Advertisement
১৮ এপ্রিল ২০২৪

দুর্নীতির তালিকায় চিনকে টেক্কা দিল ভারত

বিজয় মাল্য থেকে নীরব মোদী, চিট ফান্ড কেলেঙ্কারি থেকে রোটোম্যাক কর্তা, ব্যাঙ্ক জালিয়াতি—দুর্নীতির ধাক্কায় পদে পদে হোঁচট খাচ্ছে নরেন্দ্র মোদীর ‘স্বচ্ছ ভারত’ অভিযান। সম্প্রতি ‘কোরাপসন পারসেপসনস ইনডেক্স’-এর র্যাপঙ্কেও উঠে এসেছে ভারতের নাম। দুর্নীতির তালিকায় বিশ্বের মধ্যে এগিয়ে রয়েছে কোন দেশ? আবার, কোন দেশের ভাবমূর্তি এখনও অনেক স্বচ্ছ? জানতে চোখ রাখুন গ্যালারির পাতায়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:০২
Share: Save:
০১ ০৯
বিজয় মাল্য থেকে নীরব মোদী, চিট ফান্ড কেলেঙ্কারি থেকে রোটোম্যাক কর্তা, ব্যাঙ্ক জালিয়াতি—দুর্নীতির ধাক্কায় পদে পদে হোঁচট খাচ্ছে নরেন্দ্র মোদীর ‘স্বচ্ছ ভারত’ অভিযান। সম্প্রতি ‘কোরাপসন পারসেপসনস ইনডেক্স’-এর র্যাপঙ্কেও উঠে এসেছে ভারতের নাম। দুর্নীতির তালিকায় বিশ্বের মধ্যে এগিয়ে রয়েছে কোন দেশ? আবার, কোন দেশের ভাবমূর্তি এখনও অনেক স্বচ্ছ? জানতে চোখ রাখুন গ্যালারির পাতায়।

বিজয় মাল্য থেকে নীরব মোদী, চিট ফান্ড কেলেঙ্কারি থেকে রোটোম্যাক কর্তা, ব্যাঙ্ক জালিয়াতি—দুর্নীতির ধাক্কায় পদে পদে হোঁচট খাচ্ছে নরেন্দ্র মোদীর ‘স্বচ্ছ ভারত’ অভিযান। সম্প্রতি ‘কোরাপসন পারসেপসনস ইনডেক্স’-এর র্যাপঙ্কেও উঠে এসেছে ভারতের নাম। দুর্নীতির তালিকায় বিশ্বের মধ্যে এগিয়ে রয়েছে কোন দেশ? আবার, কোন দেশের ভাবমূর্তি এখনও অনেক স্বচ্ছ? জানতে চোখ রাখুন গ্যালারির পাতায়।

০২ ০৯
বিশ্বের ১৮০টি দেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নিয়ে একটি সমীক্ষা চালিয়েছে ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’। সাংবাদিক হত্যা,সরকারি প্রকল্প, অর্থনীতি ইত্যাদি নানা বিষয়ে দুর্নীতিকে কেন্দ্র করে প্রতি বছরই এই সমীক্ষা চালানো হয়। ‘গ্লোবাল কোরাপসন পারসেপসনস ইনডেক্স ২০১৭’-র তালিকায় দেখা গিয়েছে এশিয়া প্যাসিফিকের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলির মধ্যে একটি হল ভারত।

বিশ্বের ১৮০টি দেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নিয়ে একটি সমীক্ষা চালিয়েছে ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’। সাংবাদিক হত্যা,সরকারি প্রকল্প, অর্থনীতি ইত্যাদি নানা বিষয়ে দুর্নীতিকে কেন্দ্র করে প্রতি বছরই এই সমীক্ষা চালানো হয়। ‘গ্লোবাল কোরাপসন পারসেপসনস ইনডেক্স ২০১৭’-র তালিকায় দেখা গিয়েছে এশিয়া প্যাসিফিকের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলির মধ্যে একটি হল ভারত।

০৩ ০৯
সমীক্ষার ফলাফলকে ০ থেকে ১০০ স্কোর হিসেবে ভাগ করা হয়েছে। কোনও দেশের স্কোর ‘০’ মানে সেই দেশ সবচেয়ে স্বচ্ছ এবং স্কোর ‘১০০’ মানে সেই দেশ দুর্নীতিতে সেরা। স্কোর অনুযায়ী কোন দেশের অবস্থান কোথায় সেই মতো র্যাবঙ্কিং করা হয়েছে।

সমীক্ষার ফলাফলকে ০ থেকে ১০০ স্কোর হিসেবে ভাগ করা হয়েছে। কোনও দেশের স্কোর ‘০’ মানে সেই দেশ সবচেয়ে স্বচ্ছ এবং স্কোর ‘১০০’ মানে সেই দেশ দুর্নীতিতে সেরা। স্কোর অনুযায়ী কোন দেশের অবস্থান কোথায় সেই মতো র্যাবঙ্কিং করা হয়েছে।

০৪ ০৯
দুর্নীতির তালিকায় ভারতের র্যািঙ্ক ৮১ এবং স্কোর ৪০। যেখানে ২০১৬ সালে ভারতের র্যা ঙ্ক ছিল ৭৯ এবং স্কোর ৪০। নীরব কেলেঙ্কারিতে প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকার দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ভারত সংবাদের শিরোনামে। সেই সঙ্গে বিপুল টাকা আর্থিক তছরুপে নাম জড়িয়েছে রোটোম্যাক কর্ণধার বিক্রম কোঠারির। গত বছরই সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে দেশজুড়ে বিক্ষোভের আগুন জ্বলেছিল। এই দুর্নীতির বিরুদ্ধেই একসময় জিহাদ ঘোষণা করে মসনদে এসেছিলেন মোদী।

দুর্নীতির তালিকায় ভারতের র্যািঙ্ক ৮১ এবং স্কোর ৪০। যেখানে ২০১৬ সালে ভারতের র্যা ঙ্ক ছিল ৭৯ এবং স্কোর ৪০। নীরব কেলেঙ্কারিতে প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকার দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ভারত সংবাদের শিরোনামে। সেই সঙ্গে বিপুল টাকা আর্থিক তছরুপে নাম জড়িয়েছে রোটোম্যাক কর্ণধার বিক্রম কোঠারির। গত বছরই সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে দেশজুড়ে বিক্ষোভের আগুন জ্বলেছিল। এই দুর্নীতির বিরুদ্ধেই একসময় জিহাদ ঘোষণা করে মসনদে এসেছিলেন মোদী।

০৫ ০৯
ব্যাঙ্ক জালিয়াতি থেকে সাংবাদিক হত্যা—নরেন্দ্র মোদীর ‘স্বচ্ছ ভারত’ যে দুর্নীতির পাশে বিদ্ধ সেটাই ফের একবার প্রমাণ করল কোরাপসন পারসেপসনস ইনডেক্সের বর্তমান র্যা ঙ্ক। বিগত এক বছরের মধ্যে ৭৯ থেকে এই র্যা ঙ্ক নেমে গিয়েছে ৮১-তে।  ইনডেক্স বলছে, চিনের র্যাকঙ্ক ৭৭ এবং স্কোর ৪১। দুর্নীতিতে চিনকেও টেক্কা দিয়েছে ভারত।

ব্যাঙ্ক জালিয়াতি থেকে সাংবাদিক হত্যা—নরেন্দ্র মোদীর ‘স্বচ্ছ ভারত’ যে দুর্নীতির পাশে বিদ্ধ সেটাই ফের একবার প্রমাণ করল কোরাপসন পারসেপসনস ইনডেক্সের বর্তমান র্যা ঙ্ক। বিগত এক বছরের মধ্যে ৭৯ থেকে এই র্যা ঙ্ক নেমে গিয়েছে ৮১-তে। ইনডেক্স বলছে, চিনের র্যাকঙ্ক ৭৭ এবং স্কোর ৪১। দুর্নীতিতে চিনকেও টেক্কা দিয়েছে ভারত।

০৬ ০৯
ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে সবচেয়ে ভাল অবস্থানে রয়েছে ভুটান, র্যা ঙ্ক ২৬ এবং স্কোর ৬৭। অন্যদিকে, ৩২ স্কোর করে দুর্নীতিতে ভারতের আগে রয়েছে পাকিস্তান। এর র্যা ঙ্ক ১১৭। ৩৮ এবং ৩১ স্কোর করে ভারতের আগে রয়েছে শ্রীলঙ্কা এবং নেপাল। মায়ানমার এবং বাংলাদেশের স্কোর যথাক্রমে ৩০ এবং ২৮।

ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে সবচেয়ে ভাল অবস্থানে রয়েছে ভুটান, র্যা ঙ্ক ২৬ এবং স্কোর ৬৭। অন্যদিকে, ৩২ স্কোর করে দুর্নীতিতে ভারতের আগে রয়েছে পাকিস্তান। এর র্যা ঙ্ক ১১৭। ৩৮ এবং ৩১ স্কোর করে ভারতের আগে রয়েছে শ্রীলঙ্কা এবং নেপাল। মায়ানমার এবং বাংলাদেশের স্কোর যথাক্রমে ৩০ এবং ২৮।

০৭ ০৯
কোরাপসন পারসেপসনস ইনডেক্সে যথাক্রমে ৮৯ এবং ৮৮ স্কোর করে র্যাোঙ্কিংয়ে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড এবং ডেনমার্ক। অর্থাৎ এই দু’টি দেশে দুর্নীতি অনেক কম হয়। আর তালিকার একদম শেষে ১৪, ১২ ও ৯ স্কোর করে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে উঠে এসেছে সিরিয়া, দক্ষিণ সুদান এবং সোমালিয়া।

কোরাপসন পারসেপসনস ইনডেক্সে যথাক্রমে ৮৯ এবং ৮৮ স্কোর করে র্যাোঙ্কিংয়ে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড এবং ডেনমার্ক। অর্থাৎ এই দু’টি দেশে দুর্নীতি অনেক কম হয়। আর তালিকার একদম শেষে ১৪, ১২ ও ৯ স্কোর করে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে উঠে এসেছে সিরিয়া, দক্ষিণ সুদান এবং সোমালিয়া।

০৮ ০৯
ইনডেক্সে ৮৫ স্কোর করে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তৃতীয় স্থানে রয়েছে ফিনল্যান্ড এবং নরওয়ে। একই ভাবে তালিকায় উপরের দিকে রয়েছে ব্রিটেন, র্যা ঙ্ক ৮ এবং স্কোর ৮২। মার্কিন যুক্তরাষ্ট্রের র্যায়ঙ্ক ১৬ এবং স্কোর ৭৫।

ইনডেক্সে ৮৫ স্কোর করে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তৃতীয় স্থানে রয়েছে ফিনল্যান্ড এবং নরওয়ে। একই ভাবে তালিকায় উপরের দিকে রয়েছে ব্রিটেন, র্যা ঙ্ক ৮ এবং স্কোর ৮২। মার্কিন যুক্তরাষ্ট্রের র্যায়ঙ্ক ১৬ এবং স্কোর ৭৫।

০৯ ০৯
অপেক্ষাকৃত কম দুর্নীতির তালিকায় রয়েছে পশ্চিম ইউরোপের দেশগুলি যাদের গড় স্কোর ৬৬। দুর্নীতিতে অনেক এগিয়ে রয়েছে সাব-সাহারান আফ্রিকা—গড় স্কোর ৩২ এবং পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার দেশগুলি যাদের গড় স্কোর ৩৪।

অপেক্ষাকৃত কম দুর্নীতির তালিকায় রয়েছে পশ্চিম ইউরোপের দেশগুলি যাদের গড় স্কোর ৬৬। দুর্নীতিতে অনেক এগিয়ে রয়েছে সাব-সাহারান আফ্রিকা—গড় স্কোর ৩২ এবং পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার দেশগুলি যাদের গড় স্কোর ৩৪।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE