Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Photo Gallery

দেশের বাজারে সেরা ৬ স্মার্ট ওয়াচ ও তাদের বৈশিষ্ট

ঘড়ি এখন শুধুমাত্র সময় দেখার কাজে ব্যবহৃত হয় না। স্মার্টফোনের যুগে ঘড়িও এখন অনেক স্মার্ট হয়েছে। এ প্রজন্মের পছন্দ স্মার্টওয়াচ। আসুন জেনে নেওয়া যাক তেমনই কিছু স্মার্টওয়াচের বৈশিষ্ট।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৭ ১০:১৬
Share: Save:
০১ ০৬
স্মার্টওয়াচ প্রস্তুতকারকদের বাজারে সেরা নাম অ্যাপেল। অ্যাপেল ওয়াচ সিরিজ ২-এ রয়েছে ডুয়াল কোর প্রসেসর, ১.৫ ইঞ্চি ডিসপ্লে, ওয়াইফাই, ব্লু টুথ, হার্ট রেট সেন্সর, অ্যাকসেলেরোমিটার, স্পিকার, মাইক্রোফোনের মতো একাধিক স্মার্ট ফিচার। দাম প্রায় ৩৫ হাজার টাকা।

স্মার্টওয়াচ প্রস্তুতকারকদের বাজারে সেরা নাম অ্যাপেল। অ্যাপেল ওয়াচ সিরিজ ২-এ রয়েছে ডুয়াল কোর প্রসেসর, ১.৫ ইঞ্চি ডিসপ্লে, ওয়াইফাই, ব্লু টুথ, হার্ট রেট সেন্সর, অ্যাকসেলেরোমিটার, স্পিকার, মাইক্রোফোনের মতো একাধিক স্মার্ট ফিচার। দাম প্রায় ৩৫ হাজার টাকা।

০২ ০৬
স্যামসাং-এর স্মার্টওয়াচ বাজারে বেশ জনপ্রিয়। স্যামসাং গিয়ার এস ৩ স্মার্টওয়াচে রয়েছে এস ২ ডুয়াল কোর প্রসেসর, ১.৩ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, ওয়াইফাই, ব্লু টুথ, হার্ট রেট সেন্সর, অ্যাকসেলেরোমিটার, জিপিএস-এর মতো একাধিক স্মার্ট ফিচার। দাম প্রায় ২৮ হাজার টাকা।

স্যামসাং-এর স্মার্টওয়াচ বাজারে বেশ জনপ্রিয়। স্যামসাং গিয়ার এস ৩ স্মার্টওয়াচে রয়েছে এস ২ ডুয়াল কোর প্রসেসর, ১.৩ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, ওয়াইফাই, ব্লু টুথ, হার্ট রেট সেন্সর, অ্যাকসেলেরোমিটার, জিপিএস-এর মতো একাধিক স্মার্ট ফিচার। দাম প্রায় ২৮ হাজার টাকা।

০৩ ০৬
স্যামসাং গিয়ার ফিট ২ প্রো বিশ্ব বাজারে সদ্য আসা স্মার্টওয়াচ। এতে রয়েছে ১.৫ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, ওয়াইফাই, ব্লু টুথ, হার্ট রেট সেন্সর, অ্যাকসেলেরোমিটার, মিউজিক প্লেয়ার, জিপিএস-এর মতো একাধিক স্মার্ট ফিচার। দাম প্রায় ১৩ হাজার টাকা।

স্যামসাং গিয়ার ফিট ২ প্রো বিশ্ব বাজারে সদ্য আসা স্মার্টওয়াচ। এতে রয়েছে ১.৫ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, ওয়াইফাই, ব্লু টুথ, হার্ট রেট সেন্সর, অ্যাকসেলেরোমিটার, মিউজিক প্লেয়ার, জিপিএস-এর মতো একাধিক স্মার্ট ফিচার। দাম প্রায় ১৩ হাজার টাকা।

০৪ ০৬
মোটোরোলার স্মার্টওয়াচ মোটো ৩৬০ ২জেন-এ পাবেন অ্যানড্রয়েড ৪.৩ প্রসেসর, ১.৫ ইঞ্চি ডিসপ্লে, অপটিক্যাল হার্ট রেট মনিটর, অ্যাকসেলেরোমিটার, ওয়াইফাই, ব্লু টুথ, ডুয়াল মাইকের মতো একাধিক স্মার্ট ফিচার। দাম প্রায় ৩৫ হাজার টাকা।

মোটোরোলার স্মার্টওয়াচ মোটো ৩৬০ ২জেন-এ পাবেন অ্যানড্রয়েড ৪.৩ প্রসেসর, ১.৫ ইঞ্চি ডিসপ্লে, অপটিক্যাল হার্ট রেট মনিটর, অ্যাকসেলেরোমিটার, ওয়াইফাই, ব্লু টুথ, ডুয়াল মাইকের মতো একাধিক স্মার্ট ফিচার। দাম প্রায় ৩৫ হাজার টাকা।

০৫ ০৬
স্মার্টওয়াচের বাজারে আসুস জেনওয়াচ ৩ বেশ জনপ্রিয়। এতে পাবেন কোয়াড কোর প্রসেসর, ১.৪ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, ওয়াইফাই, ব্লু টুথ, অ্যাকসেলেরোমিটারের মতো একাধিক ফিচার। দাম প্রায় ৩২ হাজার টাকা।

স্মার্টওয়াচের বাজারে আসুস জেনওয়াচ ৩ বেশ জনপ্রিয়। এতে পাবেন কোয়াড কোর প্রসেসর, ১.৪ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, ওয়াইফাই, ব্লু টুথ, অ্যাকসেলেরোমিটারের মতো একাধিক ফিচার। দাম প্রায় ৩২ হাজার টাকা।

০৬ ০৬
স্যামসাং গিয়ার এস ২ স্মার্টওয়াচে রয়েছে ডুয়াল কোর প্রসেসর, ১.২ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, ওয়াইফাই, ব্লু টুথ, হার্ট রেট সেন্সর, অ্যাকসেলেরোমিটার, জিপিএস-এর মতো একাধিক স্মার্ট ফিচার। দাম প্রায় ৩০ হাজার টাকা।

স্যামসাং গিয়ার এস ২ স্মার্টওয়াচে রয়েছে ডুয়াল কোর প্রসেসর, ১.২ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, ওয়াইফাই, ব্লু টুথ, হার্ট রেট সেন্সর, অ্যাকসেলেরোমিটার, জিপিএস-এর মতো একাধিক স্মার্ট ফিচার। দাম প্রায় ৩০ হাজার টাকা।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE