Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Entertainment News

ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কেরিয়ার শুরু করেছেন এই বলি অভিনেতারা

বলিউডে এখন তাঁরা সুপ্রতিষ্ঠিত অভিনেতা। কিন্তু হিন্দি ছবির জগতে এঁদের কেরিয়ারের শুরু হয়েছিল ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে। এমনই বেশ কয়েকজন অভিনেতার কথা জেনে নিন। রইল তাঁদের ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসেবে কাজের ছবিও।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৭ ১৩:৪১
Share: Save:
০১ ০৯
শাহিদ কপূর এখন বলিউডের অন্যতম সেরা অভিনেতা। তাঁর নাচেরও হাজার হাজার ফ্যান। ‘দিল তো পাগল হ্যায়’তে করিশ্মা কপূরের গানে ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিলেন শাহিদ।

শাহিদ কপূর এখন বলিউডের অন্যতম সেরা অভিনেতা। তাঁর নাচেরও হাজার হাজার ফ্যান। ‘দিল তো পাগল হ্যায়’তে করিশ্মা কপূরের গানে ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিলেন শাহিদ।

০২ ০৯
ধোনির বায়োপিকে অভিনয়ের পর থেকেই সুশান্ত সিংহ রাজপুত এখন বলিউডের প্রথম সারির অভিনেতা। তবে অভিনয়ে হাতেখড়ির আগে তিনিও ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন। ‘ধুম টু’-তে হৃতিকের ‘ধুম মাচালে’ গানে ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিলেন সুশান্ত।

ধোনির বায়োপিকে অভিনয়ের পর থেকেই সুশান্ত সিংহ রাজপুত এখন বলিউডের প্রথম সারির অভিনেতা। তবে অভিনয়ে হাতেখড়ির আগে তিনিও ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন। ‘ধুম টু’-তে হৃতিকের ‘ধুম মাচালে’ গানে ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিলেন সুশান্ত।

০৩ ০৯
বিখ্যাত ডান্স ডিরেক্টর এবং পরিচালক রেমো ডি’সুজা। বলিউডের সঙ্গেও জড়িত তিনি। শাহরুখের ‘পরদেশ’ ছবিতে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে দেখা গিয়েছিল রেমোকে।

বিখ্যাত ডান্স ডিরেক্টর এবং পরিচালক রেমো ডি’সুজা। বলিউডের সঙ্গেও জড়িত তিনি। শাহরুখের ‘পরদেশ’ ছবিতে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে দেখা গিয়েছিল রেমোকে।

০৪ ০৯
অভিনেত্রী নীতু চন্দ্রাকে দেখা গিয়েছিলঅক্ষয় কুমার ও জন আব্রাহামের ‘গরম মশালা’ ছবিতে। তাঁর কেরিয়ার শুরু সোফি চৌধুরির ‘মেরা বাবু ছ্যাল ছবিলা’ গানের ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে।

অভিনেত্রী নীতু চন্দ্রাকে দেখা গিয়েছিলঅক্ষয় কুমার ও জন আব্রাহামের ‘গরম মশালা’ ছবিতে। তাঁর কেরিয়ার শুরু সোফি চৌধুরির ‘মেরা বাবু ছ্যাল ছবিলা’ গানের ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে।

০৫ ০৯
ইশা শারওয়ানি বলিউডের বিখ্যাত ডান্সার। শামাক দাভরের ডান্স ট্রুপে তাঁকে হামেশাই দেখা যায়। ঐশ্বর্যার ‘তাল’ ছবিতে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে দেখা গিয়েছিল ইশাকে।

ইশা শারওয়ানি বলিউডের বিখ্যাত ডান্সার। শামাক দাভরের ডান্স ট্রুপে তাঁকে হামেশাই দেখা যায়। ঐশ্বর্যার ‘তাল’ ছবিতে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে দেখা গিয়েছিল ইশাকে।

০৬ ০৯
ছবিতে ছোট ছোট অভিনয় দিয়েই কেরিয়ারের শুরু করেছিলেন ফারহা খান। গোবিন্দার সঙ্গে ‘হাম হ্যায় নওজওয়ান’-এ পিছনের ওই মেয়েটিকে চিনতে পারছেন?

ছবিতে ছোট ছোট অভিনয় দিয়েই কেরিয়ারের শুরু করেছিলেন ফারহা খান। গোবিন্দার সঙ্গে ‘হাম হ্যায় নওজওয়ান’-এ পিছনের ওই মেয়েটিকে চিনতে পারছেন?

০৭ ০৯
তাঁর ঝুলিতে এখন অসংখ্য ছবি রয়েছে। তবে শুরুটা হয়েছিল ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবেই। ডান্স ডিরেক্টর গণেশ আচার্যর সঙ্গে কাজ করতেন ডেইজি শাহ। পরে ‘তেরে নাম’, ‘বডিগার্ড’, ‘হেট স্টোরি থ্রি’র মতো বহু ছবির ডেইজি।

তাঁর ঝুলিতে এখন অসংখ্য ছবি রয়েছে। তবে শুরুটা হয়েছিল ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবেই। ডান্স ডিরেক্টর গণেশ আচার্যর সঙ্গে কাজ করতেন ডেইজি শাহ। পরে ‘তেরে নাম’, ‘বডিগার্ড’, ‘হেট স্টোরি থ্রি’র মতো বহু ছবির ডেইজি।

০৮ ০৯
দিয়া মির্জাকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই। বলিউডের বিখ্যাত অভিনেত্রী। তবে প্রথম তাঁকে দেখা গিয়েছিল দক্ষিণী পপস্টার মিঙ্ক-এর মিউজিক অ্যালবামের একটি গানে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে।

দিয়া মির্জাকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই। বলিউডের বিখ্যাত অভিনেত্রী। তবে প্রথম তাঁকে দেখা গিয়েছিল দক্ষিণী পপস্টার মিঙ্ক-এর মিউজিক অ্যালবামের একটি গানে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে।

০৯ ০৯
বলিউডের ‘সার্কিট’-এর বি-টাউন জার্নিও কিন্তু শুরু ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসেবে। জিতেন্দ্রর ‘আগ সে খেলেঙ্গে’ ছবির ‘হেল্প মি’ গানটিতে ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিলেন আরশাদ।

বলিউডের ‘সার্কিট’-এর বি-টাউন জার্নিও কিন্তু শুরু ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসেবে। জিতেন্দ্রর ‘আগ সে খেলেঙ্গে’ ছবির ‘হেল্প মি’ গানটিতে ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিলেন আরশাদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE