Advertisement
২০ এপ্রিল ২০২৪
Entertainment News

‘তুম বিন’-এর অভিনেতা হিমাংশু মালিক এখন কেমন দেখতে হয়েছে জানেন?

মনে পড়ছে হিমাংশু মালিককে? ২০০১-এ অনুভব সিনহার ‘তুম বিন’ ছবির জন্যই সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছিলেন এই অভিনেতা। সময়ের সঙ্গে সঙ্গে সব মানুষেরই চেহারায় পরিবর্তন হয়। বদলে গিয়েছেন ‘চকোলেট বয়’ হিরো হিমাংশুও। গ্যালারির পাতায় দেখে নিন হিমাংশুর বর্তমান চেহারা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৮ ১৫:২০
Share: Save:
০১ ০৬
মনে পড়ছে হিমাংশু মালিককে? ২০০১-এ অনুভব সিনহার ‘তুম বিন’ ছবির জন্যই সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছিলেন এই অভিনেতা। সময়ের সঙ্গে সঙ্গে সব মানুষেরই চেহারায় পরিবর্তন হয়। বদলে গিয়েছেন ‘চকোলেট বয়’ হিরো হিমাংশুও। গ্যালারির পাতায় দেখে নিন হিমাংশুর বর্তমান চেহারা।

মনে পড়ছে হিমাংশু মালিককে? ২০০১-এ অনুভব সিনহার ‘তুম বিন’ ছবির জন্যই সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছিলেন এই অভিনেতা। সময়ের সঙ্গে সঙ্গে সব মানুষেরই চেহারায় পরিবর্তন হয়। বদলে গিয়েছেন ‘চকোলেট বয়’ হিরো হিমাংশুও। গ্যালারির পাতায় দেখে নিন হিমাংশুর বর্তমান চেহারা।

০২ ০৬
‘তুম বিন’ ছবিতে এক জন ধনী শিল্পপতির চরিত্রে অভিনয় করেছিলেন হিমাংশু। কানাডায় থাকতেন। অভিনেত্রী সান্দালি সিনহার হবু স্বামী হয়েছিলেন হিমাংশু। যদিও সেই বিয়ে ভেঙে গিয়েছিল।

‘তুম বিন’ ছবিতে এক জন ধনী শিল্পপতির চরিত্রে অভিনয় করেছিলেন হিমাংশু। কানাডায় থাকতেন। অভিনেত্রী সান্দালি সিনহার হবু স্বামী হয়েছিলেন হিমাংশু। যদিও সেই বিয়ে ভেঙে গিয়েছিল।

০৩ ০৬
হিমাংশু মালিক এক জন মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন। ১৯৯৬ সালে ‘কাম সূত্র: এ টেল অব লভ’-এ অভিনয়ে হাতেখড়ি হিমাংশুর। ‘তুম বিন’-এর পরও মল্লিকা শেরাওয়াতের সঙ্গে ‘খোয়াইশ’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

হিমাংশু মালিক এক জন মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন। ১৯৯৬ সালে ‘কাম সূত্র: এ টেল অব লভ’-এ অভিনয়ে হাতেখড়ি হিমাংশুর। ‘তুম বিন’-এর পরও মল্লিকা শেরাওয়াতের সঙ্গে ‘খোয়াইশ’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

০৪ ০৬
‘চকোলেট বয়’ লুক নিয়ে জনপ্রিয়তা পেলেও, ইন্ডাস্ট্রিতে খুব একটা দাগ কাটতে পারেনি তাঁর অভিনয়। তাই এক কথায়,‘হারিয়ে’ গিয়েছেন অভিনেতা।

‘চকোলেট বয়’ লুক নিয়ে জনপ্রিয়তা পেলেও, ইন্ডাস্ট্রিতে খুব একটা দাগ কাটতে পারেনি তাঁর অভিনয়। তাই এক কথায়,‘হারিয়ে’ গিয়েছেন অভিনেতা।

০৫ ০৬
পরে পরিচালনার কাজে হাত দিয়েও ভাল ফল পাননি। তবে সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে তাঁর এখনকার ছবি। এক কথায় ভাইরাল হয়েছে হিমাংশুর এখনকার লুক। ‘রক্ত’, ‘রোগ’, ‘কোই আপসা’ এবং ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’ ছবিতেও ছোট চরিত্রে অভিনয় করেছেন হিমাংশু।

পরে পরিচালনার কাজে হাত দিয়েও ভাল ফল পাননি। তবে সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে তাঁর এখনকার ছবি। এক কথায় ভাইরাল হয়েছে হিমাংশুর এখনকার লুক। ‘রক্ত’, ‘রোগ’, ‘কোই আপসা’ এবং ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’ ছবিতেও ছোট চরিত্রে অভিনয় করেছেন হিমাংশু।

০৬ ০৬
একটি রেডিও চ্যানেলের অনুষ্ঠানে হিমাংশু। আগেকার চেহারার সঙ্গে মেলাতে পারছেন হিমাংশুকে?

একটি রেডিও চ্যানেলের অনুষ্ঠানে হিমাংশু। আগেকার চেহারার সঙ্গে মেলাতে পারছেন হিমাংশুকে?

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE