Advertisement
২৪ এপ্রিল ২০২৪

যে সমস্ত তারকারা একটা সময় সরকারি চাকরি করতেন

তবে এঁরাই পরবর্তী জীবনে তাবড় তারকা হয়ে উঠেছিলেন। দেখে নিন তাঁদের সম্পর্কে কিছু তথ্য—

 নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৭ ২০:৫৯
Share: Save:
০১ ০৯
দেব আনন্দ: নিজের অভিনয় আর স্টাইল দিয়ে এক সময় বলিউড দাপিয়েছিলেন এই অভিনেতা। তিনি চার্চগেটে মিলিটারি সেন্সর অফিসে কাজের মধ্যে দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন।

দেব আনন্দ: নিজের অভিনয় আর স্টাইল দিয়ে এক সময় বলিউড দাপিয়েছিলেন এই অভিনেতা। তিনি চার্চগেটে মিলিটারি সেন্সর অফিসে কাজের মধ্যে দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন।

০২ ০৯
অমরিশ পুরী: প্রথম জীবনে স্ক্রিন টেস্টে সাফল্য না পেয়ে সরকারি চাকরিতে ঢুকে পড়েছিলেন তিনি। এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়ায় (ইএসআইসি)কর্মরত ছিলেন অমরিশ।

অমরিশ পুরী: প্রথম জীবনে স্ক্রিন টেস্টে সাফল্য না পেয়ে সরকারি চাকরিতে ঢুকে পড়েছিলেন তিনি। এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়ায় (ইএসআইসি)কর্মরত ছিলেন অমরিশ।

০৩ ০৯
জনি ওয়াকার: বোম্বের সরকারি বাসের কন্ডাক্টার ছিলেন এই বিখ্যাত কমেডিয়ান। সেখানেই পরিচালক গুরু দত্ত তাঁকে দেখেন এবং সিনেমায় অভিনয়ের অফার দেন।

জনি ওয়াকার: বোম্বের সরকারি বাসের কন্ডাক্টার ছিলেন এই বিখ্যাত কমেডিয়ান। সেখানেই পরিচালক গুরু দত্ত তাঁকে দেখেন এবং সিনেমায় অভিনয়ের অফার দেন।

০৪ ০৯
রাজকুমার: ১৯৫২ সালে ‘রঙ্গিলী’ ছবিতে প্রথম অভিনয়। তার আগে ১৯৪০ সালে বোম্বে পুলিশে সাব ইন্সপেক্টর ছিলেন তিনি।

রাজকুমার: ১৯৫২ সালে ‘রঙ্গিলী’ ছবিতে প্রথম অভিনয়। তার আগে ১৯৪০ সালে বোম্বে পুলিশে সাব ইন্সপেক্টর ছিলেন তিনি।

০৫ ০৯
অমল পালেকর: অভিনয়কে ফুল টাইম কেরিয়ার করে নেওয়ার আগে ‘ব্যাঙ্ক অব ইন্ডিয়া’র কর্মী ছিলেন তিনি।

অমল পালেকর: অভিনয়কে ফুল টাইম কেরিয়ার করে নেওয়ার আগে ‘ব্যাঙ্ক অব ইন্ডিয়া’র কর্মী ছিলেন তিনি।

০৬ ০৯
দিলীপ কুমার: খুব ভাল ইংরেজি লিখতে এবং বলতে জানতেন ‘ট্রাজেডি কিঙ্গ’। সে কারণে এক আর্মি ক্লাবের স্যান্ডুইচ স্টলে কাজ জুটে গিয়েছিল তাঁর।

দিলীপ কুমার: খুব ভাল ইংরেজি লিখতে এবং বলতে জানতেন ‘ট্রাজেডি কিঙ্গ’। সে কারণে এক আর্মি ক্লাবের স্যান্ডুইচ স্টলে কাজ জুটে গিয়েছিল তাঁর।

০৭ ০৯
শিবাজী সতম: এই বিখ্যাত অভিনেতা একটা সময় ‘সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া’র ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

শিবাজী সতম: এই বিখ্যাত অভিনেতা একটা সময় ‘সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া’র ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

০৮ ০৯
মহেন্দ্র সিংহ ধোনি: ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত খড়গপুর রেলস্টেশনের টিকিট পরীক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন।

মহেন্দ্র সিংহ ধোনি: ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত খড়গপুর রেলস্টেশনের টিকিট পরীক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন।

০৯ ০৯
রজনীকান্ত: বেঙ্গালুরু ট্রান্সপোর্ট সার্ভিস(বিটিএস)-এর বাস কন্ডাক্টর হিসেবে কাজ করতেন দক্ষিণ ভারতের ‘থালাইভার’।

রজনীকান্ত: বেঙ্গালুরু ট্রান্সপোর্ট সার্ভিস(বিটিএস)-এর বাস কন্ডাক্টর হিসেবে কাজ করতেন দক্ষিণ ভারতের ‘থালাইভার’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE