Advertisement
২০ এপ্রিল ২০২৪
Entertainment News

কঠিন অসুখকে জয় করে ‘রিয়েল লাইফ হিরো’ যে বলি সেলেবরা

সম্প্রতি ইরফান খানের টুইটার পোস্ট নিয়ে আশঙ্কায় তাঁর ভক্তরা। তিনি জানিয়েছেন ‘বিরল রোগ’-এ আক্রান্ত তিনি। যদিও ইরফানের কী হয়েছে তা এখনও জানা যায়নি। আগেও বলিউডের বহু অভিনেতা কঠিন অসুখের সঙ্গে লড়াই করে কামব্যাক করেছেন। রিল লাইফেই শুধু নয়, রিয়েল লাইফেও তাঁরা ‘হিরো’। গ্যালারির পাতায় দেখে নিন সেই তারকাদের।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ মার্চ ২০১৮ ১৬:৫৯
Share: Save:
০১ ০৮
সম্প্রতি ইরফান খানের টুইটার পোস্ট নিয়ে আশঙ্কায় তাঁর ভক্তরা। তিনি জানিয়েছেন ‘বিরল রোগ’-এ আক্রান্ত তিনি। যদিও ইরফানের কী হয়েছে তা এখনও জানা যায়নি। আগেও বলিউডের বহু অভিনেতা কঠিন অসুখের সঙ্গে লড়াই করে কামব্যাক করেছেন। রিল লাইফেই শুধু নয়, রিয়েল লাইফেও তাঁরা ‘হিরো’। গ্যালারির পাতায় দেখে নিন সেই তারকাদের।

সম্প্রতি ইরফান খানের টুইটার পোস্ট নিয়ে আশঙ্কায় তাঁর ভক্তরা। তিনি জানিয়েছেন ‘বিরল রোগ’-এ আক্রান্ত তিনি। যদিও ইরফানের কী হয়েছে তা এখনও জানা যায়নি। আগেও বলিউডের বহু অভিনেতা কঠিন অসুখের সঙ্গে লড়াই করে কামব্যাক করেছেন। রিল লাইফেই শুধু নয়, রিয়েল লাইফেও তাঁরা ‘হিরো’। গ্যালারির পাতায় দেখে নিন সেই তারকাদের।

০২ ০৮
ক্যানসারের মতো কঠিন অসুখকে জয় করেছেন যে অভিনেতারা, তাঁদের মধ্যে প্রথমেই মনে পড়ে মণীষা কৈরালার নাম। ওভারিয়ান ক্যানসার ধরা পড়ার পর ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়ে ট্রিটমেন্ট শুরু করান। ২০১২-র ডিসেম্বরে অস্ত্রোপচার হয় তাঁর। কেমোথেরাপিও করান অভিনেত্রী। প্রায় পাঁচ বছর হয়ে গিয়েছে মণীষা সম্পূর্ণ ক্যানসার মুক্ত।

ক্যানসারের মতো কঠিন অসুখকে জয় করেছেন যে অভিনেতারা, তাঁদের মধ্যে প্রথমেই মনে পড়ে মণীষা কৈরালার নাম। ওভারিয়ান ক্যানসার ধরা পড়ার পর ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়ে ট্রিটমেন্ট শুরু করান। ২০১২-র ডিসেম্বরে অস্ত্রোপচার হয় তাঁর। কেমোথেরাপিও করান অভিনেত্রী। প্রায় পাঁচ বছর হয়ে গিয়েছে মণীষা সম্পূর্ণ ক্যানসার মুক্ত।

০৩ ০৮
১৯৮৪ সালে ‘কুলি’ ছবির সেটে দুর্ঘটনায় জখম হয়েছিলেন অভিনেতা। তবে অনেকেই হয়তো জানেন না বলিউডের শাহেনশাও ‘বিরল রোগ’-এ আক্রান্ত। অমিতাভের নিউরোমাসকুলার ডিজিজ রয়েছে, যাকে ডাক্তারি পরিভাষায় ‘মেসথেনিয়া গ্রাভিস’ বলা হয়। এই রোগে সাধারণত চোখ ও মুখের মাসলগুলি ক্ষতিগ্রস্ত হয়। শরীর এতটাই দুর্বল হয়ে পারে যে কথা বলারও শক্তি থাকে না। যদিও অমিতাভ এখন পুরোপুরি ভাবে সুস্থ। ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজও করছেন।

১৯৮৪ সালে ‘কুলি’ ছবির সেটে দুর্ঘটনায় জখম হয়েছিলেন অভিনেতা। তবে অনেকেই হয়তো জানেন না বলিউডের শাহেনশাও ‘বিরল রোগ’-এ আক্রান্ত। অমিতাভের নিউরোমাসকুলার ডিজিজ রয়েছে, যাকে ডাক্তারি পরিভাষায় ‘মেসথেনিয়া গ্রাভিস’ বলা হয়। এই রোগে সাধারণত চোখ ও মুখের মাসলগুলি ক্ষতিগ্রস্ত হয়। শরীর এতটাই দুর্বল হয়ে পারে যে কথা বলারও শক্তি থাকে না। যদিও অমিতাভ এখন পুরোপুরি ভাবে সুস্থ। ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজও করছেন।

০৪ ০৮
লিজা রে। বিখ্যাত মডেল এবং বলিউড অভিনেত্রী। ২০০৯ সালে ক্যানসারে আক্রান্ত হন লিজা। চিকিত্সাশাস্ত্রে এর নাম ‘মাল্টিপল মিলোমা’। এই ধরনের ক্যানসারে বোনম্যারো (অস্থিমজ্জা) ক্ষতিগ্রস্ত হয়। লিজা এখনও ট্রিটমেন্টের মধ্যেই রয়েছেন। এখন ক্যানসার মুক্ত হলেও, পুরোপুরি সুস্থ নন তিনি।

লিজা রে। বিখ্যাত মডেল এবং বলিউড অভিনেত্রী। ২০০৯ সালে ক্যানসারে আক্রান্ত হন লিজা। চিকিত্সাশাস্ত্রে এর নাম ‘মাল্টিপল মিলোমা’। এই ধরনের ক্যানসারে বোনম্যারো (অস্থিমজ্জা) ক্ষতিগ্রস্ত হয়। লিজা এখনও ট্রিটমেন্টের মধ্যেই রয়েছেন। এখন ক্যানসার মুক্ত হলেও, পুরোপুরি সুস্থ নন তিনি।

০৫ ০৮
অনেকেই হয়তো জানেন না, বলিউডের বাঙালি পরিচালক অনুরাগ বসু ক্যানসার আক্রান্ত হয়েছিলেন। ‘গ্যাংস্টার’ ও ‘লাইফ ইন আ মেট্রো’র সময় ব্লাড ক্যানসার ধরা পড়ে অনুরাগের। ট্রিটমেন্টের পর এখন পুরোপুরি সুস্থ তিনি।

অনেকেই হয়তো জানেন না, বলিউডের বাঙালি পরিচালক অনুরাগ বসু ক্যানসার আক্রান্ত হয়েছিলেন। ‘গ্যাংস্টার’ ও ‘লাইফ ইন আ মেট্রো’র সময় ব্লাড ক্যানসার ধরা পড়ে অনুরাগের। ট্রিটমেন্টের পর এখন পুরোপুরি সুস্থ তিনি।

০৬ ০৮
এক বার-দু’বার নয়। এখনও পর্যন্ত আট বার কাঁধে অস্ত্রোপচার করিয়েছেন বলিউডের বাদশা। এ ছাড়া তিনি যে অবসাদে ভুগছিলেন, সে কথা নিজেই সোশ্যাল সাইটে জানিয়েছিলেন শাহরুখ। যদিও সব বাধা পেরিয়ে এখন সুস্থ ভাবে কাজ করছেন কিঙ্গ খান।

এক বার-দু’বার নয়। এখনও পর্যন্ত আট বার কাঁধে অস্ত্রোপচার করিয়েছেন বলিউডের বাদশা। এ ছাড়া তিনি যে অবসাদে ভুগছিলেন, সে কথা নিজেই সোশ্যাল সাইটে জানিয়েছিলেন শাহরুখ। যদিও সব বাধা পেরিয়ে এখন সুস্থ ভাবে কাজ করছেন কিঙ্গ খান।

০৭ ০৮
সলমনও নার্ভের রোগে আক্রান্ত। ডাক্তারি পরিভাষায় এই রোগের নাম ‘ট্রাইজেমিনাল নিউরালজিয়া’। এই রোগীরা নাকি আত্মহত্যাপ্রবণ হয়ে পড়েন। ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে গিয়ে নিজেই এ কথা জানিয়েছিলেন বলিউডের ভাইজান। অত্যধিক ওজন তোলা এবং অ্যাকশন দৃশ্য করায় নিষেধাজ্ঞা রয়েছে অভিনেতার।

সলমনও নার্ভের রোগে আক্রান্ত। ডাক্তারি পরিভাষায় এই রোগের নাম ‘ট্রাইজেমিনাল নিউরালজিয়া’। এই রোগীরা নাকি আত্মহত্যাপ্রবণ হয়ে পড়েন। ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে গিয়ে নিজেই এ কথা জানিয়েছিলেন বলিউডের ভাইজান। অত্যধিক ওজন তোলা এবং অ্যাকশন দৃশ্য করায় নিষেধাজ্ঞা রয়েছে অভিনেতার।

০৮ ০৮
কোনও পার্টি কি হানি সিংহের গান ছাড়া জমবে? দেশের সেরা পপ স্টারদের মধ্যে অন্যতম সেরা ইয়ো ইয়ো হানি সিংহ। জানেন কি, হানি সিংহ দীর্ঘদিন অবসাদে ভুগেছেন? অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে গান বাজনা প্রায় ছেড়েই দিয়েছিলেন তিনি। দীর্ঘ চিকিত্সায় সহযোগিতা করে ফের কামব্যাক করেছেন শিল্পী।

কোনও পার্টি কি হানি সিংহের গান ছাড়া জমবে? দেশের সেরা পপ স্টারদের মধ্যে অন্যতম সেরা ইয়ো ইয়ো হানি সিংহ। জানেন কি, হানি সিংহ দীর্ঘদিন অবসাদে ভুগেছেন? অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে গান বাজনা প্রায় ছেড়েই দিয়েছিলেন তিনি। দীর্ঘ চিকিত্সায় সহযোগিতা করে ফের কামব্যাক করেছেন শিল্পী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE