Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National news

কমলো জিএসটি, কী কী সস্তা হল? কতটা সস্তা হল? দেখে নিন তালিকা

নতুন করে জিএসটি হার ঢেলে সাজিয়েছে কেন্দ্র। কর কমেছে দৈনন্দিন ব্যবহার্য একাধিক দ্রব্যেরই। প্রায় ২০০টি পণ্যের জিএসটি কমানো হয়েছে। কোন কোন দ্রব্যের দাম কমলো? আর কতটা কমলো, দেখে নিন—

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৭ ১০:৪১
Share: Save:
০১ ০৮
০২ ০৮
আসবাবপত্র, ট্রাঙ্ক, ভ্যানিটি ব্যাগ, ব্রিফ কেস, ট্রাভেলিং ব্যাগ। ত্বক এবং চুলের বিভিন্ন ক্রিম-রং, শ্যাম্পু, সাবান, প্রসাধনী দ্রব্য, মেক-আপ সামগ্রী। এগুলিতে কর কমেছে ১০ শতাংশ করে।

আসবাবপত্র, ট্রাঙ্ক, ভ্যানিটি ব্যাগ, ব্রিফ কেস, ট্রাভেলিং ব্যাগ। ত্বক এবং চুলের বিভিন্ন ক্রিম-রং, শ্যাম্পু, সাবান, প্রসাধনী দ্রব্য, মেক-আপ সামগ্রী। এগুলিতে কর কমেছে ১০ শতাংশ করে।

০৩ ০৮
বাসনপত্র, গ্যাস ওভেন, কুকার-সহ খাবার তৈরিতে কাজে লাগে এমন বিদ্যুৎহীন যে কোনও দ্রব্যের দাম কমেছে। আগে এই সমস্ত দ্রব্যের উপরে কর দিতে হত ২৮ শতাংশ হারে। এখন দিতে হবে ১৮ শতাংশ হারে।

বাসনপত্র, গ্যাস ওভেন, কুকার-সহ খাবার তৈরিতে কাজে লাগে এমন বিদ্যুৎহীন যে কোনও দ্রব্যের দাম কমেছে। আগে এই সমস্ত দ্রব্যের উপরে কর দিতে হত ২৮ শতাংশ হারে। এখন দিতে হবে ১৮ শতাংশ হারে।

০৪ ০৮
দাম কমেছে যে কোনও ধরনের কাচ বা কাচের তৈরি জিনিসের। বাদ্যযন্ত্র, চকোলেট এবং কফির উপর কর কমেছে ১৮ শতাংশ হারে।

দাম কমেছে যে কোনও ধরনের কাচ বা কাচের তৈরি জিনিসের। বাদ্যযন্ত্র, চকোলেট এবং কফির উপর কর কমেছে ১৮ শতাংশ হারে।

০৫ ০৮
কর কমেছে ক্যামেরা, মাইক্রোস্কোপ এবং ল্যাবরেটরিতে ব্যবহৃত বেশ কিছু দ্রব্যের উপর।

কর কমেছে ক্যামেরা, মাইক্রোস্কোপ এবং ল্যাবরেটরিতে ব্যবহৃত বেশ কিছু দ্রব্যের উপর।

০৬ ০৮
১৮ শতাংশ থেকে জিএসটি কর কমে ১২ শতাংশ হয়েছে কনডেনস্ড মিল্ক, চিনি, পাস্তা, মেয়োনিজ, ডায়াবেটিক ফুড, সুতীর দ্রব্যে। বাঁশের তৈরি আসবাবের উপরও কর কমেছে।

১৮ শতাংশ থেকে জিএসটি কর কমে ১২ শতাংশ হয়েছে কনডেনস্ড মিল্ক, চিনি, পাস্তা, মেয়োনিজ, ডায়াবেটিক ফুড, সুতীর দ্রব্যে। বাঁশের তৈরি আসবাবের উপরও কর কমেছে।

০৭ ০৮
শুকনো নারকেল, ইডলি, দোসা, বাটার, চটের দ্রব্য, দড়ি, মাছ ধরার সামগ্রীর উপর জিএসটি ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হয়েছে।

শুকনো নারকেল, ইডলি, দোসা, বাটার, চটের দ্রব্য, দড়ি, মাছ ধরার সামগ্রীর উপর জিএসটি ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হয়েছে।

০৮ ০৮
এত দিন কিছু শুকনো সবজি, শুকনো মাছ বা ফ্রিজে স্টোর করে রাখা মাছের জিএসটি দিতে হত ৫ শতাংশ হারে। সেই করের সবটাই তুলে নেওয়া হয়েছে।

এত দিন কিছু শুকনো সবজি, শুকনো মাছ বা ফ্রিজে স্টোর করে রাখা মাছের জিএসটি দিতে হত ৫ শতাংশ হারে। সেই করের সবটাই তুলে নেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE