Advertisement
২০ এপ্রিল ২০২৪
Entertainment Neews

ফোর্বসের তালিকায় ২০১৭-র ধনী বলিউড তারকা কারা?

বক্স অফিস কালেকশন, ছবির স্বত্ব, এনডোর্সমেন্ট। রোজগারের বিভিন্ন উপায় রয়েছে বলিউড তারকাদের। মার্কিন ম্যাগাজিন ‘ফোর্বস’ প্রতি বছরই ধনী বলিউড তারকাদের তালিকা প্রকাশ করে। সেই তালিকায় ২০১৭ সালে সবচেয়ে ধনী বলিউড তারকা হিসেবে স্থান পেলেন কারা? অভিনেত্রীদের তালিকায় রয়েছেন মাত্র দু’জন। এক ঝলকে দেখে নিন এ বছরের ধনী বলি তারকাদের।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৭ ১৫:১৪
Share: Save:
০১ ১১
বক্স অফিস কালেকশন, ছবির স্বত্ব, এনডোর্সমেন্ট। রোজগারের বিভিন্ন উপায় রয়েছে বলিউড তারকাদের। মার্কিন ম্যাগাজিন ‘ফোর্বস’ প্রতি বছরই ধনী বলিউড তারকাদের তালিকা প্রকাশ করে। সেই তালিকায় ২০১৭ সালে সবচেয়ে ধনী বলিউড তারকা হিসেবে স্থান পেলেন কারা? অভিনেত্রীদের তালিকায় রয়েছেন মাত্র দু’জন। এক ঝলকে দেখে নিন এ বছরের ধনী বলি তারকাদের।

বক্স অফিস কালেকশন, ছবির স্বত্ব, এনডোর্সমেন্ট। রোজগারের বিভিন্ন উপায় রয়েছে বলিউড তারকাদের। মার্কিন ম্যাগাজিন ‘ফোর্বস’ প্রতি বছরই ধনী বলিউড তারকাদের তালিকা প্রকাশ করে। সেই তালিকায় ২০১৭ সালে সবচেয়ে ধনী বলিউড তারকা হিসেবে স্থান পেলেন কারা? অভিনেত্রীদের তালিকায় রয়েছেন মাত্র দু’জন। এক ঝলকে দেখে নিন এ বছরের ধনী বলি তারকাদের।

০২ ১১
তালিকার শেষে রয়েছেন রণবীর কপূর। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটির দৌলতে রণবীর রোজগার করেছিলেন ৩৫ কোটি টাকা। এ ছাড়া ট্রাভেল পোর্টাল এবং বেশ কয়েকটি এনডোর্সমেন্ট থেকে রণবীরের এই বছরের মোট রোজগার প্রায় ৫৫ কোটি টাকা।

তালিকার শেষে রয়েছেন রণবীর কপূর। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটির দৌলতে রণবীর রোজগার করেছিলেন ৩৫ কোটি টাকা। এ ছাড়া ট্রাভেল পোর্টাল এবং বেশ কয়েকটি এনডোর্সমেন্ট থেকে রণবীরের এই বছরের মোট রোজগার প্রায় ৫৫ কোটি টাকা।

০৩ ১১
ফোর্বসের তালিকার পরের নাম অমিতাভ বচ্চনের। ৭৪ বছরের অভিনেতার এ বছরের রোজগার শুধু বলিউড থেকেই নয়, ভাল আয় হয়েছে টেলিভিশনের গেম শো থেকেও। অমিতাভের মোট আয় হয়েছে প্রায় ৫৮ কোটি টাকা।

ফোর্বসের তালিকার পরের নাম অমিতাভ বচ্চনের। ৭৪ বছরের অভিনেতার এ বছরের রোজগার শুধু বলিউড থেকেই নয়, ভাল আয় হয়েছে টেলিভিশনের গেম শো থেকেও। অমিতাভের মোট আয় হয়েছে প্রায় ৫৮ কোটি টাকা।

০৪ ১১
এর পর রয়েছেন প্রিয়ঙ্কা চোপড়ার। হলিউড ও বলিউড মিলিয়ে বেশ ভাল আয় করেছেন ‘দেশি গার্ল’। কোয়ান্টিকো, বেওয়াচ, বলিউড ছবি এবং একাধিক এনডোর্সমেন্ট থেকে প্রিয়ঙ্কার এ বছরের আয় প্রায় ৬৪ কোটি টাকা।

এর পর রয়েছেন প্রিয়ঙ্কা চোপড়ার। হলিউড ও বলিউড মিলিয়ে বেশ ভাল আয় করেছেন ‘দেশি গার্ল’। কোয়ান্টিকো, বেওয়াচ, বলিউড ছবি এবং একাধিক এনডোর্সমেন্ট থেকে প্রিয়ঙ্কার এ বছরের আয় প্রায় ৬৪ কোটি টাকা।

০৫ ১১
প্রিয়ঙ্কার পর ফোর্বসের তালিকায় নাম রয়েছে রণবীর সিংহের। খাদ্যদ্রব্য থেকে কন্ডোমের বিজ্ঞাপন, সঙ্গে বলিউড ছবি। রণবীরের ২০১৭-র আয় প্রায় ৬৫ কোটি টাকা।

প্রিয়ঙ্কার পর ফোর্বসের তালিকায় নাম রয়েছে রণবীর সিংহের। খাদ্যদ্রব্য থেকে কন্ডোমের বিজ্ঞাপন, সঙ্গে বলিউড ছবি। রণবীরের ২০১৭-র আয় প্রায় ৬৫ কোটি টাকা।

০৬ ১১
ফোর্বসের তালিকায় দীপিকা পাড়ুকোনের নাম রয়েছে রণবীরের পর। দীপিকাও হলিউড এবং বলিউড, সঙ্গে এনডোর্সমেন্ট থেকে রোজগার করেছেন। দীপিকার এ বছরের রোজগার প্রায় ৭১ কোটি টাকা।

ফোর্বসের তালিকায় দীপিকা পাড়ুকোনের নাম রয়েছে রণবীরের পর। দীপিকাও হলিউড এবং বলিউড, সঙ্গে এনডোর্সমেন্ট থেকে রোজগার করেছেন। দীপিকার এ বছরের রোজগার প্রায় ৭১ কোটি টাকা।

০৭ ১১
এর পর নাম রয়েছে হৃতিক রোশনের। তাঁর ‘কাবিল’ প্রায় ১০০ কোটি টাকার ব্যবসা করেছিল। হৃতিকের ২০১৭-র মোট আয় ৭৪ কোটি টাকা।

এর পর নাম রয়েছে হৃতিক রোশনের। তাঁর ‘কাবিল’ প্রায় ১০০ কোটি টাকার ব্যবসা করেছিল। হৃতিকের ২০১৭-র মোট আয় ৭৪ কোটি টাকা।

০৮ ১১
ফোর্বসের তালিকায় এর পরের নাম বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর। আমির খানের এ বছরের রোজগার প্রায় ৮১ কোটি টাকা।

ফোর্বসের তালিকায় এর পরের নাম বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর। আমির খানের এ বছরের রোজগার প্রায় ৮১ কোটি টাকা।

০৯ ১১
ফোর্বসের তালিকায় এর পর রয়েছেন অক্ষয় কুমার। বলিউডের ছবি এবং এনডোর্সমেন্ট থেকে অক্ষয়ের ২০১৭-র রোজগার প্রায় ২২৮ কোটি টাকা।

ফোর্বসের তালিকায় এর পর রয়েছেন অক্ষয় কুমার। বলিউডের ছবি এবং এনডোর্সমেন্ট থেকে অক্ষয়ের ২০১৭-র রোজগার প্রায় ২২৮ কোটি টাকা।

১০ ১১
অক্ষয়ের পরেই রয়েছেন সলমন খান। বলিউডের ‘ভাইজান’-এর টিউবলাইট খুব একটা চলেনি। তবে সব মিলিয়ে তাঁর রোজগার হয়েছে ২৩৮ কোটি টাকা।

অক্ষয়ের পরেই রয়েছেন সলমন খান। বলিউডের ‘ভাইজান’-এর টিউবলাইট খুব একটা চলেনি। তবে সব মিলিয়ে তাঁর রোজগার হয়েছে ২৩৮ কোটি টাকা।

১১ ১১
ফোর্বসের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন শাহরুখ খান। বলিউড ছবি এবং তাঁর রেড চিলিজ প্রোডাকশন হাউজ থেকে কিঙ্গ খানের এ বছরের রোজগার প্রায় ২৪৪ কোটি টাকা।

ফোর্বসের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন শাহরুখ খান। বলিউড ছবি এবং তাঁর রেড চিলিজ প্রোডাকশন হাউজ থেকে কিঙ্গ খানের এ বছরের রোজগার প্রায় ২৪৪ কোটি টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE