Advertisement
১৯ এপ্রিল ২০২৪

নবমীতে প্রবাসী পুজোর দেশে বাঙালির আনন্দভুবন

হিন্দু বাঙালির জীবনে সবচেয়ে বড় উত্সব তো দুর্গাপুজোই। পেশার প্রয়োজনে যে বাঙালিকে দূর দেশে গিয়ে থাকতে হয়, তার মনেও শরতের আকাশ পুজো পুজো ডাক দেয়। সে ডাকে সাড়া দেয় না এমন বাঙালি কজন!

ধামরায় হলধর সাধুর দুর্গাপুজো।

ধামরায় হলধর সাধুর দুর্গাপুজো।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৬ ০০:০৩
Share: Save:

হিন্দু বাঙালির জীবনে সবচেয়ে বড় উত্সব তো দুর্গাপুজোই। পেশার প্রয়োজনে যে বাঙালিকে দূর দেশে গিয়ে থাকতে হয়, তার মনেও শরতের আকাশ পুজো পুজো ডাক দেয়। সে ডাকে সাড়া দেয় না এমন বাঙালি কজন! তাই দিল্লিই হোক বা বেঙ্গালুরু, আমেরিকাই হোক বা ঘানা, এক সঙ্গে বেশ কয়েকজন বাঙালি যেখানেই জড়ো হন, সেখানে দুর্গাপুজো হবে না তা কি হয়! নিজেদের মতো করে, যে দেশে বাস সে দেশের সুবিধে অসুবিধে অনুযায়ী, কিছুটা এ দিক ও দিক হয় পুজোর নিয়মকানুনও। কলাবউ স্নান করাতে গঙ্গা নেই তো কি, সাগরের নোনা জলই সই!

এ বারও এমন নানা ভাবেই পুজো চলছে প্রবাসে। প্রবাসী বাঙালির এই উত্সবে পা রেখেছি আমরাও। তারই কিছু ছবি আপনাদের জন্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE