Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Solar System

সৌরজগতের বাকি ছ’টি গ্রহ থেকে কেমন হবে সূর্যগ্রহণ?

সোমবার, ২১ অগস্ট, সূর্যের পূর্ণগ্রাসে ঢাকতে চলেছে আমেরিকার পশ্চিম থেকে পূর্ব উপকূলের বিস্তীর্ণ এলাকা। দিনেদুপুরেই ঝুপ করে নেমে আসবে রাতের আঁধার। এখন এক নজরে দেখে নেওয়া যাক সৌরমণ্ডলের কোন কোন গ্রহ থেকে কী ভাবে দেখা যাবে সূর্যগ্রহণ। কেমনই বা হবে সেই দৃশ্য।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৭ ২৩:০৬
Share: Save:
০১ ০৬
গ্রহণের যাবতীয় কলকাঠিই নাড়ে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। চাঁদ আছে বলেই তো যাবতীয় গ্রহণের আলো-আঁধারি। বৃহস্পতির রয়েছে ৬৪টি উপগ্রহ বা চাঁদ। যাদের মধ্যে সবচেয়ে বড় চারটি ক্যালিস্টো, ইউরোপা, আইও এবং গ্যানিমেড। দেখে নিন বৃহস্পতি থেকে কেমন দেখা যাবে সূর্যগ্রহণ।

গ্রহণের যাবতীয় কলকাঠিই নাড়ে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। চাঁদ আছে বলেই তো যাবতীয় গ্রহণের আলো-আঁধারি। বৃহস্পতির রয়েছে ৬৪টি উপগ্রহ বা চাঁদ। যাদের মধ্যে সবচেয়ে বড় চারটি ক্যালিস্টো, ইউরোপা, আইও এবং গ্যানিমেড। দেখে নিন বৃহস্পতি থেকে কেমন দেখা যাবে সূর্যগ্রহণ।

০২ ০৬
মঙ্গল গ্রহ পৃথিবী এবং শুক্রের চেয়ে ছোট। এর রয়েছে দু’টি চাঁদ। ডিমোস এবং ফোবোস। ঠিক এমনই হবে মঙ্গল থেকে সূর্যগ্রহণের ছবি।

মঙ্গল গ্রহ পৃথিবী এবং শুক্রের চেয়ে ছোট। এর রয়েছে দু’টি চাঁদ। ডিমোস এবং ফোবোস। ঠিক এমনই হবে মঙ্গল থেকে সূর্যগ্রহণের ছবি।

০৩ ০৬
সূর্যকে প্রদক্ষিণরত বস্তুদের মধ্যে রয়েছে, গ্রহ, বামন গ্রহ এবং ক্ষুদ্র সৌরজাগতিক বস্ত বা এসএসবি। প্লুটো হল এমনই একটি বামন গ্রহ। প্লুটোর রয়েছে তিনটি চাঁদ। সবচেয়ে বড় শ্যারন। দেখুন কেমন দেখা যাবে প্লুটো থেকে সূর্যগ্রহণ।

সূর্যকে প্রদক্ষিণরত বস্তুদের মধ্যে রয়েছে, গ্রহ, বামন গ্রহ এবং ক্ষুদ্র সৌরজাগতিক বস্ত বা এসএসবি। প্লুটো হল এমনই একটি বামন গ্রহ। প্লুটোর রয়েছে তিনটি চাঁদ। সবচেয়ে বড় শ্যারন। দেখুন কেমন দেখা যাবে প্লুটো থেকে সূর্যগ্রহণ।

০৪ ০৬
শনি বৃহস্পতির মত অত বড় নয়, এর ভর পৃথিবীর মাত্র ৯৫ গুণ। শনির রয়েছে ৬২টি চাঁদ। শনি থেকে সূর্যগ্রহণের একটি দৃশ্য।

শনি বৃহস্পতির মত অত বড় নয়, এর ভর পৃথিবীর মাত্র ৯৫ গুণ। শনির রয়েছে ৬২টি চাঁদ। শনি থেকে সূর্যগ্রহণের একটি দৃশ্য।

০৫ ০৬
ইউরেনাসের ভর পৃথিবীর ১৪ গুণ। এর জানা উপগ্রহের সংখ্যা ২৭টি। যার মধ্যে সবচেয়ে বড় টাইটানিয়া, ওবেরন, আমব্রিয়েল, এরিয়েল ও মিরান্ডা। ইউরেনাস থেকে সূর্যগ্রহণের একটি দৃশ্য।

ইউরেনাসের ভর পৃথিবীর ১৪ গুণ। এর জানা উপগ্রহের সংখ্যা ২৭টি। যার মধ্যে সবচেয়ে বড় টাইটানিয়া, ওবেরন, আমব্রিয়েল, এরিয়েল ও মিরান্ডা। ইউরেনাস থেকে সূর্যগ্রহণের একটি দৃশ্য।

০৬ ০৬
নেপচুনের আকার ইউরেনাসের চেয়ে কম হলেও ভর পৃথিবীর ১৭ গুণ। নেপচুনের রয়েছে ১৩টি চাঁদ। যার মধ্যে সবচেয়ে বড় ট্রাইটন। দেখুন নেপচুন থেকে কেমন দেখা যাবে সূর্যগ্রহণ।

নেপচুনের আকার ইউরেনাসের চেয়ে কম হলেও ভর পৃথিবীর ১৭ গুণ। নেপচুনের রয়েছে ১৩টি চাঁদ। যার মধ্যে সবচেয়ে বড় ট্রাইটন। দেখুন নেপচুন থেকে কেমন দেখা যাবে সূর্যগ্রহণ।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE