Advertisement
২০ এপ্রিল ২০২৪
National news

বিশ্বের সবচেয়ে বড় স্কুল রয়েছে ভারতেই, জানতেন!

সপ্তম আশ্চর্যের একটি আমাদের দেশেই রয়েছে। এটা শুনে আমরা আর আশ্চর্য হই না। কারণ ছোট থেকেই আমরা সেটা জানি। কিন্তু জানেন কি আমাদের দেশেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সিটি স্কুলটি! অবাক হলেন তো? লখনউ-এর সিটি মন্তেসরি স্কুল। গিনেস বুকেও নাম রয়েছে এই স্কুলটির।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৭ ১১:০১
Share: Save:
০১ ০৮
সপ্তম আশ্চর্যের একটি আমাদের দেশেই রয়েছে। এটা শুনে আমরা আর আশ্চর্য হই না। কারণ ছোট থেকেই আমরা সেটা জানি। কিন্তু জানেন কি আমাদের দেশেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সিটি স্কুলটি! অবাক হলেন তো? লখনউ-এর সিটি মন্তেসরি স্কুল। গিনেস বুকেও নাম রয়েছে এই স্কুলটির।

সপ্তম আশ্চর্যের একটি আমাদের দেশেই রয়েছে। এটা শুনে আমরা আর আশ্চর্য হই না। কারণ ছোট থেকেই আমরা সেটা জানি। কিন্তু জানেন কি আমাদের দেশেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সিটি স্কুলটি! অবাক হলেন তো? লখনউ-এর সিটি মন্তেসরি স্কুল। গিনেস বুকেও নাম রয়েছে এই স্কুলটির।

০২ ০৮
১৯৫৯ সালে জগদীশ গাঁধী এবং তাঁর স্ত্রী ভারতী মিলে স্কুলটি তৈরি করেন। মাত্র ৩০০ টাকা ঋণ নিয়ে স্কুলের কাজ শুরু হয়।

১৯৫৯ সালে জগদীশ গাঁধী এবং তাঁর স্ত্রী ভারতী মিলে স্কুলটি তৈরি করেন। মাত্র ৩০০ টাকা ঋণ নিয়ে স্কুলের কাজ শুরু হয়।

০৩ ০৮
প্রথমে মাত্র ৫ জন পড়ুয়া ছিল এই স্কুলে। খুব তাড়াতাড়ি তা খ্যাতি অর্জন করে এবং দ্রুত ছাত্র সংখ্যাও বাড়তে থাকে।

প্রথমে মাত্র ৫ জন পড়ুয়া ছিল এই স্কুলে। খুব তাড়াতাড়ি তা খ্যাতি অর্জন করে এবং দ্রুত ছাত্র সংখ্যাও বাড়তে থাকে।

০৪ ০৮
২০১০-২০১১ শিক্ষাবর্ষে ছাত্র সংখ্যা দাঁড়ায় ৩৯ হাজার ৪৩৭-এ।

২০১০-২০১১ শিক্ষাবর্ষে ছাত্র সংখ্যা দাঁড়ায় ৩৯ হাজার ৪৩৭-এ।

০৭ ০৮
২০১৩ সালে ৪৫ হাজার ছাত্র নিয়ে বিশ্বের সবচেয়ে বড় স্কুল হিসাবে গিনেস বুকে নাম তোলে স্কুলটি।

২০১৩ সালে ৪৫ হাজার ছাত্র নিয়ে বিশ্বের সবচেয়ে বড় স্কুল হিসাবে গিনেস বুকে নাম তোলে স্কুলটি।

০৮ ০৮
২০১৬ মার্চ থেকে স্কুলটির গোমতীনগর ক্যাম্পাস (২) কেমব্রিজ ইন্টারন্যাশনাল একজামিনেশন বোর্ডের অধীনস্থ হয়।

২০১৬ মার্চ থেকে স্কুলটির গোমতীনগর ক্যাম্পাস (২) কেমব্রিজ ইন্টারন্যাশনাল একজামিনেশন বোর্ডের অধীনস্থ হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE