Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Entertainment News

রামায়ণের সেই রাম এখন কেমন দেখতে

রাম চরিত্রই বিখ্যাত করে তুলেছে তাঁকে। নিজের আসল নাম অরুণ গোভিলের চেয়ে রাম নামেই দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছেন তিনি। এখন কেমন দেখতে সেই রামকে?

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৭ ১৫:২২
Share: Save:
০১ ০৭
আসল নাম অরুণ গোভিল। কিন্তু ক’জন তা মনে রেখেছেন? ‘রাম’ নামেই দর্শকদের মনে পাকাপাকি আসন বানিয়েছেন তিনি।

আসল নাম অরুণ গোভিল। কিন্তু ক’জন তা মনে রেখেছেন? ‘রাম’ নামেই দর্শকদের মনে পাকাপাকি আসন বানিয়েছেন তিনি।

০২ ০৭
মহাকাব্যের পাতা বা টিভির পর্দা থেকে রামকে বাস্তবের মাটিতে এনে দাঁড় করিয়েছিলেন অরুণ গোভিল। এক সময় তাঁকেই ভগবান রাম ভেবে লোকে পা ছুঁয়ে প্রণাম করত।

মহাকাব্যের পাতা বা টিভির পর্দা থেকে রামকে বাস্তবের মাটিতে এনে দাঁড় করিয়েছিলেন অরুণ গোভিল। এক সময় তাঁকেই ভগবান রাম ভেবে লোকে পা ছুঁয়ে প্রণাম করত।

০৩ ০৭
১৯৭৭-এ ‘পহেলি’ ছবি দিয়ে বিনোদন জগতে পা।

১৯৭৭-এ ‘পহেলি’ ছবি দিয়ে বিনোদন জগতে পা।

০৪ ০৭
কিন্তু আসল জনপ্রিয়তা দিল ১৯৮৬-তে শুরু হওয়া রামানন্দ সাগরের রামায়ণ।

কিন্তু আসল জনপ্রিয়তা দিল ১৯৮৬-তে শুরু হওয়া রামানন্দ সাগরের রামায়ণ।

০৫ ০৭
সেখানে দীপিকা চিকালিয়ার সঙ্গে জুটি বেঁধে রামের চরিত্রে তাঁর অনবদ্য অভিনয়ের কথা আজও ভোলেনি দর্শক।

সেখানে দীপিকা চিকালিয়ার সঙ্গে জুটি বেঁধে রামের চরিত্রে তাঁর অনবদ্য অভিনয়ের কথা আজও ভোলেনি দর্শক।

০৬ ০৭
রামায়ণের পরেও বহু ছবি ও ধারাবাহিকে অভিনয় করেছেন অরুণ। কিন্তু সেই ভাবে জনপ্রিয়তা পাননি।

রামায়ণের পরেও বহু ছবি ও ধারাবাহিকে অভিনয় করেছেন অরুণ। কিন্তু সেই ভাবে জনপ্রিয়তা পাননি।

০৭ ০৭
বর্তমানে মুম্বইতে একটি প্রডাকশন কোম্পানি চালান ৫৯ বছরের অরুণ। দূরদর্শনের জন্য বিভিন্ন টিভি সোপ বানায় এই কোম্পানি।

বর্তমানে মুম্বইতে একটি প্রডাকশন কোম্পানি চালান ৫৯ বছরের অরুণ। দূরদর্শনের জন্য বিভিন্ন টিভি সোপ বানায় এই কোম্পানি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE