Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Sabrina Pasterski

বিশ্বের ‘পরবর্তী আইনস্টাইন’ এই বিস্ময় যুবতী

একটি পত্রিকায় সাবরিনা গঞ্জালেস পাস্তার্স্কিকে একজন প্রতিভাধর পদার্থবিদ বলে উল্লেখ করেছেন স্টিফেন হকিন্সও। আসুন জেনে নেওয়া যাক সাবরিনার সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য।

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৭ ১০:৫০
Share: Save:
০১ ০৮
বছর তেইশের সাবরিনা গঞ্জালেস পাস্তার্স্কি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি-র ছাত্রী। মেধার নিরিখে তাঁকে ভবিষ্যতের আইনস্টাইন বলে ব্যাখ্যা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বছর তেইশের সাবরিনা গঞ্জালেস পাস্তার্স্কি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি-র ছাত্রী। মেধার নিরিখে তাঁকে ভবিষ্যতের আইনস্টাইন বলে ব্যাখ্যা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

০২ ০৮
সাবরিনা একজন কিউবান-আমেরিকান পদার্থবিদ। ১৯৯৩ সালে শিকাগোয় জন্ম আশ্চর্য মেধাবি এই ছাত্রীর।

সাবরিনা একজন কিউবান-আমেরিকান পদার্থবিদ। ১৯৯৩ সালে শিকাগোয় জন্ম আশ্চর্য মেধাবি এই ছাত্রীর।

০৩ ০৮
সাবরিনা ‘স্পিন মেমরি এফেক্ট’ তত্বের ব্যাখ্যা করেন যা মহাকর্ষীয় তরঙ্গের মোট প্রভাব সনাক্ত বা যাচাই করার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।

সাবরিনা ‘স্পিন মেমরি এফেক্ট’ তত্বের ব্যাখ্যা করেন যা মহাকর্ষীয় তরঙ্গের মোট প্রভাব সনাক্ত বা যাচাই করার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।

০৪ ০৮
বিশ্বের তাবড় বিজ্ঞানীদের তাক লাগিয়ে মাত্র ১৪ বছর বয়সে সাবরিনা একটি সিঙ্গল ইঞ্জিন বিশিষ্ট বিমান তৈরি করে ফেলেন।

বিশ্বের তাবড় বিজ্ঞানীদের তাক লাগিয়ে মাত্র ১৪ বছর বয়সে সাবরিনা একটি সিঙ্গল ইঞ্জিন বিশিষ্ট বিমান তৈরি করে ফেলেন।

০৫ ০৮
সাবরিনা এখনও পর্যন্ত সব রকম সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে নিজেকে দূরে রেখেছেন। তিনি স্মার্টফোনও ব্যবহার করেন না।

সাবরিনা এখনও পর্যন্ত সব রকম সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে নিজেকে দূরে রেখেছেন। তিনি স্মার্টফোনও ব্যবহার করেন না।

০৬ ০৮
যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি এখন পিএইচডি করছেন, ২০১০-এ সেই হার্ভার্ড-ই তাঁর স্নাতকোত্তরের আবেদন খারিজ করে দেয়।

যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি এখন পিএইচডি করছেন, ২০১০-এ সেই হার্ভার্ড-ই তাঁর স্নাতকোত্তরের আবেদন খারিজ করে দেয়।

০৭ ০৮
হার্ভার্ডে তাঁর বিশেষ গবেষণার জন্য সাবরিনা হের্টজ ফাউন্ডেশনের পক্ষ থেকে ফেলোশিপ বাবদ ২ লক্ষ ৫০ হাজার ডলার পেয়েছেন।

হার্ভার্ডে তাঁর বিশেষ গবেষণার জন্য সাবরিনা হের্টজ ফাউন্ডেশনের পক্ষ থেকে ফেলোশিপ বাবদ ২ লক্ষ ৫০ হাজার ডলার পেয়েছেন।

০৮ ০৮
সাবরিনাকে চাকরির প্রস্তাব দিয়েছেন আমাজন এবং ওয়াশিংটন পোস্ট-এর মালিক জেফ বেজোস। কাজের প্রস্তাব পেয়েছেন নাসা এবং ব্লু অরিজিন-এর মতো সংস্থার থেকেও।

সাবরিনাকে চাকরির প্রস্তাব দিয়েছেন আমাজন এবং ওয়াশিংটন পোস্ট-এর মালিক জেফ বেজোস। কাজের প্রস্তাব পেয়েছেন নাসা এবং ব্লু অরিজিন-এর মতো সংস্থার থেকেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE