহৃত অ্যাসিড, জৈব-ডিজেল, ১২ ধরনের জৈব কীটনাশক, বাঁশের কাঠামো, সেচের কাজে ব্যবহৃত সামগ্রী, মেকানিক্যাল স্প্রেয়ার।

০৫ ০৭
জিএসটি ১৮ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হল যেগুলির: তেঁতুল বীজের গুঁড়ো, মেহেন্দি পেস্ট, রান্নার গ্যাস, বিভিন্ন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত কাজে ব্যবহৃত যন্ত্র, যন্ত্রপাতি, সরঞ্জাম ও আনুষঙ্গিক উপাদান।

জিএসটি ১৮ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হল যেগুলির: তেঁতুল বীজের গুঁড়ো, মেহেন্দি পেস্ট, রান্নার গ্যাস, বিভিন্ন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত কাজে ব্যবহৃত যন্ত্র, যন্ত্রপাতি, সরঞ্জাম ও আনুষঙ্গিক উপাদান।

০৬ ০৭
জিএসটি ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হল যেগুলির: মখমল কাপড়, বাগান করার কাজে ব্যবহৃত সামগ্রী, হাতে বোনা নানা সামগ্রী।

জিএসটি ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হল যেগুলির: মখমল কাপড়, বাগান করার কাজে ব্যবহৃত সামগ্রী, হাতে বোনা নানা সামগ্রী।

০৭ ০৭
জিএসটি ৩ শতাংশ থেকে কমে ০.২৫ শতাংশ হল যেগুলির: হিরে এবং এই জাতীয় দামি পাথর।

জিএসটি ৩ শতাংশ থেকে কমে ০.২৫ শতাংশ হল যেগুলির: হিরে এবং এই জাতীয় দামি পাথর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE