Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Entertainment news

জানেন কী, বিখ্যাত হলি ছবির শুটিং হয়েছে এইসব জায়গায়?

হলি হোক বা বলি, দর্শক টানতে ছবি নির্মাতাদের তুরুপের তাস ঝাঁ চকচকে লোকেশন। জানেন কী, হলিউড ছবির বেশিরভাগ শুটিং হয় কোন কোন জায়গায়? নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক থেকে শুরু করে ক্যালিফোর্নিয়ার ভেনিস বিচ—গ্যালারির পাতায় রইল এমনই কিছু অবাক করা ফিল্ম-লোকেশনের হদিস।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১১:২০
Share: Save:
০১ ০৯
হলি হোক বা বলি, দর্শক টানতে ছবি নির্মাতাদের তুরুপের তাস ঝাঁ চকচকে লোকেশন। জানেন কী, হলিউড ছবির বেশিরভাগ শুটিং হয় কোন কোন জায়গায়? নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক থেকে শুরু করে ক্যালিফোর্নিয়ার ভেনিস বিচ—গ্যালারির পাতায় রইল এমনই কিছু অবাক করা ফিল্ম-লোকেশনের হদিস।

হলি হোক বা বলি, দর্শক টানতে ছবি নির্মাতাদের তুরুপের তাস ঝাঁ চকচকে লোকেশন। জানেন কী, হলিউড ছবির বেশিরভাগ শুটিং হয় কোন কোন জায়গায়? নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক থেকে শুরু করে ক্যালিফোর্নিয়ার ভেনিস বিচ—গ্যালারির পাতায় রইল এমনই কিছু অবাক করা ফিল্ম-লোকেশনের হদিস।

০২ ০৯
সেন্ট্রাল পার্ক, নিউ ইয়র্ক: সংবাদ সংস্থা ‘দ্য ইনডিপেনডেন্ট’ জানিয়েছে, কমপক্ষে ২৩১টি হলি ছবির শুটিং হয়েছে সেন্ট্রাল পার্কে। যার মধ্যে রয়েছে বক্স-অফিস হিট ছবি, ‘সুপারম্যান রিটার্নস’, ‘দ্য ডেভিলস অ্যাডভোকেট’, ‘স্পাইডারম্যান ৩’, ‘মেন ইন ব্ল্যাক ২’।

সেন্ট্রাল পার্ক, নিউ ইয়র্ক: সংবাদ সংস্থা ‘দ্য ইনডিপেনডেন্ট’ জানিয়েছে, কমপক্ষে ২৩১টি হলি ছবির শুটিং হয়েছে সেন্ট্রাল পার্কে। যার মধ্যে রয়েছে বক্স-অফিস হিট ছবি, ‘সুপারম্যান রিটার্নস’, ‘দ্য ডেভিলস অ্যাডভোকেট’, ‘স্পাইডারম্যান ৩’, ‘মেন ইন ব্ল্যাক ২’।

০৩ ০৯
ভেনিস বিচ, ক্যালিফোর্নিয়া: প্রতি বছর লক্ষাধিক মানুষ ছুটি কাটাতে যান ক্যালিফোর্নিয়ার মনোরম ভেনিস সৈকতে। ছবির শুটিংয়ের জন্যও এই সৈকতের কোনও তুলনা হয় না। ‘দ্য বিগ লেবাওস্কি’, ‘হি ইস জাস্ট নট দ্যাট ইনটু ইউ’ ইত্যাদি নানা ছবির শুটিং হয়েছে এই বিচে।

ভেনিস বিচ, ক্যালিফোর্নিয়া: প্রতি বছর লক্ষাধিক মানুষ ছুটি কাটাতে যান ক্যালিফোর্নিয়ার মনোরম ভেনিস সৈকতে। ছবির শুটিংয়ের জন্যও এই সৈকতের কোনও তুলনা হয় না। ‘দ্য বিগ লেবাওস্কি’, ‘হি ইস জাস্ট নট দ্যাট ইনটু ইউ’ ইত্যাদি নানা ছবির শুটিং হয়েছে এই বিচে।

০৪ ০৯
গ্রিনউইচ ভিলেজ, নিউ ইয়র্ক: ম্যানহাটনের পশ্চিম দিকে ছবির মতো সুন্দর জায়গা গ্রিনউইচ ভিলেজ। ‘১৩ গোয়িং অন ৩০’, ‘জুলি অ্যান্ড জুলিয়া’ ছবির শুটিং হয়েছে এখানে।

গ্রিনউইচ ভিলেজ, নিউ ইয়র্ক: ম্যানহাটনের পশ্চিম দিকে ছবির মতো সুন্দর জায়গা গ্রিনউইচ ভিলেজ। ‘১৩ গোয়িং অন ৩০’, ‘জুলি অ্যান্ড জুলিয়া’ ছবির শুটিং হয়েছে এখানে।

০৫ ০৯
টাইমস স্কোয়ার, নিউ ইয়র্ক: ব্যস্ত মিডটাউন ম্যানহাটনের মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে আছে আইকনিক টাইমস স্কোয়ার। ‘দ্য ডেভিল ওয়েরস প্রাদা’, ‘বার্ন আফটার রিডিং’-সহ একাধিক হিট ছবির শুটিং হয়েছে এখানে।

টাইমস স্কোয়ার, নিউ ইয়র্ক: ব্যস্ত মিডটাউন ম্যানহাটনের মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে আছে আইকনিক টাইমস স্কোয়ার। ‘দ্য ডেভিল ওয়েরস প্রাদা’, ‘বার্ন আফটার রিডিং’-সহ একাধিক হিট ছবির শুটিং হয়েছে এখানে।

০৬ ০৯
ইউসিএলএ, ক্যালিফোর্নিয়া: হলিউডের একাধিক হিট ছবির শুটিং হয়েছে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায়। ‘স্ক্রিম ২’, ‘হ্যানকক’ যার মধ্যে অন্যতম।

ইউসিএলএ, ক্যালিফোর্নিয়া: হলিউডের একাধিক হিট ছবির শুটিং হয়েছে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায়। ‘স্ক্রিম ২’, ‘হ্যানকক’ যার মধ্যে অন্যতম।

০৭ ০৯
কোনি আইল্যান্ড, নিউ ইয়র্ক: নিউ ইয়র্কের সুসজ্জিত দ্বীপ কোনি আইল্যান্ড। ‘ব্রুকলিন’, ‘দ্য আদার গাইস’ ছবির শুটিং হয়েছে এই আইল্যান্ডে।

কোনি আইল্যান্ড, নিউ ইয়র্ক: নিউ ইয়র্কের সুসজ্জিত দ্বীপ কোনি আইল্যান্ড। ‘ব্রুকলিন’, ‘দ্য আদার গাইস’ ছবির শুটিং হয়েছে এই আইল্যান্ডে।

০৮ ০৯
ক্যানারি ওয়ারফ, লন্ডন: সিটি অব লন্ডনের মতোই অন্যতম বড় বাণিজ্যনগরী ক্যানারি ওয়ারফ। ‘ক্যাসিনো রয়্যাল’, ‘ব্যাটম্যান বিগিনস’-এর মতো হিট হলি ছবির শুটিং হয়েছে এখানে।

ক্যানারি ওয়ারফ, লন্ডন: সিটি অব লন্ডনের মতোই অন্যতম বড় বাণিজ্যনগরী ক্যানারি ওয়ারফ। ‘ক্যাসিনো রয়্যাল’, ‘ব্যাটম্যান বিগিনস’-এর মতো হিট হলি ছবির শুটিং হয়েছে এখানে।

০৯ ০৯
বিগ বেয়ার লেক, ক্যালিফোর্নিয়া: ‘সিটি অব অ্যাঞ্জেলস’, ‘ম্যাগনোলিয়া’-র মতো একাধিক হিট ছবির শুটিং হয়েছে বিগ বেয়ার লেকে।

বিগ বেয়ার লেক, ক্যালিফোর্নিয়া: ‘সিটি অব অ্যাঞ্জেলস’, ‘ম্যাগনোলিয়া’-র মতো একাধিক হিট ছবির শুটিং হয়েছে বিগ বেয়ার লেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE