Advertisement
১৯ এপ্রিল ২০২৪
JioPhone

অর্ডার দিয়েছেন? জেনে নিন কবে হাতে পাবেন জিও-ফোন

অপেক্ষার শেষ। প্রি-অর্ডারও শেষের পথে। এ বার গরমাগরম পাতে পড়ার আশায় জিও-র ৪জি ফিচার ফোন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৭ ১১:০৩
Share: Save:
০১ ০৮
বাজারে এসেই বাজিমাৎ। এরই মধ্যে ৬ কোটি গ্রাহক প্রি-বুক করেছেন এই ফোন।

বাজারে এসেই বাজিমাৎ। এরই মধ্যে ৬ কোটি গ্রাহক প্রি-বুক করেছেন এই ফোন।

০২ ০৮
সংস্থা সূত্রে খবর, দিন পনেরোর মধ্যেই গ্রাহকদের হাতে পৌঁছবে এই ফোন।

সংস্থা সূত্রে খবর, দিন পনেরোর মধ্যেই গ্রাহকদের হাতে পৌঁছবে এই ফোন।

০৩ ০৮
ডেলিভারি শুরু হবে ২৪ সেপ্টেম্বর, রবিবার থেকে। প্রথম ধাপের ডেলিভারির পর থেকে আবার দ্বিতীয় ধাপের বুকিং নেওয়া হবে বলে জানা গিয়েছে।

ডেলিভারি শুরু হবে ২৪ সেপ্টেম্বর, রবিবার থেকে। প্রথম ধাপের ডেলিভারির পর থেকে আবার দ্বিতীয় ধাপের বুকিং নেওয়া হবে বলে জানা গিয়েছে।

০৪ ০৮
প্রথম ধাপের বুকিং শুরু হয়েছিল ২৪ অগস্ট থেকে। প্রি-বুকিংয়ে গ্রাহককে দিতে হয়েছে ৫০০ টাকা। ডেলিভারির সময় দিতে হবে ১০০০ টাকা।

প্রথম ধাপের বুকিং শুরু হয়েছিল ২৪ অগস্ট থেকে। প্রি-বুকিংয়ে গ্রাহককে দিতে হয়েছে ৫০০ টাকা। ডেলিভারির সময় দিতে হবে ১০০০ টাকা।

০৫ ০৮
তবে পুরো টাকাটাই ‘সিকিউরিটি মানি’ হিসাবে জমা নেওয়া হবে। পরে ফোন জমা দিলে ফেরত পাওয়া যাবে পুরো ১৫০০ টাকাই।

তবে পুরো টাকাটাই ‘সিকিউরিটি মানি’ হিসাবে জমা নেওয়া হবে। পরে ফোন জমা দিলে ফেরত পাওয়া যাবে পুরো ১৫০০ টাকাই।

০৬ ০৮
২.৪ ইঞ্চি স্ক্রিন, ২০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫১২ এমবি র‌্যাম রয়েছে এই ফোনে।

২.৪ ইঞ্চি স্ক্রিন, ২০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫১২ এমবি র‌্যাম রয়েছে এই ফোনে।

০৭ ০৮
Jio

Jio

০৮ ০৮
৪জি, ভোলটি নেটওয়ার্ক সিস্টেম রয়েছে এই ফোনে।

৪জি, ভোলটি নেটওয়ার্ক সিস্টেম রয়েছে এই ফোনে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE