Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Science News

ভারতের বাজারে বিশ্বের সবচেয়ে দামি গেমিং ল্যাপটপ, জেনে নিন দাম ও ফিচার্স

ভারতের বাজারে এসার নিয়ে এল বিশ্বের সবচেয়ে দামি গেমিং ল্যাপটপ। গ্যালারি থেকে জেনে নিন, এসার প্রিডেটর ২১এক্স মডেলটির দাম ও ফিচার্স।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৭ ১২:১৫
Share: Save:
০১ ০৯
ভারতের বাজারে এসার নিয়ে এল বিশ্বের সবচেয়ে দামি গেমিং ল্যাপটপ। গ্যালারি থেকে জেনে নিন, এসার প্রিডেটর ২১এক্স মডেলটির দাম ও ফিচার্স।

ভারতের বাজারে এসার নিয়ে এল বিশ্বের সবচেয়ে দামি গেমিং ল্যাপটপ। গ্যালারি থেকে জেনে নিন, এসার প্রিডেটর ২১এক্স মডেলটির দাম ও ফিচার্স।

০২ ০৯
৩.৯ গিগাহার্ৎজইন্টেল কোর আই৭-৭৮২০ এইচকে প্রসেসর রয়েছে এই ল্যাপটপে।

৩.৯ গিগাহার্ৎজইন্টেল কোর আই৭-৭৮২০ এইচকে প্রসেসর রয়েছে এই ল্যাপটপে।

০৩ ০৯
ডুয়াল জিটিএক্স ১০৮০ (৮ জিবি+৮ জিবি) জিপিইউ রয়েছে। ১ টিবি এইচডিডি (হার্ড ডিস্ক ড্রাইভ), ৬৪ জিবি র্যাযম রয়েছে। সলিড স্টেট ড্রাইভ চারটি ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ডুয়াল জিটিএক্স ১০৮০ (৮ জিবি+৮ জিবি) জিপিইউ রয়েছে। ১ টিবি এইচডিডি (হার্ড ডিস্ক ড্রাইভ), ৬৪ জিবি র্যাযম রয়েছে। সলিড স্টেট ড্রাইভ চারটি ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

০৪ ০৯
পাঁচ সিস্টেম ফ্যান ও ন’টি কুলিং পাইপ রয়েছে এই ল্যাপটপে।

পাঁচ সিস্টেম ফ্যান ও ন’টি কুলিং পাইপ রয়েছে এই ল্যাপটপে।

০৫ ০৯
২৫৬০X১০৮০ পিক্সেল রেজলিউশনের ইউনিক ২১ ইঞ্চি কার্ভড আইপিএস ডিসপ্লে রয়েছে এতে।

২৫৬০X১০৮০ পিক্সেল রেজলিউশনের ইউনিক ২১ ইঞ্চি কার্ভড আইপিএস ডিসপ্লে রয়েছে এতে।

০৬ ০৯
চেরি এমএক্স ব্রাউন সুইচের সঙ্গে মেকানিক্যাল কি-বোর্ড পেয়ে যাবেন এই ল্যাপটপে। প্রতিটি প্রোগ্রামের জন্য কি-বোর্ডে আলাদা আালাদা রং ব্যবহার করা হয়েছে।

চেরি এমএক্স ব্রাউন সুইচের সঙ্গে মেকানিক্যাল কি-বোর্ড পেয়ে যাবেন এই ল্যাপটপে। প্রতিটি প্রোগ্রামের জন্য কি-বোর্ডে আলাদা আালাদা রং ব্যবহার করা হয়েছে।

০৭ ০৯
আলাদাভাবে নিউমেরিক কি-বোর্ড ব্যবহার করা হয়েছে। এর পাশেই রয়েছে দুর্দান্ত একটি টাচপ্যাড।

আলাদাভাবে নিউমেরিক কি-বোর্ড ব্যবহার করা হয়েছে। এর পাশেই রয়েছে দুর্দান্ত একটি টাচপ্যাড।

০৮ ০৯
ল্যাপটপটির ওজন ৮.৫ কেজি।

ল্যাপটপটির ওজন ৮.৫ কেজি।

০৯ ০৯
ভারতের বাজারে এর দাম পড়বে ৬ লক্ষ ৯৯ হাজার ৯৯৯ টাকা।

ভারতের বাজারে এর দাম পড়বে ৬ লক্ষ ৯৯ হাজার ৯৯৯ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE