Advertisement
১৭ এপ্রিল ২০২৪
Entertainment News

বছরের সেরা অভিনেতাদের তালিকায় জমজমাট চমক!

ইন্টারনেট মুভি ডেটাবেস (আইএমডিবি) সম্প্রতি ঘোষণা করেছে এ বছরের সেরা অভিনেতাদের তালিকা। সম্ভবত ছবির সংখ্যা এবং জনপ্রিয়তার নিরিখেই হয়েছে এই সমীক্ষা। বলিউডের তিন খান যেমন এই তালিকায় তাঁদের জায়গা ধরে রেখেছেন, তেমনই রয়েছে চমকও। এক ঝলকে দেখে নিন, ২০১৭-র সেরা অভিনেতার তালিকায় রয়েছেন কারা। তবে ‘টয়লেট এক প্রেম কথা’, ‘জলি এলএলবি টু’ এবং ‘নাম শাবানা’র মতো ছবি করেও, তালিকায় নেই অক্ষয় কুমার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৭ ১৮:৩৯
Share: Save:
০১ ১১
ইন্টারনেট মুভি ডেটাবেস (আইএমডিবি) সম্প্রতি ঘোষণা করেছে এ বছরের সেরা অভিনেতাদের তালিকা। সম্ভবত ছবির সংখ্যা এবং জনপ্রিয়তার নিরিখেই হয়েছে এই সমীক্ষা। বলিউডের তিন খান যেমন এই তালিকায় তাঁদের জায়গা ধরে রেখেছেন, তেমনই রয়েছে চমকও। এক ঝলকে দেখে নিন, ২০১৭-র সেরা অভিনেতার তালিকায় রয়েছেন কারা। তবে ‘টয়লেট এক প্রেম কথা’, ‘জলি এলএলবি টু’ এবং ‘নাম শাবানা’র মতো ছবি করেও, তালিকায় নেই অক্ষয় কুমার।

ইন্টারনেট মুভি ডেটাবেস (আইএমডিবি) সম্প্রতি ঘোষণা করেছে এ বছরের সেরা অভিনেতাদের তালিকা। সম্ভবত ছবির সংখ্যা এবং জনপ্রিয়তার নিরিখেই হয়েছে এই সমীক্ষা। বলিউডের তিন খান যেমন এই তালিকায় তাঁদের জায়গা ধরে রেখেছেন, তেমনই রয়েছে চমকও। এক ঝলকে দেখে নিন, ২০১৭-র সেরা অভিনেতার তালিকায় রয়েছেন কারা। তবে ‘টয়লেট এক প্রেম কথা’, ‘জলি এলএলবি টু’ এবং ‘নাম শাবানা’র মতো ছবি করেও, তালিকায় নেই অক্ষয় কুমার।

০২ ১১
দশম স্থানে রয়েছেন ক্যাটরিনা কইফ। এ বছর তাঁর ঝুলিতে রয়েছে ‘বার বার দেখো’ ছবিটি। যদিও ছবি একেবারেই চলেনি।

দশম স্থানে রয়েছেন ক্যাটরিনা কইফ। এ বছর তাঁর ঝুলিতে রয়েছে ‘বার বার দেখো’ ছবিটি। যদিও ছবি একেবারেই চলেনি।

০৩ ১১
নবম স্থানে রয়েছেন বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন। ইয়ামি গৌতমের সঙ্গে ‘কাবিল’ তাঁর ছবি এ বছর বেশ ভাল সাফল্য পেয়েছে। বক্স অফিস কালেকশনও হয়েছে জমজমাট।

নবম স্থানে রয়েছেন বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন। ইয়ামি গৌতমের সঙ্গে ‘কাবিল’ তাঁর ছবি এ বছর বেশ ভাল সাফল্য পেয়েছে। বক্স অফিস কালেকশনও হয়েছে জমজমাট।

০৪ ১১
অষ্টম স্থানে রয়েছেন অনুষ্কা শেট্টি। এ বছরে তাঁর সেরা হিট ‘বাহুবলী টু: দ্য কলক্লুশন’।

অষ্টম স্থানে রয়েছেন অনুষ্কা শেট্টি। এ বছরে তাঁর সেরা হিট ‘বাহুবলী টু: দ্য কলক্লুশন’।

০৫ ১১
সপ্তম স্থানে রয়েছেন অনুষ্কা শর্মা। ঝুলিতে রয়েছে ‘ফিল্লাউরি’ এবং ‘জব হ্যারি মেট সেজল’। যদিও দু’টি ছবিই খুব একটা ব্যবসা করতে পারেনি।

সপ্তম স্থানে রয়েছেন অনুষ্কা শর্মা। ঝুলিতে রয়েছে ‘ফিল্লাউরি’ এবং ‘জব হ্যারি মেট সেজল’। যদিও দু’টি ছবিই খুব একটা ব্যবসা করতে পারেনি।

০৬ ১১
তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন ‘বাহুবলী’। হ্যাঁ, দক্ষিণের সুপারস্টার প্রভাস এই স্থান অর্জন করেছেন অক্ষয়-হৃতিক-অনুষ্কাদের পিছনে ফেলে।

তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন ‘বাহুবলী’। হ্যাঁ, দক্ষিণের সুপারস্টার প্রভাস এই স্থান অর্জন করেছেন অক্ষয়-হৃতিক-অনুষ্কাদের পিছনে ফেলে।

০৭ ১১
পঞ্চম স্থানে রয়েছেন ইরফান খান। তাঁর ঝুলিতে রয়েছে তিনটি ছবি। ‘হিন্দি মিডিয়াম’, ‘ডুব’ এবং ‘করিব করিব সিঙ্গল’— তিনটি ছবিই বেশ নজর কেড়েছে দর্শকদের।

পঞ্চম স্থানে রয়েছেন ইরফান খান। তাঁর ঝুলিতে রয়েছে তিনটি ছবি। ‘হিন্দি মিডিয়াম’, ‘ডুব’ এবং ‘করিব করিব সিঙ্গল’— তিনটি ছবিই বেশ নজর কেড়েছে দর্শকদের।

০৮ ১১
তমন্না ভাটিয়া তাক লাগিয়ে দিয়েছেন তালিকায় চতুর্থ স্থান দখল করে।তাঁরও এ বছরের সেরা হিট ‘বাহুবলী টু’।

তমন্না ভাটিয়া তাক লাগিয়ে দিয়েছেন তালিকায় চতুর্থ স্থান দখল করে।তাঁরও এ বছরের সেরা হিট ‘বাহুবলী টু’।

০৯ ১১
এর পরই রয়েছেন বলিউডের ‘ভাইজান’। তাঁর ‘টিউবলাইট’ এ বছর ব্যবসা খুব একটা ভাল না দিলেও, জনপ্রিয়তার নিরিখে তিনি তৃতীয়। সলমন খানের ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পাবে এই ডিসেম্বরেই।

এর পরই রয়েছেন বলিউডের ‘ভাইজান’। তাঁর ‘টিউবলাইট’ এ বছর ব্যবসা খুব একটা ভাল না দিলেও, জনপ্রিয়তার নিরিখে তিনি তৃতীয়। সলমন খানের ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পাবে এই ডিসেম্বরেই।

১০ ১১
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আমির খান। ‘দঙ্গল’ এবং ‘সিক্রেট সুপারস্টার’ দিয়েইবাজার মাত করেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আমির খান। ‘দঙ্গল’ এবং ‘সিক্রেট সুপারস্টার’ দিয়েইবাজার মাত করেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।

১১ ১১
তালিকার শীর্ষস্থানে শাহরুখ খান। যদিও তাঁর ‘জব হ্যারি মেট সেজল’ বা ‘রইস’— কোনওটাই হিট করেনি।

তালিকার শীর্ষস্থানে শাহরুখ খান। যদিও তাঁর ‘জব হ্যারি মেট সেজল’ বা ‘রইস’— কোনওটাই হিট করেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE