Advertisement
১৭ এপ্রিল ২০২৪
Life style news

এ বার লেনদেনও করা যাবে হোয়াটস‌্অ্যাপে!

আরও অপরিহার্য হতে চলেছে হোয়াটস‌্অ্যাপ। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই অ্যাপে যোগ হতে চলেছে নতুন ফিচার। এবার শুধু কথা বলাই নয়, লেনদেনও করতে পারবেন হোয়াটস‌্অ্যাপ-এ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৮ ১৬:০২
Share: Save:
০১ ০৫
আরও অপরিহার্য হতে চলেছে হোয়াটস‌্অ্যাপ। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই অ্যাপে যোগ হতে চলেছে নতুন ফিচার। এবার শুধু কথা বলাই নয়, লেনদেনও করতে পারবেন হোয়াটস‌্অ্যাপ-এ।

আরও অপরিহার্য হতে চলেছে হোয়াটস‌্অ্যাপ। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই অ্যাপে যোগ হতে চলেছে নতুন ফিচার। এবার শুধু কথা বলাই নয়, লেনদেনও করতে পারবেন হোয়াটস‌্অ্যাপ-এ।

০২ ০৫
সংস্থা সূত্রে খবর, এর জন্য ইতিমধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্কের সঙ্গে কথাবার্তাও বলছে হোয়াটস‌্অ্যাপ।

সংস্থা সূত্রে খবর, এর জন্য ইতিমধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্কের সঙ্গে কথাবার্তাও বলছে হোয়াটস‌্অ্যাপ।

০৩ ০৫
জনগণকে এই পেমেন্ট ফিচার ব্যবহার করার আগে অনেক নিরাপত্তার পরীক্ষা দিতে হবে হোয়াটস‌্অ্যাপকে। সেগুলোরই এখন পরীক্ষার কাজ চলছে। সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির শেষের দিকে চালু হতে চলেছে এই ফিচার।

জনগণকে এই পেমেন্ট ফিচার ব্যবহার করার আগে অনেক নিরাপত্তার পরীক্ষা দিতে হবে হোয়াটস‌্অ্যাপকে। সেগুলোরই এখন পরীক্ষার কাজ চলছে। সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির শেষের দিকে চালু হতে চলেছে এই ফিচার।

০৪ ০৫
পেমেন্টের ব্যবস্থাযুক্ত হোয়াটস‌্অ্যাপকে বলা হচ্ছে হোয়াটস‌্অ্যাপ বি। ‘বি’ অর্থাত্ বিজনেস। এটা চলতি হোয়াটস‌্অ্যাপের থেকে খানিকটা আলাদা।

পেমেন্টের ব্যবস্থাযুক্ত হোয়াটস‌্অ্যাপকে বলা হচ্ছে হোয়াটস‌্অ্যাপ বি। ‘বি’ অর্থাত্ বিজনেস। এটা চলতি হোয়াটস‌্অ্যাপের থেকে খানিকটা আলাদা।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE