Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Entertainment News

পছন্দের গানের তালিকায় এ বছরের এই রোম্যান্টিক গানগুলি রয়েছে?

বলিউডের ছবি মানেই, ভরপুর গান। আইটেম নম্বর থেকে রোম্যান্টিক— নানা জঁরের গান বলিউড সিনেমাকে আরও জনপ্রিয় করে তুলেছে। প্রতি বছরের মতো এ বারও নানা স্বাদের বলিউড ছবি মুক্তি পেয়েছে। ছবিগুলির বেশ কিছু গান মন ছুঁয়েছে দর্শকদের। এক ঝলকে দেখে নিন এ বছরের সবচেয়ে জনপ্রিয় রোম্যান্টিক নম্বর কোনগুলি। আপনার পছন্দের গানও কি এগুলি?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৭ ১৬:০৭
Share: Save:
০১ ১১
বলিউডের ছবি মানেই, ভরপুর গান। আইটেম নম্বর থেকে রোম্যান্টিক— নানা জঁরের গান বলিউড সিনেমাকে আরও জনপ্রিয় করে তুলেছে। প্রতি বছরের মতো এ বারও নানা স্বাদের বলিউড ছবি মুক্তি পেয়েছে। ছবিগুলির বেশ কিছু গান মন ছুঁয়েছে দর্শকদের। এক ঝলকে দেখে নিন এ বছরের সবচেয়ে জনপ্রিয় রোম্যান্টিক নম্বর কোনগুলি। আপনার পছন্দের গানও কি এগুলি?

বলিউডের ছবি মানেই, ভরপুর গান। আইটেম নম্বর থেকে রোম্যান্টিক— নানা জঁরের গান বলিউড সিনেমাকে আরও জনপ্রিয় করে তুলেছে। প্রতি বছরের মতো এ বারও নানা স্বাদের বলিউড ছবি মুক্তি পেয়েছে। ছবিগুলির বেশ কিছু গান মন ছুঁয়েছে দর্শকদের। এক ঝলকে দেখে নিন এ বছরের সবচেয়ে জনপ্রিয় রোম্যান্টিক নম্বর কোনগুলি। আপনার পছন্দের গানও কি এগুলি?

০২ ১১
১৯৮৮ সালে নুসরত ফতেহ আলি খানের ‘মেরে রসকে কোমর’ গানটি সম্প্রতি ব্যবহার করা হয়েছিল ‘বাদশাহো’ ছবিতে। অজয় দেবগণ ও ইলিয়ানা ডি ক্রুজের এই ছবিতে গানটির নতুন মোড়ক ফের দর্শকদের মন জয় করেছে।

১৯৮৮ সালে নুসরত ফতেহ আলি খানের ‘মেরে রসকে কোমর’ গানটি সম্প্রতি ব্যবহার করা হয়েছিল ‘বাদশাহো’ ছবিতে। অজয় দেবগণ ও ইলিয়ানা ডি ক্রুজের এই ছবিতে গানটির নতুন মোড়ক ফের দর্শকদের মন জয় করেছে।

০৩ ১১
পাকিস্তানের মাহিরা খানের জন্য শাহরুখের লিপে ‘জালিমা’। কিঙ্গ খানের ‘রইস’ ছবির এই গান এ বছর কিন্তু অসম্ভব হিট। আপনার কেমন লাগে? অরিজিত্ সিংহ ও হর্ষদীপ কউরের গলায় গানটি কিন্তু সত্যিই ‘রোম্যান্টিক’।

পাকিস্তানের মাহিরা খানের জন্য শাহরুখের লিপে ‘জালিমা’। কিঙ্গ খানের ‘রইস’ ছবির এই গান এ বছর কিন্তু অসম্ভব হিট। আপনার কেমন লাগে? অরিজিত্ সিংহ ও হর্ষদীপ কউরের গলায় গানটি কিন্তু সত্যিই ‘রোম্যান্টিক’।

০৪ ১১
ছবির নাম ‘ওকে জানু’। সঙ্গীত পরিচালনায় এ আর রহমান। ছবির গান যে নিঃসন্দেহে দর্শকের মন কেড়ে নেবে তা আর বলার অপেক্ষা রাখে না। এই ছবির ‘এন্না সোনা’ গানটি এ বছর জনপ্রিয়তা পেয়েছে। গেয়েছেন অরিজিত্ সিংহ এবং এ আর রহমান নিজে।

ছবির নাম ‘ওকে জানু’। সঙ্গীত পরিচালনায় এ আর রহমান। ছবির গান যে নিঃসন্দেহে দর্শকের মন কেড়ে নেবে তা আর বলার অপেক্ষা রাখে না। এই ছবির ‘এন্না সোনা’ গানটি এ বছর জনপ্রিয়তা পেয়েছে। গেয়েছেন অরিজিত্ সিংহ এবং এ আর রহমান নিজে।

০৫ ১১
ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তবে মন জয় করেছে ছবির ‘হাওয়ায়ে’ গানটি। শাহরুখ ও অনুষ্কার ‘জব হ্যারি মেট সেজল’ ছবির এই গানটি অরিজিত্ সিংহের গাওয়া।

ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তবে মন জয় করেছে ছবির ‘হাওয়ায়ে’ গানটি। শাহরুখ ও অনুষ্কার ‘জব হ্যারি মেট সেজল’ ছবির এই গানটি অরিজিত্ সিংহের গাওয়া।

০৬ ১১
আলিয়া ভট্ট ও বরুণ ধবনের ছবি ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ও খুব একটা চলেনি। তবে এই ছবির ‘হামসফর’ গানটি অসম্ভব জনপ্রিয়তা পেয়েছে। গানটি গেয়েছেন অখিল সচদেব এবং মনশীল গুজরাল।

আলিয়া ভট্ট ও বরুণ ধবনের ছবি ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ও খুব একটা চলেনি। তবে এই ছবির ‘হামসফর’ গানটি অসম্ভব জনপ্রিয়তা পেয়েছে। গানটি গেয়েছেন অখিল সচদেব এবং মনশীল গুজরাল।

০৭ ১১
‘বরেলি কি বরফি’ ছবির ‘নাজম নাজম সা মেরে’ গানটি গেয়েছেন বাঙালি গায়ক অর্কপ্রভ মুখোপাধ্যায়। গানটি আয়ুষ্মান খুরানা ও কৃতী শ্যাননের লিপে অসম্ভব হিট। এক কথায় ‘রোম্যান্টিক’।

‘বরেলি কি বরফি’ ছবির ‘নাজম নাজম সা মেরে’ গানটি গেয়েছেন বাঙালি গায়ক অর্কপ্রভ মুখোপাধ্যায়। গানটি আয়ুষ্মান খুরানা ও কৃতী শ্যাননের লিপে অসম্ভব হিট। এক কথায় ‘রোম্যান্টিক’।

০৮ ১১
ছবি খুব একটা চলেনি। আয়ুষ্মান খুরানা ও পরিণীতি চোপড়ার ‘মেরি পেয়ারি বিন্দু’। অভিনেত্রী পরিণীতি দাগ না কাটলেও, গায়িকা পরিণীতির ‘মানা কে হাম ইয়ার নেহি’ গানটা বেশ জনপ্রিয় হয়েছে।

ছবি খুব একটা চলেনি। আয়ুষ্মান খুরানা ও পরিণীতি চোপড়ার ‘মেরি পেয়ারি বিন্দু’। অভিনেত্রী পরিণীতি দাগ না কাটলেও, গায়িকা পরিণীতির ‘মানা কে হাম ইয়ার নেহি’ গানটা বেশ জনপ্রিয় হয়েছে।

০৯ ১১
অর্জুন কপূর এবং শ্রদ্ধা কপূরের ‘হাফ গার্লফ্রেন্ড’ ছবিরও বেশ কয়েকটি গান এ বছর জনপ্রিয়তা পেয়েছে। এই ছবির ‘থোড়ি দের’ গানটি সবচেয়ে বেশি হিট। গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল এবং ফারহান সইদ।

অর্জুন কপূর এবং শ্রদ্ধা কপূরের ‘হাফ গার্লফ্রেন্ড’ ছবিরও বেশ কয়েকটি গান এ বছর জনপ্রিয়তা পেয়েছে। এই ছবির ‘থোড়ি দের’ গানটি সবচেয়ে বেশি হিট। গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল এবং ফারহান সইদ।

১০ ১১
‘রাবতা’ ছবির ‘কুছ তো হ্যায় তুঝসে রাবতা’ গানটির নতুন মোড়ক এ বছর অসম্ভব হিট। সঙ্গে কালো ড্রেসে দীপিকা পাড়ুকোনের মোহময়ী লুক ছিল বাড়তি পাওনা। গানটি গেয়েছেন অরিজিত্ সিংহ এবং নিকিতা গাঁধী।

‘রাবতা’ ছবির ‘কুছ তো হ্যায় তুঝসে রাবতা’ গানটির নতুন মোড়ক এ বছর অসম্ভব হিট। সঙ্গে কালো ড্রেসে দীপিকা পাড়ুকোনের মোহময়ী লুক ছিল বাড়তি পাওনা। গানটি গেয়েছেন অরিজিত্ সিংহ এবং নিকিতা গাঁধী।

১১ ১১
‘টয়লেট: এক প্রেম কথা’ ছবিটিও এ বছর বেশ কয়েকটি ভাল গান উপহার দিয়েছে দর্শকদের। এর মধ্যে ‘হাস মত পাগলি’ গানটি হৃদয় ছুঁয়েছে শ্রোতাদের।

‘টয়লেট: এক প্রেম কথা’ ছবিটিও এ বছর বেশ কয়েকটি ভাল গান উপহার দিয়েছে দর্শকদের। এর মধ্যে ‘হাস মত পাগলি’ গানটি হৃদয় ছুঁয়েছে শ্রোতাদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE