Advertisement
১৮ এপ্রিল ২০২৪

আসছে ‘রেস থ্রি’, এই চমকে দেওয়া তথ্যগুলো জানতেন?

হঠাৎ তিনি উড়ে এসে জুড়ে বসলেন ‘রেস’ ফ্র্যাঞ্চাইজিতে। আর তিনি জুড়তেই টিনসেল টাউনে হৈ হৈ রব। সলমন খান বলে কথা, অ্যাকশন ছবিতে তাঁর পাওয়ার প্যাক্ট পারফরম্যান্স থাকবে না, এমনটা হয় না কি? তবে শুধু সলমনই নয়, ‘রেস থ্রি’ জুড়ে শুধু চমকই চমক। এমনই কিছু চমকের খোঁজ থাকল গ্যালারিতে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ মে ২০১৮ ১০:০১
Share: Save:
০১ ১১
হঠাৎ তিনি উড়ে এসে জুড়ে বসলেন ‘রেস’  ফ্র্যাঞ্চাইজিতে। আর তিনি জুড়তেই টিনসেল টাউনে হৈ হৈ রব। সলমন খান বলে কথা, অ্যাকশন ছবিতে তাঁর পাওয়ার প্যাক্ট পারফরম্যান্স থাকবে না, এমনটা হয় না কি? তবে শুধু সলমনই নয়, ‘রেস থ্রি’ জুড়ে শুধু চমকই চমক। এমনই কিছু চমকের খোঁজ থাকল গ্যালারিতে।

হঠাৎ তিনি উড়ে এসে জুড়ে বসলেন ‘রেস’ ফ্র্যাঞ্চাইজিতে। আর তিনি জুড়তেই টিনসেল টাউনে হৈ হৈ রব। সলমন খান বলে কথা, অ্যাকশন ছবিতে তাঁর পাওয়ার প্যাক্ট পারফরম্যান্স থাকবে না, এমনটা হয় না কি? তবে শুধু সলমনই নয়, ‘রেস থ্রি’ জুড়ে শুধু চমকই চমক। এমনই কিছু চমকের খোঁজ থাকল গ্যালারিতে।

০২ ১১
মুম্বই, তাইল্যান্ড আর কাশ্মীর জুড়ে শুটিং হয়েছে ‘রেস’ ছবির নতুন এই ফ্যাঞ্চাইজির। ছবি জুড়ে এক কথায় তারকাদের হাট যেন। সলমন ছাড়াও রয়েছেন অনিল কপূর, ববি দেওল, সাকিব সালেম, জ্যাকলিন ফার্নান্ডেজ, ডেইজি শাহ এবং আরও অনেকে। ছবির পরিচালক বলিউডের নামজাদা কোরিওগ্রাফার রেমো ডিসুজা।

মুম্বই, তাইল্যান্ড আর কাশ্মীর জুড়ে শুটিং হয়েছে ‘রেস’ ছবির নতুন এই ফ্যাঞ্চাইজির। ছবি জুড়ে এক কথায় তারকাদের হাট যেন। সলমন ছাড়াও রয়েছেন অনিল কপূর, ববি দেওল, সাকিব সালেম, জ্যাকলিন ফার্নান্ডেজ, ডেইজি শাহ এবং আরও অনেকে। ছবির পরিচালক বলিউডের নামজাদা কোরিওগ্রাফার রেমো ডিসুজা।

০৩ ১১
বছর দু’য়েক আগে ‘রেস থ্রি’ ছবিটির স্ক্রিপ্ট শুনেছিলেন সলমন। তাঁর কথায়, “প্রযোজক রমেশ তৌরানি বেশ কয়েকবার ছবির স্ক্রিপ্টটা পড়ে শুনিয়েছিলেন। অনেক দিন পরেই একটা এই জঁরের স্ক্রিপ্ট শুনে আর না করিনি। একঘেঁয়ে ছবি করতে করতে আমি হাঁপিয়ে উঠেছিলাম।”

বছর দু’য়েক আগে ‘রেস থ্রি’ ছবিটির স্ক্রিপ্ট শুনেছিলেন সলমন। তাঁর কথায়, “প্রযোজক রমেশ তৌরানি বেশ কয়েকবার ছবির স্ক্রিপ্টটা পড়ে শুনিয়েছিলেন। অনেক দিন পরেই একটা এই জঁরের স্ক্রিপ্ট শুনে আর না করিনি। একঘেঁয়ে ছবি করতে করতে আমি হাঁপিয়ে উঠেছিলাম।”

০৪ ১১
তবে ‘রেস’ ফ্র্যাঞ্চাইজির আর কোনও ছবিই সলমনের দেখার ফুরসত হয়ে ওঠেনি। সলমন বলছেন, “এই ধরনের ছবি আমি আগে করিনি। তবে ছবিগুলি না দেখলেও ফরম্যাটটা আমার খুবই চেনা। আমি এর মধ্যে একটু ‘হাম আপকে হ্যয় কৌন’ও মেশানোর চেষ্টা করেছি।”

তবে ‘রেস’ ফ্র্যাঞ্চাইজির আর কোনও ছবিই সলমনের দেখার ফুরসত হয়ে ওঠেনি। সলমন বলছেন, “এই ধরনের ছবি আমি আগে করিনি। তবে ছবিগুলি না দেখলেও ফরম্যাটটা আমার খুবই চেনা। আমি এর মধ্যে একটু ‘হাম আপকে হ্যয় কৌন’ও মেশানোর চেষ্টা করেছি।”

০৫ ১১
ছবির বাজেট প্রায় ১২০ কোটি টাকার কাছাকাছি। তবে এই ছবির স্যাটেলাইট আর ডিজিটাল বিক্রির সত্ত্ব ছাড়িয়ে যেতে পারে ১৫০ কোটি টাকার গণ্ডি। পরিবেশকদের কাছে এটিই সবচেয়ে দামি ছবি হতে চলেছে।

ছবির বাজেট প্রায় ১২০ কোটি টাকার কাছাকাছি। তবে এই ছবির স্যাটেলাইট আর ডিজিটাল বিক্রির সত্ত্ব ছাড়িয়ে যেতে পারে ১৫০ কোটি টাকার গণ্ডি। পরিবেশকদের কাছে এটিই সবচেয়ে দামি ছবি হতে চলেছে।

০৬ ১১
এই ছবিতে অভিনয়ের জন্য সলমনই ডাক পাঠান ববি দেওলকে। আর অ্যাবস তৈরি করার নানান টিপসও সলমনই ববিকে দেন। এমনকী সলমনের জিম ট্রেনারই ‘রেস থ্রি’ তে ববির এমন বডি অ্যাবস তৈরিতে সাহায্য করেছেন বলে জানা গিয়েছে।

এই ছবিতে অভিনয়ের জন্য সলমনই ডাক পাঠান ববি দেওলকে। আর অ্যাবস তৈরি করার নানান টিপসও সলমনই ববিকে দেন। এমনকী সলমনের জিম ট্রেনারই ‘রেস থ্রি’ তে ববির এমন বডি অ্যাবস তৈরিতে সাহায্য করেছেন বলে জানা গিয়েছে।

০৭ ১১
ছবিতে একটা শটের জন্য ববি দেওলকে বরফে ঝাঁপ অবধি দিতে হয়েছিল।

ছবিতে একটা শটের জন্য ববি দেওলকে বরফে ঝাঁপ অবধি দিতে হয়েছিল।

০৮ ১১
‘রেস থ্রি’ এমন একটি লোকেশনে শুট হয়, যেখানে ববি দেওলের বাবা অর্থাৎ ধর্মেন্দ্রও শুটিং করেছিলেন। ১৯৬৪ সালে সেই জায়গায় শুটিং করছিলেন ধর্মেন্দ্র। আর স্মৃতিবিজরিত সেই জায়গার ছবি ইনস্টাগ্রামে শেয়ারও করেছিলেন ববি।

‘রেস থ্রি’ এমন একটি লোকেশনে শুট হয়, যেখানে ববি দেওলের বাবা অর্থাৎ ধর্মেন্দ্রও শুটিং করেছিলেন। ১৯৬৪ সালে সেই জায়গায় শুটিং করছিলেন ধর্মেন্দ্র। আর স্মৃতিবিজরিত সেই জায়গার ছবি ইনস্টাগ্রামে শেয়ারও করেছিলেন ববি।

০৯ ১১
এই ছবির জন্য একটি রোম্যান্টিক গানও লিখেছেন সলমন খান। পাক গায়ক আতিফ আসলাম গেয়েছেন গানটি।

এই ছবির জন্য একটি রোম্যান্টিক গানও লিখেছেন সলমন খান। পাক গায়ক আতিফ আসলাম গেয়েছেন গানটি।

১০ ১১
‘রেস থ্রি’র জন্য কঠিন কসরত করতে হয়েছিল অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে। নানান অ্যাকশন স্টান্টের জন্য বহুদিন মিক্সড মার্শাল আর্টসেরও ট্রেনিংও নিতে হয়েছিল জ্যাকলিনকে।

‘রেস থ্রি’র জন্য কঠিন কসরত করতে হয়েছিল অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে। নানান অ্যাকশন স্টান্টের জন্য বহুদিন মিক্সড মার্শাল আর্টসেরও ট্রেনিংও নিতে হয়েছিল জ্যাকলিনকে।

১১ ১১
‘রেস’ সিরিজের প্রথম দু’টি সিরিজ পরিচালনা করেছিলেন আব্বাস-মস্তান। তিন নম্বরটিতে হাত দিলেন রেমো ডিসুজা। এটিই তাঁর ঝুলিতে প্রথম অ্যাকশন ছবি।

‘রেস’ সিরিজের প্রথম দু’টি সিরিজ পরিচালনা করেছিলেন আব্বাস-মস্তান। তিন নম্বরটিতে হাত দিলেন রেমো ডিসুজা। এটিই তাঁর ঝুলিতে প্রথম অ্যাকশন ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE