Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Karnataka

এ বার হেলমেটই খুঁজে দেবে গন্তব্য!

এ বার হেলমেটই খুঁজে দেবে আপনার গন্তব্য। এমনই হেলমেট তৈরি করেছে এ দেশের দুই ইঞ্জিনিয়ারিং ছাত্র। হেলমেটের দামও বেশি নয়। আসুন জেনে নেওয়া যাক এই হেলমেটের খুঁটিনাটি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৫৮
Share: Save:
০১ ০৬
এ বার হেলমেটই খুঁজে দেবে আপনার গন্তব্য। এমনই হেলমেট তৈরি করেছে এ দেশের দুই ইঞ্জিনিয়ারিং ছাত্র। হেলমেটের দামও বেশি নয়। আসুন জেনে নেওয়া যাক এই হেলমেটের খুঁটিনাটি।

এ বার হেলমেটই খুঁজে দেবে আপনার গন্তব্য। এমনই হেলমেট তৈরি করেছে এ দেশের দুই ইঞ্জিনিয়ারিং ছাত্র। হেলমেটের দামও বেশি নয়। আসুন জেনে নেওয়া যাক এই হেলমেটের খুঁটিনাটি।

০২ ০৬
কর্নাটকের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের দুই ছাত্র যোগেশ এবং অভিজিৎ তৈরি করেছেন এই বিশেষ ধরনের হেলমেট।

কর্নাটকের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের দুই ছাত্র যোগেশ এবং অভিজিৎ তৈরি করেছেন এই বিশেষ ধরনের হেলমেট।

০৩ ০৬
এই হেলমেটে রয়েছে একটি ইনবিল্ট ব্লু-টুথ স্পিকার। আপনার স্মার্টফোনের ব্লু-টুথের সঙ্গে এটিকে যুক্ত করে নিলেই মোবাইল থেকে জিপিএস-বার্তা পৌঁছে যাবে আপনার কানে।

এই হেলমেটে রয়েছে একটি ইনবিল্ট ব্লু-টুথ স্পিকার। আপনার স্মার্টফোনের ব্লু-টুথের সঙ্গে এটিকে যুক্ত করে নিলেই মোবাইল থেকে জিপিএস-বার্তা পৌঁছে যাবে আপনার কানে।

০৪ ০৬
হেলমেটের এই ব্লু-টুথ স্পিকারটি একটানা ছ’ঘণ্টা কাজ করতে সক্ষম। তবে হেলমেটের ব্লু-টুথ ডিভাইসটি চার্জিং পোর্টের মাধ্যমে ফের চার্জ দিয়ে নেওয়া যাবে।

হেলমেটের এই ব্লু-টুথ স্পিকারটি একটানা ছ’ঘণ্টা কাজ করতে সক্ষম। তবে হেলমেটের ব্লু-টুথ ডিভাইসটি চার্জিং পোর্টের মাধ্যমে ফের চার্জ দিয়ে নেওয়া যাবে।

০৫ ০৬
হেলমেটটির সামনের কাচে লাগানো রয়েছে একটি বিশেষ ধরনের ‘কুলিং শিট’ যা বাইকারদের ‘নাইট ভিসন’-এর সুবিধা দিতে সক্ষম বলে দাবি যোগেশ ও অভিজিতের।

হেলমেটটির সামনের কাচে লাগানো রয়েছে একটি বিশেষ ধরনের ‘কুলিং শিট’ যা বাইকারদের ‘নাইট ভিসন’-এর সুবিধা দিতে সক্ষম বলে দাবি যোগেশ ও অভিজিতের।

০৬ ০৬
সংবাদ সংস্থা এএনআই-কে এই দুই ইঞ্জিনিয়ারিং ছাত্র জানিয়েছেন, এই হেলমেটটির দাম মাত্র ১৫০০ টাকা। খুব শীঘ্রই এটি বাণিজ্যিক ভাবে বাজারে আনার কথা ভাবছে বলেও জানিয়েছেন তাঁরা।

সংবাদ সংস্থা এএনআই-কে এই দুই ইঞ্জিনিয়ারিং ছাত্র জানিয়েছেন, এই হেলমেটটির দাম মাত্র ১৫০০ টাকা। খুব শীঘ্রই এটি বাণিজ্যিক ভাবে বাজারে আনার কথা ভাবছে বলেও জানিয়েছেন তাঁরা।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE