Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Sayfullo Saipov

এফবিআই-এর জেরায় কী জানাল ম্যানহাটন হামলার পাণ্ডা

সায়ফুল্লোর নাম নিউইয়র্কের ম্যানহাটনের জঙ্গি হামলায় জড়িয়ে যাওয়ায় স্তম্ভিত অনেকেই। আসুন জেনে নেওয়া যাক নিউইয়র্ক হামলার মূল অভিযুক্ত সায়ফুল্লোর সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৭ ১৭:৫২
Share: Save:
০১ ০৬
বছর সাতেক আগে উজবেকিস্তানের তাসখন্দ থেকে ওহায়োতে এসে থাকা শুরু করে সায়ফুল্লো হাবিবুলেভিক সাইপভ।

বছর সাতেক আগে উজবেকিস্তানের তাসখন্দ থেকে ওহায়োতে এসে থাকা শুরু করে সায়ফুল্লো হাবিবুলেভিক সাইপভ।

০২ ০৬
সায়ফুল্লোর বিয়ে ওহায়োতে। ২০১৩ সালে। এর পর সে চলে যায় ফ্লরিডায়, তার পর সেখান থেকে নিউ জার্সি।

সায়ফুল্লোর বিয়ে ওহায়োতে। ২০১৩ সালে। এর পর সে চলে যায় ফ্লরিডায়, তার পর সেখান থেকে নিউ জার্সি।

০৩ ০৬
ছ’মাস আগে নিউ জার্সির প্যাটারসনে উবের চালক হিসেবে যোগ দেয় সায়ফুল্লো। এর আগে এক সময়ে ফ্লরিডার ফোর্ট মায়ার্সে ট্রাক চালাত সায়ফুল্লো।

ছ’মাস আগে নিউ জার্সির প্যাটারসনে উবের চালক হিসেবে যোগ দেয় সায়ফুল্লো। এর আগে এক সময়ে ফ্লরিডার ফোর্ট মায়ার্সে ট্রাক চালাত সায়ফুল্লো।

০৪ ০৬
সায়ফুল্লোর মোবাইল থেকে মোট আইএস জঙ্গি গোষ্ঠীর প্রশিক্ষণমূলক ৯০টি ভিডিও এবং ৩৮০০টি ছবি উদ্ধার হয়েছে।

সায়ফুল্লোর মোবাইল থেকে মোট আইএস জঙ্গি গোষ্ঠীর প্রশিক্ষণমূলক ৯০টি ভিডিও এবং ৩৮০০টি ছবি উদ্ধার হয়েছে।

০৫ ০৬
এফবিআই গোয়েন্দাদের সায়ফুল্লো জানিয়েছে এক বছর আগে থেকেই সে হামলার ছক কষছিল। তবে মাত্র দু’ মাস আগেই সায়ফুল্লো এই ট্রাক নিয়ে হামলার পরিকল্পনা করে।

এফবিআই গোয়েন্দাদের সায়ফুল্লো জানিয়েছে এক বছর আগে থেকেই সে হামলার ছক কষছিল। তবে মাত্র দু’ মাস আগেই সায়ফুল্লো এই ট্রাক নিয়ে হামলার পরিকল্পনা করে।

০৬ ০৬
১ নভেম্বর ম্যানহাটনে সায়ফুল্লোর ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় ৮ নিরপরাধ মানুষের, গুরুতর আহত হন আরও ১১ জন।

১ নভেম্বর ম্যানহাটনে সায়ফুল্লোর ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় ৮ নিরপরাধ মানুষের, গুরুতর আহত হন আরও ১১ জন।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE