Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Life sty;e news

সাবধান! এই বিষয়গুলো কারও সঙ্গে শেয়ার করবেন না

কোনটা শেয়ার করব আর কোনটা করব তার একটা সঠিক ধারণা থাকা উচিত। দেখে নিন কোন বিষয়গুলো কখনই শেয়ার করা উচিত নয়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৭ ১১:১৫
Share: Save:
০১ ০৬
নিজের ভবিষ্যতের জন্য ঠিক কী কী পরিকল্পনা করেছেন আপনি? ভুলেও কাউকে বলবেন না।

নিজের ভবিষ্যতের জন্য ঠিক কী কী পরিকল্পনা করেছেন আপনি? ভুলেও কাউকে বলবেন না।

০২ ০৬
ব্যক্তিগত জীবন নিয়েও কারও সঙ্গে বেশি আলোচনা করা উচিত নয়।

ব্যক্তিগত জীবন নিয়েও কারও সঙ্গে বেশি আলোচনা করা উচিত নয়।

০৩ ০৬
আপনি অন্যের উপকার করতে পছন্দ করেন এবং বিপদে থাকা যে কোনও মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তা কাউকে আগ বাড়িয়ে বলার প্রয়োজন নেই। সুযোগসন্ধানীরা এর সুযোগ নিতে পারে।

আপনি অন্যের উপকার করতে পছন্দ করেন এবং বিপদে থাকা যে কোনও মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তা কাউকে আগ বাড়িয়ে বলার প্রয়োজন নেই। সুযোগসন্ধানীরা এর সুযোগ নিতে পারে।

০৪ ০৬
প্রত্যেক পরিবারেই কিছু না কিছু সমস্যা রয়েছে। তাই অন্দরমহলের জটিলতা কখনও অন্যের সামনে তুলে ধরবেন না।

প্রত্যেক পরিবারেই কিছু না কিছু সমস্যা রয়েছে। তাই অন্দরমহলের জটিলতা কখনও অন্যের সামনে তুলে ধরবেন না।

০৫ ০৬
ঠিক একই ভাবে নিজের দাম্পত্য জীবনের রোজকার ছোটখাটো ঝামেলাগুলো নিয়েও অন্যের সঙ্গে কাটাছেঁড়া না করাই ভাল। এতে হিতে-বিপরীত হতে পারে।

ঠিক একই ভাবে নিজের দাম্পত্য জীবনের রোজকার ছোটখাটো ঝামেলাগুলো নিয়েও অন্যের সঙ্গে কাটাছেঁড়া না করাই ভাল। এতে হিতে-বিপরীত হতে পারে।

০৬ ০৬
ধরুন আপনার জীবনযাত্রায় কোনও পরিবর্তন হয়েছে বা আপনার মাইনে বেড়েছে, পরিবারের লোক ছাড়া তা কাউকেই বলবেন না।

ধরুন আপনার জীবনযাত্রায় কোনও পরিবর্তন হয়েছে বা আপনার মাইনে বেড়েছে, পরিবারের লোক ছাড়া তা কাউকেই বলবেন না।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE