Advertisement
১৮ এপ্রিল ২০২৪
International news

বই পড়ুন চোখের ভিতরে ঢুকে!

যে চোখে বই পড়েন, এ বার বই পড়তে গেলে আপনাকে সেই চোখের ভিতরেই ঢুকতে হবে। কারণ, চিনে এমনই এক লাইব্রেরির সূচনা হয়েছে। ভিতরে প্রবেশ করলে মনে হবে, ঠিক যেন আস্ত একটা চোখের মধ্যে ঢুকে পড়েছেন আপনি। বইপোকারাও কিছু ক্ষণের জন্য পড়তে ভুলে যাবে। কেমন সেই লাইব্রেরি দেখে নিন—

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৭ ১৬:১৬
Share: Save:
০১ ০৭
যে চোখে বই পড়েন, এ বার বই পড়তে গেলে আপনাকে সেই চোখের ভিতরেই ঢুকতে হবে। কারণ, চিনে এমনই এক লাইব্রেরির সূচনা হয়েছে। ভিতরে প্রবেশ করলে মনে হবে, ঠিক যেন আস্ত একটা চোখের মধ্যে ঢুকে পড়েছেন আপনি। বইপোকারাও কিছু ক্ষণের জন্য পড়তে ভুলে যাবে। কেমন সেই লাইব্রেরি দেখে নিন—

যে চোখে বই পড়েন, এ বার বই পড়তে গেলে আপনাকে সেই চোখের ভিতরেই ঢুকতে হবে। কারণ, চিনে এমনই এক লাইব্রেরির সূচনা হয়েছে। ভিতরে প্রবেশ করলে মনে হবে, ঠিক যেন আস্ত একটা চোখের মধ্যে ঢুকে পড়েছেন আপনি। বইপোকারাও কিছু ক্ষণের জন্য পড়তে ভুলে যাবে। কেমন সেই লাইব্রেরি দেখে নিন—

০২ ০৭
বেজিং থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে তিয়ানজিনে রয়েছে এই লাইব্রেরি। যার পুরো নাম তিয়ানজিন বিনহাই লাইব্রেরি।

বেজিং থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে তিয়ানজিনে রয়েছে এই লাইব্রেরি। যার পুরো নাম তিয়ানজিন বিনহাই লাইব্রেরি।

০৩ ০৭
১ অক্টোবর থেকে পাঁচতলা এই লাইব্রেরি চালু হয়েছে। তার পর থেকেই সেখানে বইপোকাদের ঢল নেমেছে।

১ অক্টোবর থেকে পাঁচতলা এই লাইব্রেরি চালু হয়েছে। তার পর থেকেই সেখানে বইপোকাদের ঢল নেমেছে।

০৪ ০৭
শুধু বই নয়, এই লাইব্রেরি আরও একটি কারণে প্রথম দিন থেকেই জনপ্রিয়। সেটা হল এর ডিজাইন।

শুধু বই নয়, এই লাইব্রেরি আরও একটি কারণে প্রথম দিন থেকেই জনপ্রিয়। সেটা হল এর ডিজাইন।

০৫ ০৭
ডাচ এমভিআরডিভি সংস্থার সঙ্গে চিনের স্থানীয় ডিজাইনার টুপডি এই লাইব্রেরিটা বানিয়েছে।

ডাচ এমভিআরডিভি সংস্থার সঙ্গে চিনের স্থানীয় ডিজাইনার টুপডি এই লাইব্রেরিটা বানিয়েছে।

০৬ ০৭
লাইব্রেরির ভিতরে ঢুকলে মনে হবে ঠিক যেন আস্ত একটা চোখ। লাইব্রেরির ঠিক মাঝখানে রয়েছে একটা বিশালাকার আইবল-ও।

লাইব্রেরির ভিতরে ঢুকলে মনে হবে ঠিক যেন আস্ত একটা চোখ। লাইব্রেরির ঠিক মাঝখানে রয়েছে একটা বিশালাকার আইবল-ও।

০৭ ০৭
সব মিলিয়ে লাইব্রেরিতে মোট ১২ লক্ষ বই রয়েছে। চোখের ভাঁজে ভাঁজে খুব আকর্ষণীয় ভাবে বইগুলো সাজানো রয়েছে।

সব মিলিয়ে লাইব্রেরিতে মোট ১২ লক্ষ বই রয়েছে। চোখের ভাঁজে ভাঁজে খুব আকর্ষণীয় ভাবে বইগুলো সাজানো রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE