Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Switzerland

বিশ্বের সব থেকে খাড়াই রেলপথ চালু হল সুইৎজারল্যান্ডে, দেখুন গ্যালারি

এ বার থেকে বিশ্বের সব থেকে খাড়াই পথে রেল চলবে সুইৎজারল্যান্ডে। সম্প্রতি মধ্য সুইৎজারল্যান্ডে এই রেল পথের উদ্বোধন হয়।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৭ ১৫:৫২
Share: Save:
০১ ০৬
বিশ্বের সব থেকে খাড়াই রেল পথ চালু হল সুইৎজারল্যান্ডে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই  নয়া রেল পথ।

বিশ্বের সব থেকে খাড়াই রেল পথ চালু হল সুইৎজারল্যান্ডে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই নয়া রেল পথ।

০২ ০৬
প্রায় ৫.২৬ কোটি মার্কিন ডলার খরচ করে তৈরি হয়েছে এই রেল পথ।

প্রায় ৫.২৬ কোটি মার্কিন ডলার খরচ করে তৈরি হয়েছে এই রেল পথ।

০৩ ০৬
সমুদ্র তল থেকে এই রেল পথের উচ্চতা ১৩০০ মিটার।

সমুদ্র তল থেকে এই রেল পথের উচ্চতা ১৩০০ মিটার।

০৪ ০৬
চোঙের মতো দেখতে এই ট্রেনে যাত্রার সময় কোনও যাত্রী দাঁড়িয়ে থাকতে পারবেন না। আসনে বসেই প্রত্যেক যাত্রীকে পথ অতিক্রম করতে হবে।

চোঙের মতো দেখতে এই ট্রেনে যাত্রার সময় কোনও যাত্রী দাঁড়িয়ে থাকতে পারবেন না। আসনে বসেই প্রত্যেক যাত্রীকে পথ অতিক্রম করতে হবে।

০৫ ০৬
রেল পথটি মাটি থেকে ৭৪৩ মিটার উপর দিয়ে যাবে। মোট ১৭৩৮ মিটার পথ অতিক্রম করবে।

রেল পথটি মাটি থেকে ৭৪৩ মিটার উপর দিয়ে যাবে। মোট ১৭৩৮ মিটার পথ অতিক্রম করবে।

০৬ ০৬
প্রায় ১৪ বছরের পরিকল্পনায় এই রেল পথ চালু করা হল বলে সরকারি ভাবে জানানো হয়েছে। প্রতি সেকেন্ড দশ মিটার পথ অতিক্রম করবে এই অত্যাধুনিক ট্রেন।

প্রায় ১৪ বছরের পরিকল্পনায় এই রেল পথ চালু করা হল বলে সরকারি ভাবে জানানো হয়েছে। প্রতি সেকেন্ড দশ মিটার পথ অতিক্রম করবে এই অত্যাধুনিক ট্রেন।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE