Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Lifestyle News

চিরুনি, পারফিউমেরও রয়েছে এক্সপায়ারি ডেট!

প্রিয় পারফিউম হয়তো বছরের পর বছর ব্যবহার করছেন? জেনে নিন কত দিন অন্তর বদলাবেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৭ ১২:৪৮
Share: Save:
০১ ০৭
রোজ নিজেদের সাজিয়ে গুজিয়ে রাখলে, যত্ন নিলেও এমন অনেক জিনিস রয়েছে যা আমরা বছরের পর বছর ব্যবহার করতে থাকি। কোনও প্রিয় পারফিউম হয়তো বছরের পর বছর রেখে দিলেন, অথবা কম ব্যবহার হয়ে বলে রানিং শু অনেক দিন রেখে দিলেন। জেনে নিন এগুলো কতদিন অন্তর বদলাবেন।

রোজ নিজেদের সাজিয়ে গুজিয়ে রাখলে, যত্ন নিলেও এমন অনেক জিনিস রয়েছে যা আমরা বছরের পর বছর ব্যবহার করতে থাকি। কোনও প্রিয় পারফিউম হয়তো বছরের পর বছর রেখে দিলেন, অথবা কম ব্যবহার হয়ে বলে রানিং শু অনেক দিন রেখে দিলেন। জেনে নিন এগুলো কতদিন অন্তর বদলাবেন।

০২ ০৭
ব্রা: একই ব্রা বছরের পর বছর ব্যবহার করবেন না। ব্রা-এর শেপ নষ্ট হলে ইলাসটিসিটি চলে যায়। যখনই মনে হবে লুজ হয়ে গিয়েছে বদল করুন। ১-২ বছরের বেশি কোনও ব্রা ব্যবহার করবেন না।

ব্রা: একই ব্রা বছরের পর বছর ব্যবহার করবেন না। ব্রা-এর শেপ নষ্ট হলে ইলাসটিসিটি চলে যায়। যখনই মনে হবে লুজ হয়ে গিয়েছে বদল করুন। ১-২ বছরের বেশি কোনও ব্রা ব্যবহার করবেন না।

০৩ ০৭
রানিং শু: ২৫০-৩০০ মাইল দৌড়নোর পরই রানিং শু-র কুশনিং নষ্ট হতে থাকে। তাই ১ বছরের বেশি কোনও রানিং শু ব্যবহার করা উচিত না।

রানিং শু: ২৫০-৩০০ মাইল দৌড়নোর পরই রানিং শু-র কুশনিং নষ্ট হতে থাকে। তাই ১ বছরের বেশি কোনও রানিং শু ব্যবহার করা উচিত না।

০৪ ০৭
বেবি কার সিট: অনেক সময়ই আমরা নিজেদের বাচ্চা বড় হয়ে গেলে ওদের ব্যবহৃত বেবি কার সিট অন্য বাচ্চাদের দিয়ে দিই। বেবি কার সিটের ফোম ও প্লাস্টিক ৬-১০ বছর পর্যন্ত ভাল থাকে। তারপর নষ্ট হতে শুরু করলে আর বাচ্চাদের সুরক্ষা দিতে পারে না।

বেবি কার সিট: অনেক সময়ই আমরা নিজেদের বাচ্চা বড় হয়ে গেলে ওদের ব্যবহৃত বেবি কার সিট অন্য বাচ্চাদের দিয়ে দিই। বেবি কার সিটের ফোম ও প্লাস্টিক ৬-১০ বছর পর্যন্ত ভাল থাকে। তারপর নষ্ট হতে শুরু করলে আর বাচ্চাদের সুরক্ষা দিতে পারে না।

০৫ ০৭
পেসিফায়ার: ল্যাটেক্স পেসিফায়ার না বদলালে শিশুর ইনফেকশনের ঝুঁকি থাকে। ২-৫ সপ্তাহের মধ্যে অবশ্যই বদলান।

পেসিফায়ার: ল্যাটেক্স পেসিফায়ার না বদলালে শিশুর ইনফেকশনের ঝুঁকি থাকে। ২-৫ সপ্তাহের মধ্যে অবশ্যই বদলান।

০৬ ০৭
হেয়ার ব্রাশ: বছরের পর বছর একই হেয়ার ব্রাশ ব্যবহার করলে খুব ভুল করবেন। ১ বছরের বেশি কোনও হেয়ার ব্রাশ ব্যবহার করা উচিত নয়। প্রতি সপ্তাহে অবশ্যই পরিষ্কার করুন।

হেয়ার ব্রাশ: বছরের পর বছর একই হেয়ার ব্রাশ ব্যবহার করলে খুব ভুল করবেন। ১ বছরের বেশি কোনও হেয়ার ব্রাশ ব্যবহার করা উচিত নয়। প্রতি সপ্তাহে অবশ্যই পরিষ্কার করুন।

০৭ ০৭
পারফিউম: যেই সব পারফিউমে এসেনশিয়াল অয়েল থাকে, সেগুলো ৩ বছর পর্যন্ত ভাল থাকে। যদি সিল খোলা না হয়। সিল খুলে ব্যবহার করলে ২ বছর পর্যন্ত ঠিক থাকে। তার বেশি নয়।

পারফিউম: যেই সব পারফিউমে এসেনশিয়াল অয়েল থাকে, সেগুলো ৩ বছর পর্যন্ত ভাল থাকে। যদি সিল খোলা না হয়। সিল খুলে ব্যবহার করলে ২ বছর পর্যন্ত ঠিক থাকে। তার বেশি নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE