Advertisement
২৫ এপ্রিল ২০২৪
IMEI Number

ফোনের আইএমইআই নম্বর জানেন তো? নইলে বিপদে পড়তে পারেন

মোবাইলের আইএমইআই নম্বরের কথা আপনি নিশ্চয়ই জানেন! আইএমইআই নম্বর কী বা কী কাজে লাগে এই নম্বর—জানেন তো? না জানলে কিন্তু বিপদে পড়তে পারেন আপনিও। জেনে নিন আইএমইআই নম্বরের খুঁটিনাটি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৭ ১৩:৩৪
Share: Save:
০১ ০৬
মোবাইলের আইএমইআই নম্বরের কথা আপনি নিশ্চয়ই জানেন! আইএমইআই নম্বর কী বা কী কাজে লাগে এই নম্বর—জানেন তো? না জানলে কিন্তু বিপদে পড়তে পারেন আপনিও। জেনে নিন আইএমইআই নম্বরের খুঁটিনাটি।

মোবাইলের আইএমইআই নম্বরের কথা আপনি নিশ্চয়ই জানেন! আইএমইআই নম্বর কী বা কী কাজে লাগে এই নম্বর—জানেন তো? না জানলে কিন্তু বিপদে পড়তে পারেন আপনিও। জেনে নিন আইএমইআই নম্বরের খুঁটিনাটি।

০২ ০৬
সব মোবাইলেই থাকে ১৫ অঙ্কের (ডিজিট) একটি ইউনিক নম্বর। বিশ্বের যে কোন ফোনকে আলাদা করে চিহ্নিত করতে ব্যবহৃত হয় এই নম্বর।

সব মোবাইলেই থাকে ১৫ অঙ্কের (ডিজিট) একটি ইউনিক নম্বর। বিশ্বের যে কোন ফোনকে আলাদা করে চিহ্নিত করতে ব্যবহৃত হয় এই নম্বর।

০৩ ০৬
আইএমইআই-এর পুরো কথাটা হল, দ্য ইন্টারন্যাশানাল মোবাইল স্টেশন ইকুইপমেন্ট আইডেনটিটি। ডুয়াল সিম-এর ফোনে দুটি করে থাকে।

আইএমইআই-এর পুরো কথাটা হল, দ্য ইন্টারন্যাশানাল মোবাইল স্টেশন ইকুইপমেন্ট আইডেনটিটি। ডুয়াল সিম-এর ফোনে দুটি করে থাকে।

০৪ ০৬
ফোনের বাক্সের গায়ে বা ফোনের ভেতরে লেখা থাকে এই নম্বর। তবে *#০৬# ডায়াল করেও আপনি জেনে নিতে পারেন আপনার ফোনের আইএমইআই নম্বর।

ফোনের বাক্সের গায়ে বা ফোনের ভেতরে লেখা থাকে এই নম্বর। তবে *#০৬# ডায়াল করেও আপনি জেনে নিতে পারেন আপনার ফোনের আইএমইআই নম্বর।

০৫ ০৬
হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া ফোন কোথায় রয়েছে তা চিহ্নিত করতে বা সেটিকে ব্লক করতে কাজে লাগে এই আইএমইআই নম্বর।

হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া ফোন কোথায় রয়েছে তা চিহ্নিত করতে বা সেটিকে ব্লক করতে কাজে লাগে এই আইএমইআই নম্বর।

০৬ ০৬
হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া ফোন ব্লক করতে হলে আপনার নেটওয়ার্ক প্রোভাইডারের সঙ্গে যোগাযোগ করে আপনার মোবাইল নম্বর আর আইএমইআই নম্বর জানিয়ে সেটিকে ব্লক করতে অনুরোধ পাঠালেই ব্লক হয়ে যাবে আপনার মোবাইল ফোনটি।

হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া ফোন ব্লক করতে হলে আপনার নেটওয়ার্ক প্রোভাইডারের সঙ্গে যোগাযোগ করে আপনার মোবাইল নম্বর আর আইএমইআই নম্বর জানিয়ে সেটিকে ব্লক করতে অনুরোধ পাঠালেই ব্লক হয়ে যাবে আপনার মোবাইল ফোনটি।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE